ETV Bharat / bharat

Corona in India : দেশে দৈনিক সংক্রমণ কমে 18 হাজারে, বাড়ল মৃত্যু

বিগত 209 দিনে দেশে সবচেয়ে কম সংখ্যক মানুষ করোনা সংক্রামিত হয়েছেন গত 24 ঘণ্টায় ৷ সুস্থতার সংখ্যাও বেড়েছে আগের থেকে ৷ তবে বেড়েছে মৃতের সংখ্যা ৷ আসছ উৎসবের মরশুম ৷ তাই করোনার দৈনিক সংক্রমণ কমলেও চিন্তা রয়েই যাচ্ছে ৷

করোনার দৈনিক সংক্রমণ
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Oct 5, 2021, 9:54 AM IST

Updated : Oct 5, 2021, 12:20 PM IST

নয়া দিল্লি, 5 অক্টোবর : দেশে কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 18 হাজার 346 জন ৷ বিগত 209 দিনে এই সংখ্যা সবচেয়ে কম ৷ তবে বেড়েছে মৃতের সংখ্যা ৷ দেশে সক্রিয় রোগীর (Active case) সংখ্যা 2 লক্ষ 52 হাজার 902 ৷ সুস্থতার হার 97.93%, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health and Family Welfare) ৷

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 18 হাজার 346 জন ৷ তার আগের দিন এই সংখ্যা ছিল 20 হাজার 799 ৷ তাই এক ধাক্কায় সংক্রমণ কমেছে প্রায় 2 হাজার ৷ এ পর্যন্ত দেশে 3 কোটি 38 লক্ষ 53 হাজার 048 জন করোনা সংক্রামিত হলেন ৷

আরও পড়ুন : Corona in Bengal : দৈনিক সংক্রমণ কমল অনেকটাই, চার জেলায় মৃত 12

উন্নতি হয়েছে সুস্থতার সংখ্যাতেও ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 29 হাজার 639 জন ৷ তার আগের দিন যা ছিল 26 হাজার 718 ৷ এ নিয়ে মোট 3 কোটি 31 লক্ষ 50 হাজার 886 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হলেন ৷

তবে বেড়েছে করোনা সংক্রামিত মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় করোনা সংক্রামিত হয়ে মারা গিয়েছেন 263 জন ৷ তার আগের দিন 180 জনের মৃত্যু হয়েছিল ৷ এ নিয়ে দেশে মোট 4 লক্ষ 49 হাজার 260 জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হল ৷ মৃত্যুর হার 1.33% ৷

গত 24 ঘণ্টায় কেরালায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 8 হাজার 850 জন ৷ দেশে মৃত 263 জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে শুধুমাত্র কেরালাতেই মারা গিয়েছেন 149 জন ৷

গত 24 ঘণ্টায় কোভিড-19 ভ্যাকসিন পেয়েছেন 72 লক্ষ 51 হাজার 419 জন ৷ মোট 91কোটি 54 লক্ষ 65 হাজার 826 জন নাগরিক কোভিড-19 ভ্যাকসিন পেলেন ৷

নয়া দিল্লি, 5 অক্টোবর : দেশে কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 18 হাজার 346 জন ৷ বিগত 209 দিনে এই সংখ্যা সবচেয়ে কম ৷ তবে বেড়েছে মৃতের সংখ্যা ৷ দেশে সক্রিয় রোগীর (Active case) সংখ্যা 2 লক্ষ 52 হাজার 902 ৷ সুস্থতার হার 97.93%, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health and Family Welfare) ৷

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 18 হাজার 346 জন ৷ তার আগের দিন এই সংখ্যা ছিল 20 হাজার 799 ৷ তাই এক ধাক্কায় সংক্রমণ কমেছে প্রায় 2 হাজার ৷ এ পর্যন্ত দেশে 3 কোটি 38 লক্ষ 53 হাজার 048 জন করোনা সংক্রামিত হলেন ৷

আরও পড়ুন : Corona in Bengal : দৈনিক সংক্রমণ কমল অনেকটাই, চার জেলায় মৃত 12

উন্নতি হয়েছে সুস্থতার সংখ্যাতেও ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 29 হাজার 639 জন ৷ তার আগের দিন যা ছিল 26 হাজার 718 ৷ এ নিয়ে মোট 3 কোটি 31 লক্ষ 50 হাজার 886 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হলেন ৷

তবে বেড়েছে করোনা সংক্রামিত মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় করোনা সংক্রামিত হয়ে মারা গিয়েছেন 263 জন ৷ তার আগের দিন 180 জনের মৃত্যু হয়েছিল ৷ এ নিয়ে দেশে মোট 4 লক্ষ 49 হাজার 260 জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হল ৷ মৃত্যুর হার 1.33% ৷

গত 24 ঘণ্টায় কেরালায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 8 হাজার 850 জন ৷ দেশে মৃত 263 জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে শুধুমাত্র কেরালাতেই মারা গিয়েছেন 149 জন ৷

গত 24 ঘণ্টায় কোভিড-19 ভ্যাকসিন পেয়েছেন 72 লক্ষ 51 হাজার 419 জন ৷ মোট 91কোটি 54 লক্ষ 65 হাজার 826 জন নাগরিক কোভিড-19 ভ্যাকসিন পেলেন ৷

Last Updated : Oct 5, 2021, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.