নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: রোহিঙ্গা ইস্যুতে (Rohingya Issue) ভারত সরকার বাংলাদেশকে অনেক রকমভাবে সাহায্য করতে পারে ৷ ভারত সফরে এসে সোমবার এমনটাই জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ৷ পাশাপাশি, তিনি এও জানান, দুই দেশের মধ্যে দিয়ে যে নদীগুলি বয়ে গিয়েছে, সেগুলিকে পুনরুজ্জীবিত করতে ভারত-বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে ৷ কূটনৈতিক মহলের মতে, তিস্তার জলবণ্টন প্রসঙ্গকেই এখানে ঘুরিয়ে উত্থাপন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রীতিভোজের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলোচনার ফাঁকে এমনটাই জানিয়েছেন শেখ হাসিনা ৷
প্রসঙ্গত, সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করেন, রোহিঙ্গা ইস্যুতে ভারতের ভূমিকা কী হতে পারে ? যার জবাবে হাসিনা বলেন, ‘‘ভারত অনেক বড় দেশ ৷ তাঁরা চাইলে অনেক কিছুই করতে পারে ৷’’ এই মুহূর্তে বাংলাদেশে 10 লক্ষের বেশি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে রয়েছেন ৷ যাঁরা মায়ানমারের রাখিন প্রদেশ থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৷ তবে, শুধু বাংলাদেশ নয় ৷ ভারতেও বেআইনিভাবে বহু রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ যা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷
পাশাপাশি, দুই দেশের সীমান্ত পেরিয়ে বয়ে যাওয়া নদীগুলির সংস্কারের মাধ্যমে পুনরুজ্জীবিত করার কথাও জানান হাসিনা ৷ তবে, নদী সংস্কারই যে তাঁর এই মন্তব্যের আসল কারণ, তা মানতে নারাজ কূটনীতিকরা ৷ ওয়াকিবহাল মহলের মতে, শেখ হাসিনা তিস্তা জলবণ্টন প্রকল্পকে (Teesta Water Distribution Project) উদ্দেশ্য করেই এ কথা বলেছেন ৷ যে চুক্তি পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে আটকে রয়েছে ৷ তবে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না হওয়ার আক্ষেপ প্রকাশ করলেন তিনি ৷
আরও পড়ুন: 4 দিনের সফর শুরু, ভারতে এলেন হাসিনা
শেখ হাসিনা বলেন, ‘‘মমতা আমার বোনের মতো ৷ চাইলেই ওর সঙ্গে দেখা করতে পারি ৷ আমাদের মধ্যে সম্পর্কটা এতটাই ভালো ৷’’ সোমবার রাতের প্রীতিভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফে শিল্পপতি তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিকে আমন্ত্রণ জানানো হয় ৷ সেই আমন্ত্রণ গ্রহণও করেন ভারতের প্রথমসারির এই শিল্পপতি ৷
আরও পড়ুন: মোদির আমন্ত্রণে দিল্লি সফরে শেখ হাসিনা, ভারত-বাংলাদেশ সম্পর্কে নয়া মোড় ?
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে গৌতম আদানি বলেন, ‘‘দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে খুবই সম্মানিতবোধ করছি ৷ বাংলাদেশের জন্য তাঁর আগামীর পরিকল্পনা খুবই অনুপ্রেরণার ৷’’ প্রসঙ্গত, আদানি গ্রুপের যে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প তৈরি হচ্ছে তাঁর একটা অংশ বাংলাদেশকে দেওয়া হবে ৷ এ নিয়ে আদানি বলেন, ‘‘আমরা আমাদের 1600 মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্প (Godda Power Project) চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ আর 2022 সালের 16 ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে সেই ট্রান্সিমিশন লাইন দিয়ে তা পৌঁছে দেব ৷’’