ETV Bharat / bharat

India Crude Oil Release: দাম নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বাজারে সঞ্চয় থেকে অপরিশোধিত তেল ছাড়বে ভারত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমাতে এবার বড় ভূমিকা নিতে চলেছে ভারত (India Release 5 Million Barrels Crude Oil) ৷ ওপেক গোষ্ঠীভুক্ত দেশগুলির অংশ হিসেবে আন্তর্জাতিক বাজারে 5 মিলিয়ন ব্যারল অপরিশোধিত তেল ছাড়বে পেট্রলিয়াম মন্ত্রক (OPEC Strategy to Control Crude Oil Price)৷

India Release 5 Million Barrels Crude Oil
দাম নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বাজারে সঞ্চয় থেকে অপরিশোধিত তেল ছাড়বে ভারত
author img

By

Published : Nov 24, 2021, 1:32 PM IST

নিউদিল্লি, 24 নভেম্বর : আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দাম কমাতে এবার বিশ্বমঞ্চে ত্রাতার ভূমিকায় ভারত ৷ নিজেদের জরুরি ভিত্তিতে মজুত রাখা অপরিশোধিত তেলের থেকে 5 মিলিয়ন ব্যারল আন্তর্জাতিক বাজারে আমেরিকা, জাপান সহ অন্যান্য বৃহৎ অর্থনীতির দেশগুলিকে সরবরাহ করবে ভারত (India Release 5 Million Barrels Crude Oil) ৷ মঙ্গলবার ভারত সরকারের এক আধিকারিক এ কথা জানিয়েছেন ৷

এই প্রথমবার ভারত তার জরুরি ভিত্তিতে মজুত রাখা অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে ছাড়ছে (India Crude Oil Release) ৷ ভারতের কাছে এই মুহূর্তে 5.33 মিলিয়ন টন অর্থাৎ, 38 মিলিয়ন ব্যারল অপরিশোধিত তেল মাটির তলার কার্ভেনে মোট তিনটি জায়গায় মজুত করা আছে ৷ যেগুলি পূর্ব এবং পশ্চিম সমুদ্র উপকূলে রয়েছে ৷ সেই মজুত থেকেই ভারত, আমেরিকা-সহ অন্যান্য বৃহৎ অর্থনীতির দেশকে অপরিশোধিত তেলের জোগান দেবে ৷ ভারত সরকারের ওই সূত্র মারফত এও বলা হয়েছে, 38 মিলিয়ন ব্যারলের মধ্যে 5 মিলিয়ন ব্যারল ছাড়া হবে ৷ জরুরি ভিত্তিতে যত দ্রুত সম্ভব আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই অপরিশোধিত তেলের জোগান দেবে পেট্রলিয়াম মন্ত্রক ৷

আরও পড়ুন : Fuel Price: উপনির্বাচনে ধাক্কার জের, পেট্রল-ডিজেলের শুল্ক হ্রাস নিয়ে মোদি-শাহকে কটাক্ষ বিরোধীদের

সরকারি ওই আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ভারত সরকার ভবিষ্যতে আরও অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে ছাড়তে পারে (India Release Crude Oil from Emergency Reserves) ৷ সরকারিভাবে ভারত সরকারও এ নিয়ে ঘোষণা করবে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷ তবে, শুধু ভারতের কাছেই অপরিশোধিত তেল ছাড়ার আবেদন করেনি আমেরিকা ৷ এই তালিকায় চিন, জাপানের মতো উন্নত দেশগুলিও রয়েছে বলে জানা গিয়েছে ৷ আর এর মূল উদ্দেশ্য আন্তর্জাতিক বাজারে অপিরশোধিত তেলের দামকে নিয়ন্ত্রণে এনে জ্বালানির দাম কমানো ৷

এই পদক্ষেপের পিছনে কারণ হিসেবে জানা যাচ্ছে, ওপেক (OPEC) অর্থাৎ, অর্গানাইজেশন অফ দ্যি পেট্রলিয়াম এক্সপোর্টিং এর সদস্য দেশগুলির কাছে তাদের সহযোগী দেশগুলি উৎপাদন বাড়ানোর আর্জি জানিয়েছিল (OPEC Strategy to Control Crude Oil Price) ৷ পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী গত সপ্তাহে দুবাইয়ে জানিয়েছিলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে পুনরুদ্ধারের পথকে ক্ষতিগ্রস্ত করবে ৷ তার এক সপ্তাহের মধ্যে এই অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত ৷

আরও পড়ুন : Petrol-Diesel Price : দাম কমল পেট্রল-ডিজ়েলের, মধ্যরাত থেকে কার্যকর

এ নিয়ে সরকারি ওই আধিকারিক বলেন, ‘‘আমরা আমাদের কৌশলগত সঞ্চয় থেকে অপরিশোধিত তেল ছাড়তে অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছি ৷ তবে, তেল ছাড়ার সময় নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘোষণার উপরে ৷’’ প্রসঙ্গত, অপরিশোধিত তেল সরবরাহ করার ক্ষেত্রে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তর দেশ ৷ প্রসঙ্গত, ভারত সরকারের কর ছাড়ের আগে পেট্রল ও ডিজেল থেকে গত মাসেও 60 হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে কেন্দ্র ( India Release Crude Oil for Control International Oil Prices) ৷

আরও পড়ুন : Rahul Gandhi: মোদিকে বিঁধে এলপিজি-র দাম নিয়ে কবিতা রাহুলের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমানোর জন্য চিনও অপরিশোধিত তেল ছাড়ার জন্য প্রস্তুত বলে জানা গিয়েছে ৷ জাপানও সেই পথেই হাঁটবে বলে ইঙ্গিত দিয়েছে ৷ ভারতের অপরিশোধিত তেল সঞ্চয়ের মোট 3টি কেন্দ্রের মধ্যে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 1.33 মিলিয়ন টন, কর্নাটকের ম্যাঙ্গালুরু ও পাদুরে যথাক্রমে 1.5 মিলিয়ন টন এবং 2.5 মিলিয়ন টন মজুত রয়েছে ৷ ওপেকের তরফে জানানো হয়েছে আমেরিকাও তাদের মজুত করা 727 মিলিয়ন ব্যারল অপরিশোধিত তেলের কিছু অংশ আন্তর্জাতিক বাজারে ছাড়বে ৷

নিউদিল্লি, 24 নভেম্বর : আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দাম কমাতে এবার বিশ্বমঞ্চে ত্রাতার ভূমিকায় ভারত ৷ নিজেদের জরুরি ভিত্তিতে মজুত রাখা অপরিশোধিত তেলের থেকে 5 মিলিয়ন ব্যারল আন্তর্জাতিক বাজারে আমেরিকা, জাপান সহ অন্যান্য বৃহৎ অর্থনীতির দেশগুলিকে সরবরাহ করবে ভারত (India Release 5 Million Barrels Crude Oil) ৷ মঙ্গলবার ভারত সরকারের এক আধিকারিক এ কথা জানিয়েছেন ৷

এই প্রথমবার ভারত তার জরুরি ভিত্তিতে মজুত রাখা অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে ছাড়ছে (India Crude Oil Release) ৷ ভারতের কাছে এই মুহূর্তে 5.33 মিলিয়ন টন অর্থাৎ, 38 মিলিয়ন ব্যারল অপরিশোধিত তেল মাটির তলার কার্ভেনে মোট তিনটি জায়গায় মজুত করা আছে ৷ যেগুলি পূর্ব এবং পশ্চিম সমুদ্র উপকূলে রয়েছে ৷ সেই মজুত থেকেই ভারত, আমেরিকা-সহ অন্যান্য বৃহৎ অর্থনীতির দেশকে অপরিশোধিত তেলের জোগান দেবে ৷ ভারত সরকারের ওই সূত্র মারফত এও বলা হয়েছে, 38 মিলিয়ন ব্যারলের মধ্যে 5 মিলিয়ন ব্যারল ছাড়া হবে ৷ জরুরি ভিত্তিতে যত দ্রুত সম্ভব আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই অপরিশোধিত তেলের জোগান দেবে পেট্রলিয়াম মন্ত্রক ৷

আরও পড়ুন : Fuel Price: উপনির্বাচনে ধাক্কার জের, পেট্রল-ডিজেলের শুল্ক হ্রাস নিয়ে মোদি-শাহকে কটাক্ষ বিরোধীদের

সরকারি ওই আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ভারত সরকার ভবিষ্যতে আরও অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে ছাড়তে পারে (India Release Crude Oil from Emergency Reserves) ৷ সরকারিভাবে ভারত সরকারও এ নিয়ে ঘোষণা করবে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷ তবে, শুধু ভারতের কাছেই অপরিশোধিত তেল ছাড়ার আবেদন করেনি আমেরিকা ৷ এই তালিকায় চিন, জাপানের মতো উন্নত দেশগুলিও রয়েছে বলে জানা গিয়েছে ৷ আর এর মূল উদ্দেশ্য আন্তর্জাতিক বাজারে অপিরশোধিত তেলের দামকে নিয়ন্ত্রণে এনে জ্বালানির দাম কমানো ৷

এই পদক্ষেপের পিছনে কারণ হিসেবে জানা যাচ্ছে, ওপেক (OPEC) অর্থাৎ, অর্গানাইজেশন অফ দ্যি পেট্রলিয়াম এক্সপোর্টিং এর সদস্য দেশগুলির কাছে তাদের সহযোগী দেশগুলি উৎপাদন বাড়ানোর আর্জি জানিয়েছিল (OPEC Strategy to Control Crude Oil Price) ৷ পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী গত সপ্তাহে দুবাইয়ে জানিয়েছিলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতিকে পুনরুদ্ধারের পথকে ক্ষতিগ্রস্ত করবে ৷ তার এক সপ্তাহের মধ্যে এই অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত ৷

আরও পড়ুন : Petrol-Diesel Price : দাম কমল পেট্রল-ডিজ়েলের, মধ্যরাত থেকে কার্যকর

এ নিয়ে সরকারি ওই আধিকারিক বলেন, ‘‘আমরা আমাদের কৌশলগত সঞ্চয় থেকে অপরিশোধিত তেল ছাড়তে অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছি ৷ তবে, তেল ছাড়ার সময় নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘোষণার উপরে ৷’’ প্রসঙ্গত, অপরিশোধিত তেল সরবরাহ করার ক্ষেত্রে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তর দেশ ৷ প্রসঙ্গত, ভারত সরকারের কর ছাড়ের আগে পেট্রল ও ডিজেল থেকে গত মাসেও 60 হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে কেন্দ্র ( India Release Crude Oil for Control International Oil Prices) ৷

আরও পড়ুন : Rahul Gandhi: মোদিকে বিঁধে এলপিজি-র দাম নিয়ে কবিতা রাহুলের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমানোর জন্য চিনও অপরিশোধিত তেল ছাড়ার জন্য প্রস্তুত বলে জানা গিয়েছে ৷ জাপানও সেই পথেই হাঁটবে বলে ইঙ্গিত দিয়েছে ৷ ভারতের অপরিশোধিত তেল সঞ্চয়ের মোট 3টি কেন্দ্রের মধ্যে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 1.33 মিলিয়ন টন, কর্নাটকের ম্যাঙ্গালুরু ও পাদুরে যথাক্রমে 1.5 মিলিয়ন টন এবং 2.5 মিলিয়ন টন মজুত রয়েছে ৷ ওপেকের তরফে জানানো হয়েছে আমেরিকাও তাদের মজুত করা 727 মিলিয়ন ব্যারল অপরিশোধিত তেলের কিছু অংশ আন্তর্জাতিক বাজারে ছাড়বে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.