ETV Bharat / bharat

Govt data on Tiger Count: কোণঠাসা হচ্ছে 'দক্ষিণ রায়' ! 10 বছরে বাঘের সংখ্যা কমেছে হাজারেরও বেশি - India lost over 1000 tigers since 2012

মধ্যপ্রদেশে মোট 6টি ব্যাঘ্র সংরক্ষণাগার রয়েছে ৷ ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, 'বাঘের রাজ্য'-তেই শার্দূলের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি (India lost over 1000 tigers since 2012) ৷

Tiger Count
Tiger Count
author img

By

Published : Jul 27, 2022, 6:37 PM IST

Updated : Jul 27, 2022, 7:15 PM IST

নয়াদিল্লি, 27 জুলাই: 2012 সাল থেকে দেশে বাঘের সংখ্য়া কমেছে 1059টি ৷ ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাঘের রাজ্য হিসেবে পরিচিত মধ্যপ্রদেশে এই সংখ্যাটা সবচেয়ে বেশি (Madhya Pradesh saw maximum deaths) ৷ এনটিসিএ-র তথ্য অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত 75টি বাঘ মারা গিয়েছে ৷ যেখানে গত বছর 127টি বাঘ মারা গিয়েছিল, যা 2012-2022 সময়ের মধ্যে সর্বোচ্চ (India lost over 1000 tigers since 2012)।

সারা দেশে 2020 সালে 106টি বাঘের মৃত্যু হয়েছে ৷ 2019 সালে সংখ্যাটা ছিল 96টি ৷ 2018 সালে মারা গিয়েছিল 101টি বাঘ ৷ 2017 সালে সংখ্যাটা ছিল 117টি ৷ 2016 মৃত্যু হয়েছিল 121টি ৷ 2015 সালে 82টি, 2014 সালে 78টি, 2013 সালে 68টি এবং 2012 সালে 88টি বাঘ মারা গিয়েছে ।

Tiger Count
2012 সাল থেকে দেশে বাঘের সংখ্য়া কমেছে 1059টি

প্রসঙ্গত, মধ্যপ্রদেশে মোট 6টি ব্যাঘ্র সংরক্ষণাগার রয়েছে ৷ সেখানেই এই সময়ের মধ্যে সর্বাধিক সংখ্যক, 270টি বাঘের মৃত্যু হয়েছে ৷ তালিকায় তারপরে রয়েছে মহারাষ্ট্র (183টি), কর্নাটক (150টি), উত্তরাখণ্ড (96টি), অসম (72টি), তামিলনাড়ু (66টি), উত্তরপ্রদেশ (56টি) এবং কেরল (55টি) ৷

রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা যথাক্রমে 25, 17, 13, 11 এবং 11টি ৷ 2018 সালের বাঘশুমারিতে, মধ্যপ্রদেশে মোট বাঘের সংখ্যা ছিল 526টি ৷ কর্নাটকে সেই সংখ্যাটা 524টি ।

আরও পড়ুন : লোকালয়ে বাঘ আটকাতে সুন্দরবনকে লোহার জালে ঘেরার দাওয়াই বনমন্ত্রীর

একই সঙ্গে বনবিভাগের চিন্তা বাড়িয়েছে আরেকটি তথ্য ৷ 2012-2020 সময়ের মধ্যে চোরাশিকারিদের বলি হয়েছে 193টি বাঘ । জানুয়ারি 2021 সাল থেকে চোরাশিকারের কারণে মৃত্যুর তথ্য এখনও পাওয়া যায়নি ।

নয়াদিল্লি, 27 জুলাই: 2012 সাল থেকে দেশে বাঘের সংখ্য়া কমেছে 1059টি ৷ ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাঘের রাজ্য হিসেবে পরিচিত মধ্যপ্রদেশে এই সংখ্যাটা সবচেয়ে বেশি (Madhya Pradesh saw maximum deaths) ৷ এনটিসিএ-র তথ্য অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত 75টি বাঘ মারা গিয়েছে ৷ যেখানে গত বছর 127টি বাঘ মারা গিয়েছিল, যা 2012-2022 সময়ের মধ্যে সর্বোচ্চ (India lost over 1000 tigers since 2012)।

সারা দেশে 2020 সালে 106টি বাঘের মৃত্যু হয়েছে ৷ 2019 সালে সংখ্যাটা ছিল 96টি ৷ 2018 সালে মারা গিয়েছিল 101টি বাঘ ৷ 2017 সালে সংখ্যাটা ছিল 117টি ৷ 2016 মৃত্যু হয়েছিল 121টি ৷ 2015 সালে 82টি, 2014 সালে 78টি, 2013 সালে 68টি এবং 2012 সালে 88টি বাঘ মারা গিয়েছে ।

Tiger Count
2012 সাল থেকে দেশে বাঘের সংখ্য়া কমেছে 1059টি

প্রসঙ্গত, মধ্যপ্রদেশে মোট 6টি ব্যাঘ্র সংরক্ষণাগার রয়েছে ৷ সেখানেই এই সময়ের মধ্যে সর্বাধিক সংখ্যক, 270টি বাঘের মৃত্যু হয়েছে ৷ তালিকায় তারপরে রয়েছে মহারাষ্ট্র (183টি), কর্নাটক (150টি), উত্তরাখণ্ড (96টি), অসম (72টি), তামিলনাড়ু (66টি), উত্তরপ্রদেশ (56টি) এবং কেরল (55টি) ৷

রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা যথাক্রমে 25, 17, 13, 11 এবং 11টি ৷ 2018 সালের বাঘশুমারিতে, মধ্যপ্রদেশে মোট বাঘের সংখ্যা ছিল 526টি ৷ কর্নাটকে সেই সংখ্যাটা 524টি ।

আরও পড়ুন : লোকালয়ে বাঘ আটকাতে সুন্দরবনকে লোহার জালে ঘেরার দাওয়াই বনমন্ত্রীর

একই সঙ্গে বনবিভাগের চিন্তা বাড়িয়েছে আরেকটি তথ্য ৷ 2012-2020 সময়ের মধ্যে চোরাশিকারিদের বলি হয়েছে 193টি বাঘ । জানুয়ারি 2021 সাল থেকে চোরাশিকারের কারণে মৃত্যুর তথ্য এখনও পাওয়া যায়নি ।

Last Updated : Jul 27, 2022, 7:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.