ETV Bharat / bharat

Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ আড়াই হাজারে - National Vaccination Day

করোনা সংক্রমণ এখন নিম্নমুখী ৷ 16 মার্চ জাতীয় টিকাকরণ দিবস পালিত হয়েছে দেশজুড়ে (Corona Update in India) ৷

Corona Cases in India
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Mar 17, 2022, 9:50 AM IST

নয়াদিল্লি, 17 মার্চ : স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 2 হাজার 539 জন (India reports 2539 fresh COVID 19 cases in last 24 hours) ৷ আগের দিন সংক্রামিতের সংখ্যা ছিল 2 হাজার 876 জন ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 29 লক্ষ 98 হাজার 938 জন করোনায় আক্রান্ত হলেন ৷

বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় 60 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 98 ৷ দেশে এখনও পর্যন্ত 5 লক্ষ 16 হাজার 132 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ সক্রিয় করোনা রোগীর সংখ্যা (Active cases) 30 হাজার 799 ৷ যা মোট সংক্রমণের 0.07 শতাংশ ৷ করোনা সংক্রমণের হার (Daily positivity rate) 0.35 শতাংশ ৷

আরও পড়ুন: Corona Update in Bengal: রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত 2

গত 24 ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে উঠেছেন 4 হাজার 491 জন ৷ আগের দিন সুস্থ হয়েছিলেন 3 হাজার 884 জন ৷ সুস্থতার হার 98.72 শতাংশ ৷ দেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা 4 কোটি 24 লাখ 54 হাজার 546 জন ৷ এখনও পর্যন্ত দেশে 180 কোটি 80 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (COVID-19 Vaccination) দেওয়া হয়েছে ৷

গতকাল, বুধবার থেকে দেশে 12-14 বছর বয়সিদের কোভিড টিকাকরণ শুরু হয়েছে (COVID19 vaccination of 12-14 years) ৷ তাদের হায়দরাবাদের বায়োলজিক্যাল ইভানস-এর তৈরি কোভিড টিকা কর্বেভ্যাক্সের ডোজ (Biological E's Corbevax) দেওয়া হচ্ছে ৷ পাশাপাশি ষাটোর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ দেওয়ার সূচনা হয়েছে ৷ 16 মার্চকে 'জাতীয় টিকাকরণ দিবস' ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ দেশজুড়ে বিভিন্ন জায়গায় নানা ভাবে দিনটি পালিত হয়েছে ৷

নয়াদিল্লি, 17 মার্চ : স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 2 হাজার 539 জন (India reports 2539 fresh COVID 19 cases in last 24 hours) ৷ আগের দিন সংক্রামিতের সংখ্যা ছিল 2 হাজার 876 জন ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 29 লক্ষ 98 হাজার 938 জন করোনায় আক্রান্ত হলেন ৷

বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় 60 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 98 ৷ দেশে এখনও পর্যন্ত 5 লক্ষ 16 হাজার 132 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ সক্রিয় করোনা রোগীর সংখ্যা (Active cases) 30 হাজার 799 ৷ যা মোট সংক্রমণের 0.07 শতাংশ ৷ করোনা সংক্রমণের হার (Daily positivity rate) 0.35 শতাংশ ৷

আরও পড়ুন: Corona Update in Bengal: রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত 2

গত 24 ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে উঠেছেন 4 হাজার 491 জন ৷ আগের দিন সুস্থ হয়েছিলেন 3 হাজার 884 জন ৷ সুস্থতার হার 98.72 শতাংশ ৷ দেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা 4 কোটি 24 লাখ 54 হাজার 546 জন ৷ এখনও পর্যন্ত দেশে 180 কোটি 80 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (COVID-19 Vaccination) দেওয়া হয়েছে ৷

গতকাল, বুধবার থেকে দেশে 12-14 বছর বয়সিদের কোভিড টিকাকরণ শুরু হয়েছে (COVID19 vaccination of 12-14 years) ৷ তাদের হায়দরাবাদের বায়োলজিক্যাল ইভানস-এর তৈরি কোভিড টিকা কর্বেভ্যাক্সের ডোজ (Biological E's Corbevax) দেওয়া হচ্ছে ৷ পাশাপাশি ষাটোর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ দেওয়ার সূচনা হয়েছে ৷ 16 মার্চকে 'জাতীয় টিকাকরণ দিবস' ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ দেশজুড়ে বিভিন্ন জায়গায় নানা ভাবে দিনটি পালিত হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.