ETV Bharat / bharat

Afghanistan Evacuation : আফগানিস্তান থেকে ভারতীয়দের আনতে প্রতিদিন দু'টি বিমান নামবে কাবুলে - ভারতীয়দের বের করে আনতে প্রত্যহ দু'টি করে বিমান যাতায়াত করতে পারবে

আফগানিস্তান থেকে ভারতীয়দের বের করে আনতে কাবুল বিমানবন্দরে প্রতিদিন দু'টি করে বিমান ওঠা-নামা করানোর অনুমতি পেল ভারত ৷ আমেরিকা এবং ন্যাটো (North Atlantic Treaty Organization- NATO) -এর তরফে ভারতে এই অনুমতিে দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে জানা যাচ্ছে ৷ এখনও 300 জন ভারতীয়কে সেদেশ থেকে বের করে আনতে যাবতীয় চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে ৷

ভারতীয়দের বের করে আনতে প্রত্যহ দু'টি করে বিমান যাতায়াত করতে পারবে
ভারতীয়দের বের করে আনতে প্রত্যহ দু'টি করে বিমান যাতায়াত করতে পারবে
author img

By

Published : Aug 21, 2021, 9:49 PM IST

Updated : Aug 21, 2021, 10:13 PM IST

নয়াদিল্লি ও কাবুল, 21 অগস্ট : আফগানিস্তান থেকে ভারতীয়দের বের করে আনতে প্রতিদিন দু'টি করে বিমান ওঠা-নামা করানোর অনুমতি পেল ভারত ৷ তালিবানের হাতে দখল হয়ে যাওয়ার পর আফগানিস্তানে আটকে পড়া মানুষকে দেশে ফেরানোর জন্য আমেরিকা এবং ন্যাটো (North Atlantic Treaty Organization- NATO) -এর তরফে এই অনুমতি মিলেছে বলে জানা গিয়েছে কেন্দ্রের তরফে ৷ আমেরিকার সুরক্ষা বাহিনীর অধীনে কাবুল বিমানবন্দর থেকে প্রতিদিন দু'টি করে ভারতীয় বিমান ওঠা-নামা করতে পারবে ৷

এখনও কাবুল থেকে 300 জন ভারতীয়কে বাড়ি ফেরাতে হবে দিল্লিকে ৷ তাজিকিস্তান এবং কাতারের উপর দিয়ে ভারতীয় বিমান যাতায়াত করছে ৷ শনিবার ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমানে 90 জন বাড়ি ফিরছেন ৷ কাবুল থেকে তাঁরা সি130জে (C130J) বিমানে উঠেছেন ৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গে কথা জেক সুলিভানের (Jake Sullivan) কথা হওয়ার পরই কাবুল থেকে ভারতীয় বিমানে আধিকারিকদের বের করে আনা হয় ৷ ভারতীয় রাষ্ট্রদূত-সহ মোট 180 জন কর্মীকে আনা হয় গত 17 অগস্ট ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর মধ্যেই এনিয়ে ক্যাবিনেট নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক সেরেছেন ৷

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে আটকে পড়া প্রতিটি ভারতীয়কে দেশে ফেরানোর জন্য পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার ৷ তবে সেক্ষেত্রে সব থেকে বড় অন্তরায় হচ্ছে হামিদ কারজ়াই আন্তর্জাতিক বিমানবন্দরের (Hamid Karzai International Airport) বর্তমান প্রক্রিয়াগত পরিস্থিতি ৷

আরও পড়ুন : Yasmin Nigar Khan : কলকাতায় আফগানিস্তানের স্বাধীনতা দিবস পালন, তালিবানের বিরুদ্ধে সরব সীমান্ত গান্ধির নাতনি

নয়াদিল্লি ও কাবুল, 21 অগস্ট : আফগানিস্তান থেকে ভারতীয়দের বের করে আনতে প্রতিদিন দু'টি করে বিমান ওঠা-নামা করানোর অনুমতি পেল ভারত ৷ তালিবানের হাতে দখল হয়ে যাওয়ার পর আফগানিস্তানে আটকে পড়া মানুষকে দেশে ফেরানোর জন্য আমেরিকা এবং ন্যাটো (North Atlantic Treaty Organization- NATO) -এর তরফে এই অনুমতি মিলেছে বলে জানা গিয়েছে কেন্দ্রের তরফে ৷ আমেরিকার সুরক্ষা বাহিনীর অধীনে কাবুল বিমানবন্দর থেকে প্রতিদিন দু'টি করে ভারতীয় বিমান ওঠা-নামা করতে পারবে ৷

এখনও কাবুল থেকে 300 জন ভারতীয়কে বাড়ি ফেরাতে হবে দিল্লিকে ৷ তাজিকিস্তান এবং কাতারের উপর দিয়ে ভারতীয় বিমান যাতায়াত করছে ৷ শনিবার ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমানে 90 জন বাড়ি ফিরছেন ৷ কাবুল থেকে তাঁরা সি130জে (C130J) বিমানে উঠেছেন ৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গে কথা জেক সুলিভানের (Jake Sullivan) কথা হওয়ার পরই কাবুল থেকে ভারতীয় বিমানে আধিকারিকদের বের করে আনা হয় ৷ ভারতীয় রাষ্ট্রদূত-সহ মোট 180 জন কর্মীকে আনা হয় গত 17 অগস্ট ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর মধ্যেই এনিয়ে ক্যাবিনেট নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক সেরেছেন ৷

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে আটকে পড়া প্রতিটি ভারতীয়কে দেশে ফেরানোর জন্য পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার ৷ তবে সেক্ষেত্রে সব থেকে বড় অন্তরায় হচ্ছে হামিদ কারজ়াই আন্তর্জাতিক বিমানবন্দরের (Hamid Karzai International Airport) বর্তমান প্রক্রিয়াগত পরিস্থিতি ৷

আরও পড়ুন : Yasmin Nigar Khan : কলকাতায় আফগানিস্তানের স্বাধীনতা দিবস পালন, তালিবানের বিরুদ্ধে সরব সীমান্ত গান্ধির নাতনি

Last Updated : Aug 21, 2021, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.