ETV Bharat / bharat

আজ ফের ভারত-চিন সেনা পর্যায়ের বৈঠক - গালওয়ান সংঘর্ষ

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, চিন সেনা সরিয়ে নিলে 48 ঘণ্টার মধ্যে দুই দেশ আলোচনায় বসবে । সেইমতো আজ দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে ।

ভারত-চিন সেনা পর্যায়ের 10ম দফার বৈঠক
ভারত-চিন সেনা পর্যায়ের 10ম দফার বৈঠক
author img

By

Published : Feb 20, 2021, 10:08 AM IST

দিল্লি, 20 ফেব্রুয়ারি : গালওয়ান ভ্যালি নিয়ে আজ ফের বৈঠকে বসতে চলেছে ভারত ও চিনা সেনার উচ্চপদস্থ কর্তারা । এই নিয়ে দশমবার বৈঠক হবে । একদিন আগেই লাদাখের প্যাংগং লেক থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে সহমত হয়েছে দুই দেশ । গত 10 ফেব্রুয়ারি থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে । আজ সকাল 10টায় বৈঠক শুরু হওয়ার কথা ।

গতবছর 6 জুন প্রথমবার ভারত ও চিনা সেনার মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয় । প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্ত সমস্যা ও স্পর্শকাতর অঞ্চলগুলি নিয়ে দু'পক্ষের মধ্যে বৈঠক হয় । ভারতের তরফে জানানো হয়, চিনের সেনা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে । এরপর 15 জুন দুই দেশের সেনার মুখোমুখি সংঘর্ষে শহিদ হন 20 জন ভারতীয় সেনা । চিনের তরফে অবশ্য তাদের কোনও সেনার মৃত্যুর খবর স্বীকার করা হয়নি । কিন্তু গতকাল প্রতিবেশী দেশ এই বিষয়ে কিছুটা খোলসা করেছে । চিনের পক্ষ থেকে মৃত চার সেনা আধিকারিক ও সেনাকর্মীর নাম প্রকাশ করা হয়েছে

আরও পড়ুন : প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সমঝোতা ; সেনা সরাল ভারত-চিন

সংসদে গত 11 ফেব্রুয়ারি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক বিবৃতি দিয়ে বলেন, "প্যাংগং লেকের উত্তরের এলাকা থেকে সেনা সরিয়ে নেবে চিন । ভারতীয় সেনা ফিঙ্গার-3 এলাকায় ধান সিং থাপা বেসে অবস্থান করবে ।" একইভাবে প্যাংগংয়ের দক্ষিণ অংশেও সেনা সরিয়ে নেবে চিন । সেনা সরিয়ে নেওয়ার 48 ঘণ্টার মধ্যে দুই দেশ আলোচনায় বসবে বলে জানান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ।

দিল্লি, 20 ফেব্রুয়ারি : গালওয়ান ভ্যালি নিয়ে আজ ফের বৈঠকে বসতে চলেছে ভারত ও চিনা সেনার উচ্চপদস্থ কর্তারা । এই নিয়ে দশমবার বৈঠক হবে । একদিন আগেই লাদাখের প্যাংগং লেক থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে সহমত হয়েছে দুই দেশ । গত 10 ফেব্রুয়ারি থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে । আজ সকাল 10টায় বৈঠক শুরু হওয়ার কথা ।

গতবছর 6 জুন প্রথমবার ভারত ও চিনা সেনার মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয় । প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্ত সমস্যা ও স্পর্শকাতর অঞ্চলগুলি নিয়ে দু'পক্ষের মধ্যে বৈঠক হয় । ভারতের তরফে জানানো হয়, চিনের সেনা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে । এরপর 15 জুন দুই দেশের সেনার মুখোমুখি সংঘর্ষে শহিদ হন 20 জন ভারতীয় সেনা । চিনের তরফে অবশ্য তাদের কোনও সেনার মৃত্যুর খবর স্বীকার করা হয়নি । কিন্তু গতকাল প্রতিবেশী দেশ এই বিষয়ে কিছুটা খোলসা করেছে । চিনের পক্ষ থেকে মৃত চার সেনা আধিকারিক ও সেনাকর্মীর নাম প্রকাশ করা হয়েছে

আরও পড়ুন : প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সমঝোতা ; সেনা সরাল ভারত-চিন

সংসদে গত 11 ফেব্রুয়ারি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক বিবৃতি দিয়ে বলেন, "প্যাংগং লেকের উত্তরের এলাকা থেকে সেনা সরিয়ে নেবে চিন । ভারতীয় সেনা ফিঙ্গার-3 এলাকায় ধান সিং থাপা বেসে অবস্থান করবে ।" একইভাবে প্যাংগংয়ের দক্ষিণ অংশেও সেনা সরিয়ে নেবে চিন । সেনা সরিয়ে নেওয়ার 48 ঘণ্টার মধ্যে দুই দেশ আলোচনায় বসবে বলে জানান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.