ETV Bharat / bharat

Corona Update in India : আক্রান্তের সংখ্যা বাড়লেও কমল মৃত্যু, উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণের হার - Corona Update in India

দেশে করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 80 হাজার ছুঁইছুঁই ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 1 লাখ 79 হাজার 723 জন মানুষ (Corona Update in India) ৷

Corona Update in India
করোনা আপডেট
author img

By

Published : Jan 10, 2022, 9:20 AM IST

Updated : Jan 10, 2022, 9:55 AM IST

নয়াদিল্লি, 10 জানুয়ারি : দৈনিক সংক্রমণ গতকালই দেড় লাখের গণ্ডি অতিক্রম করেছিল ৷ রবিবারের রিপোর্ট অনুযায়ী 1 লক্ষ 59 হাজার 632 জন করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ আজ সেই সংখ্যাটা গিয়ে পৌঁছাল প্রায় 1 লক্ষ 80 হাজারে কাছাকাছি ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 1 লাখ 79 হাজার 723 জন ৷ দেশে করোনা সংক্রমণের হার দিন দিন বাড়ছে ৷ গত 24 ঘণ্টায় 12.5 শতাংশ বেড়েছে সংক্রমণ (Corona Update in India) ৷

এর পাশাপাশি গত 24 ঘণ্টায় ওমিক্রন আক্রান্ত ছাড়িয়ে গিয়েছে চার হাজারের গণ্ডি ৷ রিপোর্ট অনুযায়ী 4 হাজার 33 জন ওমিক্রনে আক্রান্ত ৷ গতকালের থেকে 410 জন আক্রান্ত বেড়েছে ৷ শুধুমাত্র মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তে 1,216 জন ৷

আরও পড়ুন : Third Wave In Delhi : দিল্লিতে করোনার কবলে তিন শতাধিক পুলিশকর্মী

দৈনিক সংক্রমণ চিন্তা বাড়ালেও দৈনিক মৃত্যুর সংখ্যা কমায় কিছুটা হলেও স্বস্তি ৷ আগের দিনের রিপোর্ট অনুযায়ী দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 327 ৷ স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত সোমবারের রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 146 জনের ৷ বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 7 লাখ 23 হাজার 619 ৷

আজ সংক্রমণের হার বা পজিটিভিটি রেট 13.29 % (Positivity rate) ৷ দৈনিক যত সংখ্যক করোনা পরীক্ষা হয়, তার মধ্যে যতজন করোনা সংক্রামিত হন, সেই হারকে বলা হয় পজিটিভিটি রেট ৷ গতকাল এই হার ছিল 10.21% ৷ রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 46 হাজার 569 জন ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 40 হাজার 863 ৷

নয়াদিল্লি, 10 জানুয়ারি : দৈনিক সংক্রমণ গতকালই দেড় লাখের গণ্ডি অতিক্রম করেছিল ৷ রবিবারের রিপোর্ট অনুযায়ী 1 লক্ষ 59 হাজার 632 জন করোনা আক্রান্ত হয়েছিলেন ৷ আজ সেই সংখ্যাটা গিয়ে পৌঁছাল প্রায় 1 লক্ষ 80 হাজারে কাছাকাছি ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 1 লাখ 79 হাজার 723 জন ৷ দেশে করোনা সংক্রমণের হার দিন দিন বাড়ছে ৷ গত 24 ঘণ্টায় 12.5 শতাংশ বেড়েছে সংক্রমণ (Corona Update in India) ৷

এর পাশাপাশি গত 24 ঘণ্টায় ওমিক্রন আক্রান্ত ছাড়িয়ে গিয়েছে চার হাজারের গণ্ডি ৷ রিপোর্ট অনুযায়ী 4 হাজার 33 জন ওমিক্রনে আক্রান্ত ৷ গতকালের থেকে 410 জন আক্রান্ত বেড়েছে ৷ শুধুমাত্র মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তে 1,216 জন ৷

আরও পড়ুন : Third Wave In Delhi : দিল্লিতে করোনার কবলে তিন শতাধিক পুলিশকর্মী

দৈনিক সংক্রমণ চিন্তা বাড়ালেও দৈনিক মৃত্যুর সংখ্যা কমায় কিছুটা হলেও স্বস্তি ৷ আগের দিনের রিপোর্ট অনুযায়ী দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 327 ৷ স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত সোমবারের রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 146 জনের ৷ বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা 7 লাখ 23 হাজার 619 ৷

আজ সংক্রমণের হার বা পজিটিভিটি রেট 13.29 % (Positivity rate) ৷ দৈনিক যত সংখ্যক করোনা পরীক্ষা হয়, তার মধ্যে যতজন করোনা সংক্রামিত হন, সেই হারকে বলা হয় পজিটিভিটি রেট ৷ গতকাল এই হার ছিল 10.21% ৷ রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 46 হাজার 569 জন ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 40 হাজার 863 ৷

Last Updated : Jan 10, 2022, 9:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.