ETV Bharat / bharat

ভ্যাকসিনের প্রথম ডোজে আমেরিকাকে ছাপিয়ে গিয়েছে ভারত, জানাল কেন্দ্র - নীতি আয়োগ

করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার ক্ষেত্রে আমেরিকাকে ছাপিয়ে গিয়েছে ভারত ৷ এমনটাই জানিয়েছেন নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের সদস্য ডা. ভি কে পাল ৷

india has overtaken the us for most number of people who get first dose of a Covid-19 vaccine
ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ায় আমেরিকাকে ছাপিয়ে গেছে ভারত, জানাল কেন্দ্র
author img

By

Published : Jun 4, 2021, 8:27 PM IST

নয়াদিল্লি, 4 জুন : করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার ক্ষেত্রে আমেরিকাকে ছাপিয়ে গিয়েছে ভারত ৷ আজ কেন্দ্রের তরফে এমনটাই দাবি করা হয়েছে ৷ গ্লোবাল ভ্যাকসিনেশনের তথ্য তুলে ধরে এবং তার সঙ্গে ভারতের ভ্যাকসিনেশেন তথ্যের তুলনা করে নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের সদস্য ডা. ভি কে পাল একথা জানিয়েছেন ৷

ডা. ভি কে পাল জানিয়েছেন, আমাদের বিশ্বের ভ্যাকসিনেশনের যে তথ্য রয়েছে, সেখানে দেখা যাচ্ছে ভারতে করোনর ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে 17.2 কোটি মানুষকে ৷ সেখানে আমেরিকায় সংখ্যাটা 16.9 কোটি ৷ বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভারত করোনার প্রথম ডোজ দেওয়ার ক্ষেত্রে আমেরিকাকে ছাপিয়ে গিয়েছে ৷ তিনি আরও জানিয়েছেন, এই তথ্য তালিকায় চিনের নাম নেই ৷ পাশাপাশি ইংল্যান্ডে 3.9 কোটি মানুষকে প্রথম ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে ৷ জার্মানিতে সেই সংখ্যাটা 3.8 কোটি ৷

আরও পড়ুন : পার্ক সার্কাসের মলে শুরু ড্রাইভ ইন ভ্যাকসিনেশন

ডা. ভি কে পাল আরও জানিয়েছেন, এই সংখ্যাটা আরও বাড়বে এবং ভ্যাকসিনেশেনের প্রক্রিয়া আরও দ্রুত হবে ৷ প্রসঙ্গত, ভারত সরকারের তরফে আজ নিজেদের একটি ভ্যাকসিনেশনের তথ্য তুলে ধরা হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে 4 জুন পর্যন্ত 17.85 কোটি মানুষকে করোনার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর সব মিলিয়ে 22.41 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 4 জুন : করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার ক্ষেত্রে আমেরিকাকে ছাপিয়ে গিয়েছে ভারত ৷ আজ কেন্দ্রের তরফে এমনটাই দাবি করা হয়েছে ৷ গ্লোবাল ভ্যাকসিনেশনের তথ্য তুলে ধরে এবং তার সঙ্গে ভারতের ভ্যাকসিনেশেন তথ্যের তুলনা করে নীতি আয়োগের স্বাস্থ্য বিভাগের সদস্য ডা. ভি কে পাল একথা জানিয়েছেন ৷

ডা. ভি কে পাল জানিয়েছেন, আমাদের বিশ্বের ভ্যাকসিনেশনের যে তথ্য রয়েছে, সেখানে দেখা যাচ্ছে ভারতে করোনর ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে 17.2 কোটি মানুষকে ৷ সেখানে আমেরিকায় সংখ্যাটা 16.9 কোটি ৷ বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ভারত করোনার প্রথম ডোজ দেওয়ার ক্ষেত্রে আমেরিকাকে ছাপিয়ে গিয়েছে ৷ তিনি আরও জানিয়েছেন, এই তথ্য তালিকায় চিনের নাম নেই ৷ পাশাপাশি ইংল্যান্ডে 3.9 কোটি মানুষকে প্রথম ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে ৷ জার্মানিতে সেই সংখ্যাটা 3.8 কোটি ৷

আরও পড়ুন : পার্ক সার্কাসের মলে শুরু ড্রাইভ ইন ভ্যাকসিনেশন

ডা. ভি কে পাল আরও জানিয়েছেন, এই সংখ্যাটা আরও বাড়বে এবং ভ্যাকসিনেশেনের প্রক্রিয়া আরও দ্রুত হবে ৷ প্রসঙ্গত, ভারত সরকারের তরফে আজ নিজেদের একটি ভ্যাকসিনেশনের তথ্য তুলে ধরা হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে 4 জুন পর্যন্ত 17.85 কোটি মানুষকে করোনার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর সব মিলিয়ে 22.41 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.