কলকাতা, 21 মে : আজও দেশে করোনার দৈনিক সংক্রমণ আড়াই লাখের উপর । দেশের 2.60 কোটিরও বেশি মানুষ ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ শেষ 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 2 লাখ 59 হাজার 591 জন ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 4 হাজার 209 জনের ৷ এখনও পর্যন্ত দেশে মোট 2 লাখ 91 হাজার 331 জনের মৃত্যু হয়েছে করোনার সংক্রমণে ৷ দেশে করোনা সংক্রমণ কোথায় কত, দেখে নিন এক ক্লিকে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">