নয়াদিল্লি, 28 জুন : গত চব্বিশ ঘণ্টায় দেশে একলাফে করোনা সংক্রমণ কমল অনেকটাই । মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে ভাইরাস সংক্রামিত হয়েছেন 11,793 জন । সোমবার যে সংখ্যাটা ছিল 17,O73 জন (India reports 11,793 fresh Covid cases in the last 24 hours) । তুলনায় সংক্রমণ কমল 30 শতাংশ, যা নিঃসন্দেহে স্বস্তি দেবে অনেকটাই । কমেছে দৈনিক সংক্রমণের হারও । তবে মৃত্যু বেড়ে হল 27, গতকাল যে সংখ্যাটা ছিল 25 ।
দৈনিক সংক্রমণের হার সোমবার 5.62 শতাংশ হলেও এদিন তা নেমে এসেছে তিনের নীচে । মঙ্গলবার প্রকাশিত বুলেটিনে দৈনিক সংক্রমণের হার 2.49 । গত 24 ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে (Active Cases) 96 হাজার 700, যা মোট সংক্রমণের 0.21 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় 27 জনের মৃত্যু ধরে দেশে এখনও পর্যন্ত 5 লক্ষ 25 হাজার 51 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷
-
#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) June 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/hQ6qW64H3W pic.twitter.com/W7gZ7lVf99
">#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) June 28, 2022
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/hQ6qW64H3W pic.twitter.com/W7gZ7lVf99#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) June 28, 2022
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/hQ6qW64H3W pic.twitter.com/W7gZ7lVf99
আরও পড়ুন : চব্বিশ ঘণ্টায় লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ, ফের 17 হাজারের ঘরে আক্রান্তের সংখ্যা
চব্বিশ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 9,486 জন । সংক্রমণের নিরিখে দেশের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । গত 24 ঘণ্টায় পশ্চিমের রাজ্যে 1,062 জন করোনা সংক্রামিত হয়েছেন । দিল্লিতে 24 ঘণ্টায় 628 জন নতুন করে সংক্রামিত হয়েছেন । মৃত্যু হয়েছে 3 জনের ।