ETV Bharat / bharat

বাবরি ধ্বংসের দিনেই 'ইন্ডিয়া'র বৈঠকের ডাক কংগ্রেসের, জোটসঙ্গীদের ফোন খাড়গের - INDIA bloc leaders meeting

INDIA bloc leaders meeting: বাবরি মসজিদ ধ্বংসের দিনেই অর্থাৎ আগামী 6 ডিসেম্বর বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকের ডাক দিল কংগ্রেস ৷ রবিবার জোটসঙ্গীদের ফোন করে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে ৷

INDIA bloc leaders meeting
বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 11:58 AM IST

Updated : Dec 3, 2023, 12:13 PM IST

নয়াদিল্লি, 3 ডিসেম্বর: চার রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার মধ্যেই 2024 সালের লোকসভা নির্বাচনের লড়াই নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিল কংগ্রেস ৷ লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতে আগামী 6 ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকের ডাক দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ ওই দিন দিল্লিতে তাঁর বাসভবনে আয়োজিত বৈঠকের জন্য জোটের অংশীদারদের ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন তিনি ৷ সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে বিরোধী নেতারা লোকসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে লড়াই করার জন্য তাঁদের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন এবং চূড়ান্ত রণকৌশল ঠিক করবেন বলে মনে করা হচ্ছে ৷

রবিবার ফলগণনার প্রাথমিক ট্রেন্ড যা বলছে, তাতে হিন্দি বলয়ে এ বার খুবই খারাপ ফল হতে চলেছে কংগ্রেসের ৷ মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে সম্ভাব্য পরাজয়ের মুখে দাঁড়িয়ে তারা ৷ এই অবস্থায় একই মনোভাবাপন্ন সঙ্গী দলগুলিকে নিয়ে লোকসভাকেই পাখির চোখ করতে চাইছে কংগ্রেস ৷ তারা আগামী সপ্তাহে বিরোধী দলগুলির জোট ইন্ডিয়ার বৈঠকের ডাক দিয়েছে ৷

বিজেপি-বিরোধী দলগুলিকে নিয়ে গঠিত ইন্ডিয়া জোট চলতি বছরের শুরুর দিকে পটনা, বেঙ্গালুরু এবং মুম্বইয়ে তিনটি বৈঠক করেছে । আর এ বার চতুর্থ বৈঠকের ডাক দিয়ে জোটের অংশীদারদের ফোন করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে ৷ তিনি সবাইকে আগামী 6 তারিখ ফের একত্রিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন । জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (শারদ পাওয়ার গোষ্ঠী) নেত্রী সুপ্রিয়া সুলে মুম্বই বৈঠকের পরেই ইঙ্গিত দিয়েছিলেন যে, বিরোধীদের পরবর্তী বৈঠকটি জাতীয় রাজধানীতে অনুষ্ঠিত হবে ।

6 ডিসেম্বর দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে ভারতীয় রাজনীতিতে । 1992 সালের এই দিনেই করসেবকরা অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে দিয়েছিলেন । সেই জায়গাতেই আগামী বছর নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর এটাই হতে চলেছে লোকসভা নির্বাচনের জন্য বিজেপির অন্যতম ট্রাম কার্ড ৷ কাজেই 6 ডিসেম্বর ইন্ডিয়া ব্লকের বৈঠকের আয়োজনকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

লোকসভা নির্বাচনের আর বাকি মাত্র চার-পাঁচ মাস ৷ তার আগে আসন ভাগাভাগিই সম্ভবত 6 ডিসেম্বরের আলোচ্যসূচির শীর্ষে থাকবে । পরবর্তী ইন্ডিয়া ব্লকের বৈঠকটি কংগ্রেসের জন্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ যেহেতু প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে যে, যে দুটি হিন্দি রাজ্য যারা সংসদে বিপুল প্রতিনিধি পাঠায়, সেই রাজস্থান এবং মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে পরাজয়ের মুখে পড়তে চলেছে কংগ্রেস ৷ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহী সুর শোনা গিয়েছে সমাজবাদী পার্টির । ফলে আসন্ন বৈঠকে কিছুটা ব্যাকফুটে থাকতে পারে কংগ্রেস ৷

2024 সালের নির্বাচনে নরেন্দ্র মোদি এবং বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কংগ্রেস সহ 28টি বিরোধী দল জোট বেঁধে তৈরি করেছে ইন্ডিয়া বা 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স'। 23 জুন পটনায় ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয় ৷ এরপর 17-18 জুলাই বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয় । তৃতীয় বৈঠকটি হয়েছিল মুম্বইতে, 31 অগস্ট থেকে 1 সেপ্টেম্বর ৷

মুম্বই বৈঠকে বিরোধী দলগুলি আসন্ন 2024 লোকসভা নির্বাচনে সম্মিলিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব গৃহীত করেছিল এবং ঘোষণা করেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব আসন ভাগাভাগি ব্যবস্থাগুলি চূড়ান্ত করা হবে । ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তারা নির্বাচনের যে থিম বেছে নিয়েছে তা হল 'জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া' (ভারত এক হবে, ভারত জিতবে)। রেজোলিউশনে আরও উল্লেখ করা হয়েছে যে, দলগুলো জনসচেতনতা ও গুরুত্বের বিষয় নিয়ে দেশের বিভিন্ন স্থানে শীঘ্রই জনসভার আয়োজন করবে । (সংবাদসংস্থা এএনআই)

আরও পড়ুন:

  1. রাজস্থান-মধ্যপ্রদেশে এগিয়ে বিজেপি, তেলেঙ্গানায় কংগ্রেস; ছত্তিশগড়ে জোর টক্কর: দেখুন সরাসরি
  2. লোকসভার আগে অ্যাসিড টেস্ট ! 4 রাজ্যের ফলের দিকে তাকিয়ে বিজেপি-কংগ্রেস
  3. 4 রাজ্যের ভোটের ফলে বদলাবে 'ইন্ডিয়া' জোটের সমীকরণ ?

নয়াদিল্লি, 3 ডিসেম্বর: চার রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার মধ্যেই 2024 সালের লোকসভা নির্বাচনের লড়াই নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিল কংগ্রেস ৷ লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতে আগামী 6 ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকের ডাক দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ ওই দিন দিল্লিতে তাঁর বাসভবনে আয়োজিত বৈঠকের জন্য জোটের অংশীদারদের ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন তিনি ৷ সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে বিরোধী নেতারা লোকসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে লড়াই করার জন্য তাঁদের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন এবং চূড়ান্ত রণকৌশল ঠিক করবেন বলে মনে করা হচ্ছে ৷

রবিবার ফলগণনার প্রাথমিক ট্রেন্ড যা বলছে, তাতে হিন্দি বলয়ে এ বার খুবই খারাপ ফল হতে চলেছে কংগ্রেসের ৷ মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে সম্ভাব্য পরাজয়ের মুখে দাঁড়িয়ে তারা ৷ এই অবস্থায় একই মনোভাবাপন্ন সঙ্গী দলগুলিকে নিয়ে লোকসভাকেই পাখির চোখ করতে চাইছে কংগ্রেস ৷ তারা আগামী সপ্তাহে বিরোধী দলগুলির জোট ইন্ডিয়ার বৈঠকের ডাক দিয়েছে ৷

বিজেপি-বিরোধী দলগুলিকে নিয়ে গঠিত ইন্ডিয়া জোট চলতি বছরের শুরুর দিকে পটনা, বেঙ্গালুরু এবং মুম্বইয়ে তিনটি বৈঠক করেছে । আর এ বার চতুর্থ বৈঠকের ডাক দিয়ে জোটের অংশীদারদের ফোন করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে ৷ তিনি সবাইকে আগামী 6 তারিখ ফের একত্রিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন । জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (শারদ পাওয়ার গোষ্ঠী) নেত্রী সুপ্রিয়া সুলে মুম্বই বৈঠকের পরেই ইঙ্গিত দিয়েছিলেন যে, বিরোধীদের পরবর্তী বৈঠকটি জাতীয় রাজধানীতে অনুষ্ঠিত হবে ।

6 ডিসেম্বর দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে ভারতীয় রাজনীতিতে । 1992 সালের এই দিনেই করসেবকরা অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে দিয়েছিলেন । সেই জায়গাতেই আগামী বছর নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর এটাই হতে চলেছে লোকসভা নির্বাচনের জন্য বিজেপির অন্যতম ট্রাম কার্ড ৷ কাজেই 6 ডিসেম্বর ইন্ডিয়া ব্লকের বৈঠকের আয়োজনকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

লোকসভা নির্বাচনের আর বাকি মাত্র চার-পাঁচ মাস ৷ তার আগে আসন ভাগাভাগিই সম্ভবত 6 ডিসেম্বরের আলোচ্যসূচির শীর্ষে থাকবে । পরবর্তী ইন্ডিয়া ব্লকের বৈঠকটি কংগ্রেসের জন্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷ যেহেতু প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে যে, যে দুটি হিন্দি রাজ্য যারা সংসদে বিপুল প্রতিনিধি পাঠায়, সেই রাজস্থান এবং মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে পরাজয়ের মুখে পড়তে চলেছে কংগ্রেস ৷ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহী সুর শোনা গিয়েছে সমাজবাদী পার্টির । ফলে আসন্ন বৈঠকে কিছুটা ব্যাকফুটে থাকতে পারে কংগ্রেস ৷

2024 সালের নির্বাচনে নরেন্দ্র মোদি এবং বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কংগ্রেস সহ 28টি বিরোধী দল জোট বেঁধে তৈরি করেছে ইন্ডিয়া বা 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স'। 23 জুন পটনায় ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক হয় ৷ এরপর 17-18 জুলাই বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয় । তৃতীয় বৈঠকটি হয়েছিল মুম্বইতে, 31 অগস্ট থেকে 1 সেপ্টেম্বর ৷

মুম্বই বৈঠকে বিরোধী দলগুলি আসন্ন 2024 লোকসভা নির্বাচনে সম্মিলিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব গৃহীত করেছিল এবং ঘোষণা করেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব আসন ভাগাভাগি ব্যবস্থাগুলি চূড়ান্ত করা হবে । ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তারা নির্বাচনের যে থিম বেছে নিয়েছে তা হল 'জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া' (ভারত এক হবে, ভারত জিতবে)। রেজোলিউশনে আরও উল্লেখ করা হয়েছে যে, দলগুলো জনসচেতনতা ও গুরুত্বের বিষয় নিয়ে দেশের বিভিন্ন স্থানে শীঘ্রই জনসভার আয়োজন করবে । (সংবাদসংস্থা এএনআই)

আরও পড়ুন:

  1. রাজস্থান-মধ্যপ্রদেশে এগিয়ে বিজেপি, তেলেঙ্গানায় কংগ্রেস; ছত্তিশগড়ে জোর টক্কর: দেখুন সরাসরি
  2. লোকসভার আগে অ্যাসিড টেস্ট ! 4 রাজ্যের ফলের দিকে তাকিয়ে বিজেপি-কংগ্রেস
  3. 4 রাজ্যের ভোটের ফলে বদলাবে 'ইন্ডিয়া' জোটের সমীকরণ ?
Last Updated : Dec 3, 2023, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.