ETV Bharat / bharat

ভ্যাকসিন লিডার থেকে বেগার ভারত, কটাক্ষ কংগ্রেস নেতা অজয়ের - করোনাভাইরাস

দেশের ভয়াবহ করোনা পরিস্থিতি সামলানো নিয়ে দেশের রাজনীতি সরগরম ৷ একে অপরকে দোষারোপে সুযোগ ছাড়ছে না কোনো দলই ৷ কংগ্রেস করোনা পরিস্থিতি নিয়ে রাজনীতি করছে, তার উত্তর দিলেন কংগ্রেস নেতা অজয় মাকেন ৷

কংগ্রেস নেতা অজয় মাকেন
কংগ্রেস নেতা অজয় মাকেন
author img

By

Published : Apr 21, 2021, 8:51 PM IST

নিউদিল্লি, 21 এপ্রিল: ভারত এখন "ভ্যাকসিন লিডার" থেকে "ভ্যাকসিন বেগার"-এ পরিণত হয়েছ, এ ভাবেই মোদির কড়া সমালোচনা করল কংগ্রেস ৷

ভ্যাকসিন নিয়ে কংগ্রেস রাজনীতি করছে, এই অভিযোগ করেছিল বিজেপি ৷ তারই উত্তরে কংগ্রেসের মুখপাত্র অজয় মাকেন গত 24 ঘণ্টায় 2.93 লক্ষ কোভিড-19 সংক্রমণের হিসেব তুলে ধরে বলেন, "সরকার রোগীর করোনা ভাইরাস পজিটিভ পরীক্ষা নয়, মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ৷" বরং তিনি উল্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর তাঁর শাসক দলকেই ভ্য়াকসিন নিয়ে রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন ৷ আর করোনার ভয়াবহ অবস্থা সামলানোর পরিবর্তে তিনি প্রচার করে বেড়াচ্ছেন, কটাক্ষ অজয়ের ৷ তাঁর দায়িত্ব থেকে হাত তুলে নিয়েছেন বলে কংগ্রেস নেতা আরও বলেন, "ভারত ভ্যাকসিন লিডার থেকে ভ্যাকসিন বেগার হয়ে গিয়েছে ৷ একটা শক্তিশালী দেশকে মোদি অসহায় করে দিয়েছে ৷ মোদি সরকারের মানুষের জীবনের থেকে লাভ করাটাই আসল কথা ৷'

আরও পড়ুন: জানুয়ারি মাসে 700 শতাংশ বেশি অক্সিজ়েন বিদেশে রফতানি করেছে ভারত

এমনকি মঙ্গলবার দেশের উদ্দেশ্যে মোদির বার্তা "হাওয়ায় বড় বড় কথা বলা" বলে আখ্যা দেন ৷ "তাঁর এই বক্তৃতার কোনও নির্দিষ্ট দিক নেই, গরিব মানুষদের প্রতি সহানুভূতি নেই ৷ তার 18 মিনিটের বক্তৃতায় হতাশ হয়েছেন প্যানডেমিকে আক্রান্তরা ৷" বলে তাঁর দাবি ৷

বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদক দেশ হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত 1.03 শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছেন ৷ ভারতেই যদি জীবনদায়ী ওষুধের অভাব হয়, তা হলে এর সবচেয়ে বড় উৎপাদক কারা ? দেশের এই মারাত্মক অবস্থা সামলাতে সরকার সম্পূর্ণ ব্যর্থ, অভিযোগ করেন তিনি ৷

বিগত পনেরো মাসে সরকার দেশের স্বাস্থ্যক্ষেত্রে নতুন কী পরিকাঠামো করেছেন, তাও জানতে চান সরকারের কাছে ৷

নিউদিল্লি, 21 এপ্রিল: ভারত এখন "ভ্যাকসিন লিডার" থেকে "ভ্যাকসিন বেগার"-এ পরিণত হয়েছ, এ ভাবেই মোদির কড়া সমালোচনা করল কংগ্রেস ৷

ভ্যাকসিন নিয়ে কংগ্রেস রাজনীতি করছে, এই অভিযোগ করেছিল বিজেপি ৷ তারই উত্তরে কংগ্রেসের মুখপাত্র অজয় মাকেন গত 24 ঘণ্টায় 2.93 লক্ষ কোভিড-19 সংক্রমণের হিসেব তুলে ধরে বলেন, "সরকার রোগীর করোনা ভাইরাস পজিটিভ পরীক্ষা নয়, মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ৷" বরং তিনি উল্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর তাঁর শাসক দলকেই ভ্য়াকসিন নিয়ে রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন ৷ আর করোনার ভয়াবহ অবস্থা সামলানোর পরিবর্তে তিনি প্রচার করে বেড়াচ্ছেন, কটাক্ষ অজয়ের ৷ তাঁর দায়িত্ব থেকে হাত তুলে নিয়েছেন বলে কংগ্রেস নেতা আরও বলেন, "ভারত ভ্যাকসিন লিডার থেকে ভ্যাকসিন বেগার হয়ে গিয়েছে ৷ একটা শক্তিশালী দেশকে মোদি অসহায় করে দিয়েছে ৷ মোদি সরকারের মানুষের জীবনের থেকে লাভ করাটাই আসল কথা ৷'

আরও পড়ুন: জানুয়ারি মাসে 700 শতাংশ বেশি অক্সিজ়েন বিদেশে রফতানি করেছে ভারত

এমনকি মঙ্গলবার দেশের উদ্দেশ্যে মোদির বার্তা "হাওয়ায় বড় বড় কথা বলা" বলে আখ্যা দেন ৷ "তাঁর এই বক্তৃতার কোনও নির্দিষ্ট দিক নেই, গরিব মানুষদের প্রতি সহানুভূতি নেই ৷ তার 18 মিনিটের বক্তৃতায় হতাশ হয়েছেন প্যানডেমিকে আক্রান্তরা ৷" বলে তাঁর দাবি ৷

বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদক দেশ হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত 1.03 শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছেন ৷ ভারতেই যদি জীবনদায়ী ওষুধের অভাব হয়, তা হলে এর সবচেয়ে বড় উৎপাদক কারা ? দেশের এই মারাত্মক অবস্থা সামলাতে সরকার সম্পূর্ণ ব্যর্থ, অভিযোগ করেন তিনি ৷

বিগত পনেরো মাসে সরকার দেশের স্বাস্থ্যক্ষেত্রে নতুন কী পরিকাঠামো করেছেন, তাও জানতে চান সরকারের কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.