ETV Bharat / bharat

Sheikh Hasina on Rohingya Issue: ভারত চাইলে অনেক কিছু করতে পারে, রোহিঙ্গা ইস্যুতে মন্তব্য হাসিনার - গোড্ডা বিদ্যুৎ প্রকল্প

রোহিঙ্গা ইস্যুতে (Rohingya Issue) ভারতের কোর্টে বল ঠেললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ৷ জানালেন, ভারত চাইলে রোহিঙ্গা সমস্যা মেটাতে অনেক কিছুই করতে পারে ৷

India Can do Lot to Help Bangladesh Cope With Rohingya Issue Says Sheikh Hasina
India Can do Lot to Help Bangladesh Cope With Rohingya Issue Says Sheikh Hasina
author img

By

Published : Sep 6, 2022, 8:47 AM IST

Updated : Sep 6, 2022, 9:24 AM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: রোহিঙ্গা ইস্যুতে (Rohingya Issue) ভারত সরকার বাংলাদেশকে অনেক রকমভাবে সাহায্য করতে পারে ৷ ভারত সফরে এসে সোমবার এমনটাই জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ৷ পাশাপাশি, তিনি এও জানান, দুই দেশের মধ্যে দিয়ে যে নদীগুলি বয়ে গিয়েছে, সেগুলিকে পুনরুজ্জীবিত করতে ভারত-বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে ৷ কূটনৈতিক মহলের মতে, তিস্তার জলবণ্টন প্রসঙ্গকেই এখানে ঘুরিয়ে উত্থাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রীতিভোজের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলোচনার ফাঁকে এমনটাই জানিয়েছেন শেখ হাসিনা ৷

প্রসঙ্গত, সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করেন, রোহিঙ্গা ইস্যুতে ভারতের ভূমিকা কী হতে পারে ? যার জবাবে হাসিনা বলেন, ‘‘ভারত অনেক বড় দেশ ৷ তাঁরা চাইলে অনেক কিছুই করতে পারে ৷’’ এই মুহূর্তে বাংলাদেশে 10 লক্ষের বেশি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে রয়েছেন ৷ যাঁরা মায়ানমারের রাখিন প্রদেশ থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৷ তবে, শুধু বাংলাদেশ নয় ৷ ভারতেও বেআইনিভাবে বহু রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ যা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷

পাশাপাশি, দুই দেশের সীমান্ত পেরিয়ে বয়ে যাওয়া নদীগুলির সংস্কারের মাধ্যমে পুনরুজ্জীবিত করার কথাও জানান হাসিনা ৷ তবে, নদী সংস্কারই যে তাঁর এই মন্তব্যের আসল কারণ, তা মানতে নারাজ কূটনীতিকরা ৷ ওয়াকিবহাল মহলের মতে, শেখ হাসিনা তিস্তা জলবণ্টন প্রকল্পকে (Teesta Water Distribution Project) উদ্দেশ্য করেই এ কথা বলেছেন ৷ যে চুক্তি পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে আটকে রয়েছে ৷ তবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না হওয়ার আক্ষেপ প্রকাশ করলেন তিনি ৷

আরও পড়ুন: 4 দিনের সফর শুরু, ভারতে এলেন হাসিনা

শেখ হাসিনা বলেন, ‘‘মমতা আমার বোনের মতো ৷ চাইলেই ওর সঙ্গে দেখা করতে পারি ৷ আমাদের মধ্যে সম্পর্কটা এতটাই ভালো ৷’’ সোমবার রাতের প্রীতিভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফে শিল্পপতি তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিকে আমন্ত্রণ জানানো হয় ৷ সেই আমন্ত্রণ গ্রহণও করেন ভারতের প্রথমসারির এই শিল্পপতি ৷

আরও পড়ুন: মোদির আমন্ত্রণে দিল্লি সফরে শেখ হাসিনা, ভারত-বাংলাদেশ সম্পর্কে নয়া মোড় ?

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে গৌতম আদানি বলেন, ‘‘দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে খুবই সম্মানিতবোধ করছি ৷ বাংলাদেশের জন্য তাঁর আগামীর পরিকল্পনা খুবই অনুপ্রেরণার ৷’’ প্রসঙ্গত, আদানি গ্রুপের যে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প তৈরি হচ্ছে তাঁর একটা অংশ বাংলাদেশকে দেওয়া হবে ৷ এ নিয়ে আদানি বলেন, ‘‘আমরা আমাদের 1600 মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্প (Godda Power Project) চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ আর 2022 সালের 16 ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে সেই ট্রান্সিমিশন লাইন দিয়ে তা পৌঁছে দেব ৷’’

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: রোহিঙ্গা ইস্যুতে (Rohingya Issue) ভারত সরকার বাংলাদেশকে অনেক রকমভাবে সাহায্য করতে পারে ৷ ভারত সফরে এসে সোমবার এমনটাই জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ৷ পাশাপাশি, তিনি এও জানান, দুই দেশের মধ্যে দিয়ে যে নদীগুলি বয়ে গিয়েছে, সেগুলিকে পুনরুজ্জীবিত করতে ভারত-বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে ৷ কূটনৈতিক মহলের মতে, তিস্তার জলবণ্টন প্রসঙ্গকেই এখানে ঘুরিয়ে উত্থাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রীতিভোজের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলোচনার ফাঁকে এমনটাই জানিয়েছেন শেখ হাসিনা ৷

প্রসঙ্গত, সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করেন, রোহিঙ্গা ইস্যুতে ভারতের ভূমিকা কী হতে পারে ? যার জবাবে হাসিনা বলেন, ‘‘ভারত অনেক বড় দেশ ৷ তাঁরা চাইলে অনেক কিছুই করতে পারে ৷’’ এই মুহূর্তে বাংলাদেশে 10 লক্ষের বেশি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে রয়েছেন ৷ যাঁরা মায়ানমারের রাখিন প্রদেশ থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৷ তবে, শুধু বাংলাদেশ নয় ৷ ভারতেও বেআইনিভাবে বহু রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ যা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷

পাশাপাশি, দুই দেশের সীমান্ত পেরিয়ে বয়ে যাওয়া নদীগুলির সংস্কারের মাধ্যমে পুনরুজ্জীবিত করার কথাও জানান হাসিনা ৷ তবে, নদী সংস্কারই যে তাঁর এই মন্তব্যের আসল কারণ, তা মানতে নারাজ কূটনীতিকরা ৷ ওয়াকিবহাল মহলের মতে, শেখ হাসিনা তিস্তা জলবণ্টন প্রকল্পকে (Teesta Water Distribution Project) উদ্দেশ্য করেই এ কথা বলেছেন ৷ যে চুক্তি পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে আটকে রয়েছে ৷ তবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না হওয়ার আক্ষেপ প্রকাশ করলেন তিনি ৷

আরও পড়ুন: 4 দিনের সফর শুরু, ভারতে এলেন হাসিনা

শেখ হাসিনা বলেন, ‘‘মমতা আমার বোনের মতো ৷ চাইলেই ওর সঙ্গে দেখা করতে পারি ৷ আমাদের মধ্যে সম্পর্কটা এতটাই ভালো ৷’’ সোমবার রাতের প্রীতিভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফে শিল্পপতি তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিকে আমন্ত্রণ জানানো হয় ৷ সেই আমন্ত্রণ গ্রহণও করেন ভারতের প্রথমসারির এই শিল্পপতি ৷

আরও পড়ুন: মোদির আমন্ত্রণে দিল্লি সফরে শেখ হাসিনা, ভারত-বাংলাদেশ সম্পর্কে নয়া মোড় ?

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে গৌতম আদানি বলেন, ‘‘দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে খুবই সম্মানিতবোধ করছি ৷ বাংলাদেশের জন্য তাঁর আগামীর পরিকল্পনা খুবই অনুপ্রেরণার ৷’’ প্রসঙ্গত, আদানি গ্রুপের যে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প তৈরি হচ্ছে তাঁর একটা অংশ বাংলাদেশকে দেওয়া হবে ৷ এ নিয়ে আদানি বলেন, ‘‘আমরা আমাদের 1600 মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্প (Godda Power Project) চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ আর 2022 সালের 16 ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে সেই ট্রান্সিমিশন লাইন দিয়ে তা পৌঁছে দেব ৷’’

Last Updated : Sep 6, 2022, 9:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.