ETV Bharat / bharat

ছ'মাসের মধ্যে আক্রান্তের সংখ্যা সবথেকে কম গত 24 ঘণ্টায় - কোরোনাভাইরাস আপডেট

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 24 হাজার 900 জন ৷ সব মিলে দেশে এপর্যন্ত সুস্থ হয়েছে 98 লাখ 7 হাজার 569 ৷

Coronavirus
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 29, 2020, 2:58 PM IST

Updated : Dec 30, 2020, 11:03 AM IST

দিল্লি , 29 ডিসেম্বর : দেশে ফের কমল দৈনিক আক্রান্তের সংখ্যা । ছয় মাসের মধ্যে 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সবথেকে কম । নতুন করে দেশে আক্রান্ত হয়েছে 16 হাজার 432 জন ৷ একদিনে মৃত্যু হয়েছে 252 জনের ।

স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 2 লাখ 24 হাজার 303 । মোট মৃত্যু হয়েছে 1 লাখ 48 হাজার 153 । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 24 হাজার 900 জন ৷ সব মিলে দেশে এপর্যন্ত সুস্থ হয়েছে 98 লাখ 7 হাজার 569 ৷ অন্যদিকে, বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 68 হাজার 581 জন ৷

কোরোনা সংক্রমণের নিরিখে দেশে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 19 লাখ । এরপরই রয়েছে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ । এখানে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে যথাক্রমে 9 লাখ ও সাড়ে 8 লাখ । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-র তথ্য অনুযায়ী, গতকাল 9 লাখ 83 হাজার 695 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । 28 ডিসেম্বর পর্যন্ত মোট 16 কোটি 98 লাখ 1 হাজার 749 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

ছয় মাসের মধ্যে প্রথম 17 হাজারের নিচে নামল কোরোনা সংক্রমণ । 24 জুন দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 16 হাজার 922 । 25 জুন তা বেড়ে হয় 17 হাজার 296 । এরপর থেকে ক্রমশ বাড়তে থাকে দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা । তবে সেপ্টেম্বরের পর থেকে দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে নামতে থাকে । নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে 20 থেকে 40 হাজারের মধ্যেই থাকছে কোরোনা আক্রান্তের সংখ্যা । তবে জুন মাসের পর এই প্রথম দেশে দৈনিক 17 হাজারের কম আক্রান্ত হল ।

আরও পড়ুন, ব্রিটেন ফেরত 6 জনের শরীরে মিলল কোরোনার নতুন স্ট্রেন

এদিকে আজই ব্রিটেন ফেরত ছয় ভারতীয়-র শরীরে কোরোনার নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে । দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও ভারতে কোরোনার নতুন স্ট্রেনের হদিস পাওয়ার পর থেকে আতঙ্ক বাড়ছে ।

দিল্লি , 29 ডিসেম্বর : দেশে ফের কমল দৈনিক আক্রান্তের সংখ্যা । ছয় মাসের মধ্যে 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সবথেকে কম । নতুন করে দেশে আক্রান্ত হয়েছে 16 হাজার 432 জন ৷ একদিনে মৃত্যু হয়েছে 252 জনের ।

স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 2 লাখ 24 হাজার 303 । মোট মৃত্যু হয়েছে 1 লাখ 48 হাজার 153 । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 24 হাজার 900 জন ৷ সব মিলে দেশে এপর্যন্ত সুস্থ হয়েছে 98 লাখ 7 হাজার 569 ৷ অন্যদিকে, বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 68 হাজার 581 জন ৷

কোরোনা সংক্রমণের নিরিখে দেশে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 19 লাখ । এরপরই রয়েছে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ । এখানে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে যথাক্রমে 9 লাখ ও সাড়ে 8 লাখ । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-র তথ্য অনুযায়ী, গতকাল 9 লাখ 83 হাজার 695 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । 28 ডিসেম্বর পর্যন্ত মোট 16 কোটি 98 লাখ 1 হাজার 749 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

ছয় মাসের মধ্যে প্রথম 17 হাজারের নিচে নামল কোরোনা সংক্রমণ । 24 জুন দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল 16 হাজার 922 । 25 জুন তা বেড়ে হয় 17 হাজার 296 । এরপর থেকে ক্রমশ বাড়তে থাকে দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা । তবে সেপ্টেম্বরের পর থেকে দৈনিক কোরোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে নামতে থাকে । নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে 20 থেকে 40 হাজারের মধ্যেই থাকছে কোরোনা আক্রান্তের সংখ্যা । তবে জুন মাসের পর এই প্রথম দেশে দৈনিক 17 হাজারের কম আক্রান্ত হল ।

আরও পড়ুন, ব্রিটেন ফেরত 6 জনের শরীরে মিলল কোরোনার নতুন স্ট্রেন

এদিকে আজই ব্রিটেন ফেরত ছয় ভারতীয়-র শরীরে কোরোনার নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে । দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও ভারতে কোরোনার নতুন স্ট্রেনের হদিস পাওয়ার পর থেকে আতঙ্ক বাড়ছে ।

Last Updated : Dec 30, 2020, 11:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.