ETV Bharat / bharat

Corona in India : দেশে 40 হাজারের নিচে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 5 লাখ 85 হাজার 229 জন ৷ করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 2 হাজার 728 জনের ৷ বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্ত 4 লাখ 82 হাজার 71 জন ৷

s
s
author img

By

Published : Jul 5, 2021, 9:36 AM IST

Updated : Jul 5, 2021, 10:22 AM IST

নয়া দিল্লি, 5 জুলাই : দেশে 40 হাজারের নিচে নামল করোনা ভাইরাসের (Coronavirus In India) দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 39 হাজার 796 জন ৷ গতকালের তুলনায় প্রায় 7.6 শতাংশ কম ৷ গতকাল দেশে আক্রান্তের সংখ্যা ছিল 43 হাজার 71 ৷ কমল মৃত্যুও ৷ একদিনে মৃত্যু হয়েছে 723 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 955 ৷

দেশে গত কয়েকদিন ধরেই করোনার গ্রাফ ওঠা-নামা করছে ৷ তবে এদিন দৈনিক আক্রান্তের সংখ্যা 40 হাজারের নিচে থাকল ৷ যদিও গত মঙ্গলবার 37 হাজারে নেমে গিয়েছিল আক্রান্তের সংখ্যা ৷ পরে ফের বাড়ে ৷ বৃহস্পতিবার তা বেড়ে 48 হাজার হয়ে যায় ৷ তবে শুক্রবার থেকে ফের কমতে শুরু করেছে সংক্রমণ ৷ পরপর চারদিন কম রয়েছে ৷ এবার মৃতের সংখ্যাও কমল ৷

আরও পড়ুন: Corona in Bengal : বাস চলছে, জিমও খুলেছে, তবু নিম্নমুখী দৈনিক সংক্রমণ

স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 5 লাখ 85 হাজার 229 জন ৷ করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 2 হাজার 728 জনের ৷ তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা অনেকটাই কম ৷ বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্ত 4 লাখ 82 হাজার 71 জন ৷ গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 42 হাজার 352 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 2 কোটি 97 লাখ 430 জন ৷ এখনও অবধি দেশে 35 কোটি 28 লাখ 92 হাজার 46টি করোনা ভ্যাকসিনের ডোজ় দেওয়া হয়েছে ৷

নয়া দিল্লি, 5 জুলাই : দেশে 40 হাজারের নিচে নামল করোনা ভাইরাসের (Coronavirus In India) দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 39 হাজার 796 জন ৷ গতকালের তুলনায় প্রায় 7.6 শতাংশ কম ৷ গতকাল দেশে আক্রান্তের সংখ্যা ছিল 43 হাজার 71 ৷ কমল মৃত্যুও ৷ একদিনে মৃত্যু হয়েছে 723 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 955 ৷

দেশে গত কয়েকদিন ধরেই করোনার গ্রাফ ওঠা-নামা করছে ৷ তবে এদিন দৈনিক আক্রান্তের সংখ্যা 40 হাজারের নিচে থাকল ৷ যদিও গত মঙ্গলবার 37 হাজারে নেমে গিয়েছিল আক্রান্তের সংখ্যা ৷ পরে ফের বাড়ে ৷ বৃহস্পতিবার তা বেড়ে 48 হাজার হয়ে যায় ৷ তবে শুক্রবার থেকে ফের কমতে শুরু করেছে সংক্রমণ ৷ পরপর চারদিন কম রয়েছে ৷ এবার মৃতের সংখ্যাও কমল ৷

আরও পড়ুন: Corona in Bengal : বাস চলছে, জিমও খুলেছে, তবু নিম্নমুখী দৈনিক সংক্রমণ

স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 5 লাখ 85 হাজার 229 জন ৷ করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 2 হাজার 728 জনের ৷ তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা অনেকটাই কম ৷ বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্ত 4 লাখ 82 হাজার 71 জন ৷ গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 42 হাজার 352 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 2 কোটি 97 লাখ 430 জন ৷ এখনও অবধি দেশে 35 কোটি 28 লাখ 92 হাজার 46টি করোনা ভ্যাকসিনের ডোজ় দেওয়া হয়েছে ৷

Last Updated : Jul 5, 2021, 10:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.