নয়াদিল্লি, 14 এপ্রিল: দেশে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে ৷ আজ সকাল 8টায় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 11 হাজার 109 জন ৷ প্রাণ গিয়েছে 29 জনের। গত 236 দিন অর্থাৎ 7 মাসের কিছু বেশি সময়কালে সর্বোচ্চ ৷ বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্টে সংখ্যাটা ছিল 10 হাজার 158 ৷ এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 4 কোটি 47 লক্ষ 97 হাজার 269 ৷ দৈনিক সংক্রমণের হার 5.01 শতাংশ ৷
-
COVID-19 | India reports 11,109 new cases in last 24 hours; the active caseload stands at 49,622
— ANI (@ANI) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
(Representative Image) pic.twitter.com/JBAYX6MaXF
">COVID-19 | India reports 11,109 new cases in last 24 hours; the active caseload stands at 49,622
— ANI (@ANI) April 14, 2023
(Representative Image) pic.twitter.com/JBAYX6MaXFCOVID-19 | India reports 11,109 new cases in last 24 hours; the active caseload stands at 49,622
— ANI (@ANI) April 14, 2023
(Representative Image) pic.twitter.com/JBAYX6MaXF
কোন রাজ্যে করোনা সংক্রমণ কত ?
কেরলে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ 3 হাজার 98 ৷ এরপর দিল্লিতে 1 হাজার 527 জন, মহারাষ্ট্রে 1 হাজার 86, হরিয়ানায় 855, উত্তরপ্রদেশে 549 জন, কর্ণাটক 498, তামিলনাড়ুতে 469, উত্তরপ্রদেশে 549, গুজরাতে 417, ছত্তিশগড়ে 370, পঞ্জাবে 322, উত্তরাখণ্ডে 196, জম্মু-কাশ্মীরে 151 জন করোনা-আক্রান্ত হয়েছেন ৷
একই ভাবে বেড়েছে সক্রিয় অর্থাৎ অ্যাকটিভ রোগীর সংখ্যাও ৷ আজকের রিপোর্টে সংখ্যাটা বেড়ে হয়েছে 49 হাজার 622, যা মোট সংক্রমণের 0.11 শতাংশ ৷ ঊর্ধ্বমুখী করোনায় মৃত্যুও ৷ বৃহস্পতিবার সকাল 8টার রিপোর্ট অনুযায়ী দেশে গত 24 ঘণ্টায় 29 জন প্রাণ হারিয়েছেন ৷ দিল্লি ও রাজস্থানে 3 জন করে, ছত্তিশগড় ও পঞ্জাবে 2 জন, হিমাচলপ্রদেশ, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, পুদুচেরি, তামিলনাড়ু, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে 1 জন করে করোনা সংক্রমিতের মৃত্যু হয়েছে ৷ এছাড়া শুধুমাত্র কেরলেই 9 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে ৷ এ পর্যন্ত দেশে 5 লক্ষ 31 হাজার 64 জন করোনা রোগীর মৃত্যু হল ৷ মৃত্যুর হার 1.19 শতাংশ ৷ দেশে সুস্থ রোগীর সংখ্যা 4 কোটি 42 লক্ষ 16 হাজার 583 জন ৷ সুস্থতার হার 98.70 শতাংশ ৷ দেশে এখনও চলছে জাতীয় কোভিড টিকাকরণ প্রকল্প ৷ স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী 220 কোটি 66 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: উদ্বেগের প্রহর! গত 24 ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত 10 হাজারের বেশি; মৃত 19