ETV Bharat / bharat

Corona Update in India : মৃত্যু কমায় স্বস্তি, সঙ্গে কমল দৈনিক সংক্রমণ-ও - Active cases in India

দিনে দিনে কমছে করোনার প্রকোপ ৷ বিশ্বের অন্যান্য দেশের করোনা পরিস্থিতি যখন উদ্বেগের বিষয় সেখানে ভারতের পরিস্থিতি বিপরীত ৷ আজও দেশে কমল করোনার মৃত্যু ও সংক্রমণ উভয়ই ৷ বর্তমানে দেশের করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে ৷ পাশাপাশি মৃতের সংখ্যাটাও কাঁটার মতো বিঁধছে না ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় বলি হয়েছেন 31 জন, গতকাল এই সংখ্যাটা ছিল 71 (Corona Update in India) ৷

health department
করোনা সংক্রমণ
author img

By

Published : Mar 21, 2022, 10:01 AM IST

নয়াদিল্লি, 21 মার্চ : দেশে কমল দৈনিক সংক্রমণ ৷ আজ সকালের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 1 হাজার 549 জন (India reports 1549 fresh COVID 19 cases in last 24 hours) ৷ আগের দিন এই সংক্রামিতের সংখ্যা ছিল 1 হাজার 761 ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 30 লক্ষ 7 হাজার 315 জন করোনায় আক্রান্ত হলেন ৷

সংক্রমণ কমলেও বাড়ল​ মৃত্যু ৷ রবিবারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় 31 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এর আগের দিন করোনায় প্রাণ হারানোর সংখ্যাটা ছিল 127 ৷ দেশে এখনও পর্যন্ত 5 লক্ষ 16 হাজার 510 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ সক্রিয় করোনা রোগীর সংখ্যা (Active cases in India) 25 হাজার 106 ৷ যা মোট সংক্রমণের 0.06 শতাংশ ৷ করোনা সংক্রমণের হার (Daily positivity rate) 0.56 শতাংশ ৷

  • COVID19 | India logs 1,549 new cases & 31 deaths in the last 24 hours; Active caseload stands at 25,106

    Total vaccination: 1,81,24,97,303

    (Representative image) pic.twitter.com/iv0NRQKLs0

    — ANI (@ANI) March 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Corona Update in Bengal : ফের করোনায় মৃত্যু শূন্য বাংলা, আক্রান্ত 45

গত 24 ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে উঠেছেন 2 হাজার 652 জন ৷ আগের দিন সুস্থ হয়েছিলেন 3 হাজার 196 জন ৷ সুস্থতার হার 98.74 শতাংশ ৷ দেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা 4 কোটি 24 লাখ 67 হাজার 774 জন ৷ 24 ঘণ্টায় দেশে 3 লাখের কাছাকাছি ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ এই নিয়ে দেশে এখনও পর্যন্ত 181 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ় (COVID-19 Vaccination) দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 21 মার্চ : দেশে কমল দৈনিক সংক্রমণ ৷ আজ সকালের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 1 হাজার 549 জন (India reports 1549 fresh COVID 19 cases in last 24 hours) ৷ আগের দিন এই সংক্রামিতের সংখ্যা ছিল 1 হাজার 761 ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 30 লক্ষ 7 হাজার 315 জন করোনায় আক্রান্ত হলেন ৷

সংক্রমণ কমলেও বাড়ল​ মৃত্যু ৷ রবিবারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় 31 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এর আগের দিন করোনায় প্রাণ হারানোর সংখ্যাটা ছিল 127 ৷ দেশে এখনও পর্যন্ত 5 লক্ষ 16 হাজার 510 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ সক্রিয় করোনা রোগীর সংখ্যা (Active cases in India) 25 হাজার 106 ৷ যা মোট সংক্রমণের 0.06 শতাংশ ৷ করোনা সংক্রমণের হার (Daily positivity rate) 0.56 শতাংশ ৷

  • COVID19 | India logs 1,549 new cases & 31 deaths in the last 24 hours; Active caseload stands at 25,106

    Total vaccination: 1,81,24,97,303

    (Representative image) pic.twitter.com/iv0NRQKLs0

    — ANI (@ANI) March 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Corona Update in Bengal : ফের করোনায় মৃত্যু শূন্য বাংলা, আক্রান্ত 45

গত 24 ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে উঠেছেন 2 হাজার 652 জন ৷ আগের দিন সুস্থ হয়েছিলেন 3 হাজার 196 জন ৷ সুস্থতার হার 98.74 শতাংশ ৷ দেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা 4 কোটি 24 লাখ 67 হাজার 774 জন ৷ 24 ঘণ্টায় দেশে 3 লাখের কাছাকাছি ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ এই নিয়ে দেশে এখনও পর্যন্ত 181 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ় (COVID-19 Vaccination) দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.