ETV Bharat / bharat

India to Canadian Diplomats: 10 অক্টোবর পর্যন্ত সময়সীমা, 40 কানাডিয়ান কূটনীতিককে দেশত্যাগের নির্দেশ কেন্দ্রের - CANADIAN DIPLOMATS

10 অক্টোবর পর্যন্ত বেধে দেওয়া হল সময়সীমা ৷ 40 কানাডিয়ান কূটনীতিককে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিল মোদি সরকার ৷

CANADIAN DIPLOMATS TO LEAVE COUNTRY
কানাডিয়ান কূটনীতিককে দেশত্যাগের নির্দেশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2023, 3:10 PM IST

চণ্ডীগড়, 3 অক্টোবর: কানাডায় বিরুদ্ধে বড় পদক্ষেপ ভারতের ৷ এবার 40 কানাডিয়ান কূটনীতিককে ভারত ছেড়ে দেশে ফিরে যেতে বলল মোদি সরকার । কেন্দ্রের তরফে এই কূটনীতিকদের দেশ ছাড়ার জন্য 10 অক্টোবর পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে । ভারত সরকার এ পর্যন্ত এই নিয়ে মোট 41 কানাডিয়ান কূটনীতিককে দেশ ছেড়ে কানাডায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে । তাঁদের নিয়ে মোট 62 জন কানাডিয়ান কূটনীতিক ভারতে ছিলেন । তবে 41 জন দেশে ফিরে গেলে 10 অক্টোবরের পরে শুধুমাত্র 21 কানাডিয়ান কূটনীতিক ভারতে রয়ে যাবেন ।

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কানাডায় ভারতীয় কূটনীতিকদের সংখ্যা এবং ভারতে কানাডিয়ান কূটনীতিকদের সংখ্যা সমান হওয়া উচিত । তাই ভারত সরকার এখন দেশে কূটনীতিকের সংখ্যা সমান রাখতে 40 জন কানাডিয়ান কূটনীতিককে 10 অক্টোবরের মধ্যে দেশ ত্যাগ করতে বলেছে । এর পরে ভারতে কানাডিয়ান কূটনীতিকের মোট সংখ্যা কমে দাঁড়বে 21 ৷ প্রায় একই সংখ্যক ভারতীয় কূটনীতিক কানাডায় রয়েছেন ।

আরও পড়ুন: খালিস্তানি নেতা খুনে জড়িত ! কানাডায় বহিষ্কার ভারতের শীর্ষ কূটনীতিক

জি20 সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ এখান থেকে দেশে ফিরে গিয়েই তিনি খালিস্তানিপন্থী হরদীপ নিজ্জারের হত্যার জন্য কানাডার সংসদে প্রকাশ্যে ভারতকে অভিযুক্ত করেন ৷ এর জেরেই দু'দেশের সম্পর্কে ছেদ পড়ে ৷ প্রধানমন্ত্রী এই অভিযোগ করার পরই কানাডা ভারতীয় কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করে । এই ঘটনাকে ভালো চোখে দেখেনি ভারত ৷ পালটা ভারতও কানাডিয়ান কূটনীতিককে নিজেদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় । ভারত এখনও পর্যন্ত মোট 41 কানাডিয়ান কূটনীতিককে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ৷ তার জন্য একটি সময়সীমাও বেধে দিয়েছে । তবে দু'দেশের মধ্যে অবস্থা এখনই যে স্বাভাবিক হওয়ার লক্ষণ নেই ৷ এই নয়া নির্দেশ সে কথাই আরও একবার স্পষ্ট করে দিল ৷

চণ্ডীগড়, 3 অক্টোবর: কানাডায় বিরুদ্ধে বড় পদক্ষেপ ভারতের ৷ এবার 40 কানাডিয়ান কূটনীতিককে ভারত ছেড়ে দেশে ফিরে যেতে বলল মোদি সরকার । কেন্দ্রের তরফে এই কূটনীতিকদের দেশ ছাড়ার জন্য 10 অক্টোবর পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে । ভারত সরকার এ পর্যন্ত এই নিয়ে মোট 41 কানাডিয়ান কূটনীতিককে দেশ ছেড়ে কানাডায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে । তাঁদের নিয়ে মোট 62 জন কানাডিয়ান কূটনীতিক ভারতে ছিলেন । তবে 41 জন দেশে ফিরে গেলে 10 অক্টোবরের পরে শুধুমাত্র 21 কানাডিয়ান কূটনীতিক ভারতে রয়ে যাবেন ।

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কানাডায় ভারতীয় কূটনীতিকদের সংখ্যা এবং ভারতে কানাডিয়ান কূটনীতিকদের সংখ্যা সমান হওয়া উচিত । তাই ভারত সরকার এখন দেশে কূটনীতিকের সংখ্যা সমান রাখতে 40 জন কানাডিয়ান কূটনীতিককে 10 অক্টোবরের মধ্যে দেশ ত্যাগ করতে বলেছে । এর পরে ভারতে কানাডিয়ান কূটনীতিকের মোট সংখ্যা কমে দাঁড়বে 21 ৷ প্রায় একই সংখ্যক ভারতীয় কূটনীতিক কানাডায় রয়েছেন ।

আরও পড়ুন: খালিস্তানি নেতা খুনে জড়িত ! কানাডায় বহিষ্কার ভারতের শীর্ষ কূটনীতিক

জি20 সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ এখান থেকে দেশে ফিরে গিয়েই তিনি খালিস্তানিপন্থী হরদীপ নিজ্জারের হত্যার জন্য কানাডার সংসদে প্রকাশ্যে ভারতকে অভিযুক্ত করেন ৷ এর জেরেই দু'দেশের সম্পর্কে ছেদ পড়ে ৷ প্রধানমন্ত্রী এই অভিযোগ করার পরই কানাডা ভারতীয় কূটনীতিককে দেশ থেকে বহিষ্কার করে । এই ঘটনাকে ভালো চোখে দেখেনি ভারত ৷ পালটা ভারতও কানাডিয়ান কূটনীতিককে নিজেদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় । ভারত এখনও পর্যন্ত মোট 41 কানাডিয়ান কূটনীতিককে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ৷ তার জন্য একটি সময়সীমাও বেধে দিয়েছে । তবে দু'দেশের মধ্যে অবস্থা এখনই যে স্বাভাবিক হওয়ার লক্ষণ নেই ৷ এই নয়া নির্দেশ সে কথাই আরও একবার স্পষ্ট করে দিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.