নয়াদিল্লি, 17 জুন: সৌরশক্তিতে (Solar Energy) শ্রীলঙ্কাকে স্বয়ম্ভর করতে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত ৷ দ্বীপরাষ্ট্রের সৌরশক্তি ক্ষেত্রের বিভিন্ন প্রকল্পের জন্য তাঁদের লাইন অফ ক্রেডিটে 100 মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে দিল্লি ৷ ভারতীয় মুদ্রায় যার আনুমানিক মূল্য 738 কোটি টাকা ৷ 2030 সালের মধ্যে শ্রীলঙ্কায় শক্তিক্ষেত্রে চাহিদার 70 শতাংশই যাতে পুনর্ব্যবহারযোগ্য শক্তি দ্বারা মেটানো যায়, সেই লক্ষ্যেই প্রতিবেশী রাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে ভারত ৷
আগে জেনে নেব, লাইন অফ ক্রেডিট কী ! এটা এক ধরনের ঋণ ৷ কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান কোনও সরকারকে ব্যবসাগত বা ব্যক্তিগত প্রয়োজনে এই ঋণ দিতে পারে ৷ এই ঋণ একটা তহবিলের উৎস, যা ঋণগ্রহীতার সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই নেওয়া যায় ৷ লাইন অফ ক্রেডিট জামানত দ্বারা সুরক্ষিত করা যেতে পারে আবার অসুরক্ষিতও থাকতে পারে ৷
আরও পড়ুন: আমেরিকায় প্রায় 25% রোগীই দীর্ঘ কোভিড উপসর্গে ভুগছেন, কী সমস্যা হচ্ছে তাঁদের ?
এ বার মূল ঘটনায় আসা যাক ৷ বুধবার এই নিয়ে একটি চুক্তি (India Sri Lanka Agreement) স্বাক্ষর করেছে ভারত ও শ্রীলঙ্কা ৷ শ্রীলঙ্কা সরকার ও ভারতের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্কের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়েছে ৷ শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের উপস্থিতিতে সেই চুক্তি হয় শ্রীলঙ্কায় ভারতীয় হাই কমিশনার গোপাল বাগলায় ও কোষাধ্যক্ষের সচিব এসআর আট্টিগেলের মধ্যে ৷ শ্রীলঙ্কায় ভারতীয় হাই কমিশনার টুইটে জানিয়েছেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্য়ে বহুমুখী পার্টনারশিপের ক্ষেত্রে একটি গৌরবময় নয়া অধ্যায়ের সূচনা হল ৷ সৌরশক্তির প্রকল্পের জন্য সম্মানীয় রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের উপস্থিতিতে শ্রীলঙ্কাকে লাইন অফ ক্রেডিটে 100 মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার চুক্তি হয়েছে ৷
আরও পড়ুন: দ্বিতীয় ঢেউয়ে গর্ভবতী এবং প্রসূতিরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন : আইসিএমআর
হাই কমিশন বিবৃতি দিয়ে জানিয়েছে, এই অর্থ সাহায্য 2018 সালের মার্চে ফাউন্ডিং কনফারেন্স অফ দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে (আইএসএ)) ঘোষিত সৌরপ্রকল্পগুলি-সহ বেশ কয়েকটি প্রকল্পে দ্বীপরাষ্ট্রকে বিশেষ সাহায্য করবে ৷ তার মধ্যে রয়েছে সরকারি বহুতল ও গৃহস্থের জন্য ছাদের উপরে সোলার ফটো-ভোল্টাইক সিস্টেমও ৷
আরও পড়ুন: রত্নার ‘মার’ থেকে বাঁচতে পুলিশ কমিশনারকে চিঠি বৈশাখীর
বিবৃতিতে আরও জানানো হয়েছে, 2030 সালের মধ্যে শ্রীলঙ্কার জাতীয় শক্তি চাহিদার 70 শতাংশ পুনর্ব্য়বহারযোগ্য শক্তি দ্বারা যাতে মেটানো যায়, রাষ্ট্রপতির রাজাপক্ষের সেই লক্ষ্যপূরণে ভারতই প্রথম দেশ যারা দ্বীপরাষ্ট্রের পাশে এসে দাঁড়াল ৷ শ্রীলঙ্কা-সহ 89টি দেশ আইএসএ-র চুক্তিতে স্বাক্ষর করেছিল ৷ প্রযুক্তি ও আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় সৌরশক্তিকে আরও বেশি করে কাজে লাগাতে ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি ফ্রাসোঁয়া অলাঁদের সঙ্গে যৌথভাবে আইএসএ-র চুক্তিতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গত 7 বছরে দেশেও সৌরশক্তির উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে ৷