ETV Bharat / bharat

Tiger Deaths in India : চলতি বছরে সারা দেশে 126টি বাঘের মৃত্যু হয়েছে - চলতি বছরে সারা দেশে 126 টি বাঘের মৃত্যু হয়েছে

2012 সাল থেকে এই তথ্যভান্ডার তৈরি হওয়া শুরু হয় ৷ 2016 সালে 121টি বাঘের মৃত্যু হয়েছিল ৷ সেটাই ছিল সর্বোচ্চ সংখ্যা ৷ তার পর চলতি বছরে সারা দেশে 126টি বাঘের মৃত্যু হয়েছে (India Records 126 Tiger Deaths in 2021) ৷

India Records 126 Tiger Deaths in 2021
Tiger Deaths in India : চলতি বছরে সারা দেশে 126 টি বাঘের মৃত্যু হয়েছে
author img

By

Published : Dec 30, 2021, 3:55 PM IST

নয়াদিল্লি, 30 ডিসেম্বর : 2021 সালে ভারতে 126টি বাঘের মৃত্যু হয়েছে (India Records 126 Tiger Deaths in 2021) ৷ গত এক দশক আগে এই নিয়ে তথ্যভান্ডার তৈরি করা শুরু হয় ৷ তার পর এই প্রথম কোনও এক বছরে বাঘের মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ৷ সর্বশেষ বাঘের মৃত্যুর ঘটনা ঘটেছে বুধবার মধ্যপ্রদেশে ৷ এমনটাই জানিয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (National Tiger Conservation Authority) ৷

2012 সাল থেকে এই তথ্যভান্ডার তৈরি হওয়া শুরু হয় ৷ তার পর 2016 সালে 121টি বাঘের মৃত্যু হয়েছিল ৷ এতদিন সেটাই ছিল সর্বোচ্চ সংখ্যা ৷ এই তথ্য খুবই চিন্তার বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

সারা বিশ্বে বাঘের সংখ্যার 75 শতাংশ ভারতে ৷ দু’বছর আগে সরকারি তরফে জানানো হয়েছিল যে 2018 সালে বাঘের সংখ্যা 2967 ৷ ওই তথ্য যথেষ্ট আশাপ্রদ ছিল ৷ কারণ, 2006 সালে ভারতের বাঘের সংখ্যা 1411 ছিল ৷ সেখান থেকে প্রায় দেড় হাজার বেড়েছিল বাঘের সংখ্যা ৷ এই নিয়ে বন মন্ত্রকের প্রশংসা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

তার পর চলতি বছরের এই তথ্য যথেষ্ট চিন্তাজনক ৷ তাই প্রশ্ন উঠছে, কী কারণে এত বাঘের মৃত্যু হল ? ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির হিসেব অনুযায়ী, প্রাকৃতিক কারণে মৃত্যু হয়েছে ৷ আবার পাচারকারীদের কবলে পড়েও অনেক বাঘের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন : Tiger Attack : ফের সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর

তাছাড়া বাঘের এলাকায় মানুষের ‘অনুপ্রবেশ’ সমস্যা তৈরি করেছে ৷ গত এক দশকে অন্তত 1.3 বিলিয়ন মানুষ এই ‘অনুপ্রবেশ’ করেছেন ৷ অন্যদিকে সরকারি তথ্য অনুযায়ী , 2014 থেকে 2019 এর মধ্য়ে 225 জন বাঘের আক্রমণে মারা গিয়েছেন ৷

নয়াদিল্লি, 30 ডিসেম্বর : 2021 সালে ভারতে 126টি বাঘের মৃত্যু হয়েছে (India Records 126 Tiger Deaths in 2021) ৷ গত এক দশক আগে এই নিয়ে তথ্যভান্ডার তৈরি করা শুরু হয় ৷ তার পর এই প্রথম কোনও এক বছরে বাঘের মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ৷ সর্বশেষ বাঘের মৃত্যুর ঘটনা ঘটেছে বুধবার মধ্যপ্রদেশে ৷ এমনটাই জানিয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (National Tiger Conservation Authority) ৷

2012 সাল থেকে এই তথ্যভান্ডার তৈরি হওয়া শুরু হয় ৷ তার পর 2016 সালে 121টি বাঘের মৃত্যু হয়েছিল ৷ এতদিন সেটাই ছিল সর্বোচ্চ সংখ্যা ৷ এই তথ্য খুবই চিন্তার বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

সারা বিশ্বে বাঘের সংখ্যার 75 শতাংশ ভারতে ৷ দু’বছর আগে সরকারি তরফে জানানো হয়েছিল যে 2018 সালে বাঘের সংখ্যা 2967 ৷ ওই তথ্য যথেষ্ট আশাপ্রদ ছিল ৷ কারণ, 2006 সালে ভারতের বাঘের সংখ্যা 1411 ছিল ৷ সেখান থেকে প্রায় দেড় হাজার বেড়েছিল বাঘের সংখ্যা ৷ এই নিয়ে বন মন্ত্রকের প্রশংসা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

তার পর চলতি বছরের এই তথ্য যথেষ্ট চিন্তাজনক ৷ তাই প্রশ্ন উঠছে, কী কারণে এত বাঘের মৃত্যু হল ? ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির হিসেব অনুযায়ী, প্রাকৃতিক কারণে মৃত্যু হয়েছে ৷ আবার পাচারকারীদের কবলে পড়েও অনেক বাঘের মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন : Tiger Attack : ফের সুন্দরবনে বাঘের হানায় মৃত্যু মৎস্যজীবীর

তাছাড়া বাঘের এলাকায় মানুষের ‘অনুপ্রবেশ’ সমস্যা তৈরি করেছে ৷ গত এক দশকে অন্তত 1.3 বিলিয়ন মানুষ এই ‘অনুপ্রবেশ’ করেছেন ৷ অন্যদিকে সরকারি তথ্য অনুযায়ী , 2014 থেকে 2019 এর মধ্য়ে 225 জন বাঘের আক্রমণে মারা গিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.