নয়াদিল্লি, 26 মার্চ: দেশবাসীর জন্য নতুন খবর ৷ আবারও চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ ৷ প্রতিদিনই স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ৷ রবিবার সকাল 8টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন 1 হাজার 890 জন, যা গত 149 দিনে সর্বোচ্চ ৷ শনিবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্টে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 1 হাজার 590 জন ৷ এ নিয়ে ভারতে মোট 4 কোটি 47 লক্ষ 4 হাজার 147 জন করোনায় আক্রান্ত হলেন ৷ গত বছরের 28 অক্টোবর দেশে একদিনে 2 হাজার 208 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন (India logged 1890 covid cases in last 24 hours) ৷ তারপর এদিনই সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড হল ।
সংক্রমণে প্রথম তিনটি রাজ্য যথাক্রমে মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক ৷ মহারাষ্ট্রে সংক্রমণের সংখ্যা 437 জন, কেরলে 321 জন, কর্ণাটকে 155 জন ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 7 জন ৷ এখনও পর্যন্ত দেশে করোনায় মোট 5 লক্ষ 30 হাজার 831 জনের মৃত্যু হয়েছে ৷ শুধুমাত্র মহারাষ্ট্রে 2 জন, কেরলে 3 জন, গুজরাতে 2 জনের করোনায় মৃত্যু হয়েছে ৷ মৃত্যুর হার 1.19 শতাংশ ৷ সক্রিয় রোগীর সংখ্যা (active Case) বেড়ে হয়েছে 9 হাজার 433 জন, যা মোট সংক্রমণের 0.02 শতাংশ ৷
দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 1.56 শতাংশ ৷ সাপ্তাহিক সংক্রমণের হার 1.29 শতাংশ ৷ আজকের রিপোর্টের পর দেশে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা 4 কোটি 41 লক্ষ 63 হাজার 883 ৷ সুস্থতার হার 98.79 শতাংশ ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী দেশে মোট 220 কোটি 65 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid 19 Vaccine) দেওয়া হয়েছে ৷ দেশে চলছে জাতীয় কোভিড-19 ভ্যাকসিন ড্রাইভ ৷
আরও পড়ুন: 24 ঘণ্টায় দেশে করোনা-আক্রান্ত 1590, মৃত 6; ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ