ETV Bharat / bharat

সাসপেন্ড 146 সাংসদ ! যন্তর মন্তরে 'ইন্ডিয়া' জোটের প্রতিবাদ সভায় হাজির খাড়গে-শরদ-ইয়েচুরি-রাহুল - suspension of opposition MPs

INDIA bloc protest at Jantar Mantar: চলতি শীতকালীন অধিবেশনে সাসপেন্ড হয়েছেন 146 জন সাংসদ ৷ এর প্রতিবাদে যন্তরে মন্তরে 'ইন্ডিয়া' জোটের সভা ৷

ETV Bharat
যন্তর মন্তরে ইন্ডিয়া জোটের প্রতিবাদ সভা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 12:51 PM IST

Updated : Dec 22, 2023, 1:28 PM IST

নয়াদিল্লি, 22 ডিসেম্বর: আজ সংসদে শীতকালীন অধিবেশনের শেষ দিন ৷ এই অধিবেশনে 146 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ৷ শুক্রবার যন্তরে মন্তরে এর প্রতিবাদে সভা করছে 'ইন্ডিয়া' জোট ৷ সভায় এসেছেন প্রবীণ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং আরও অনেকে ৷ বৃহস্পতিবার সকালেও মিছিল করেছে ইন্ডিয়া জোটের সদস্যদলগুলি ৷ আজ দেশজুড়ে এই প্রতিবাদ হবে বলে জানা গিয়েছে ৷

  • #WATCH | Congress President Mallikarjun Kharge and NCP chief Sharad Pawar and leaders of INDIA parties take part in 'Save Democracy' protest against mass suspension of MPs, at Jantar Mantar in Delhi pic.twitter.com/nxslPhTB1V

    — ANI (@ANI) December 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন সাসপেন্ড হওয়া কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, "বিশ্বের গণতন্ত্রের ইতিহাসে 146 জন সাংসদকে কখনও এভাবে সাসপেন্ড করা হয়নি ৷ গণতন্ত্র এখন বিপদে, মানুষের জানা উচিত ৷ এই প্রতিবাদের উদ্দেশ্য, মানুষকে এটা বলা যে, যা হচ্ছে তা দেশের ভবিষ্যতের জন্য খুব খারাপ ৷ এর সমাধানে একটাই রাস্তা আছে ৷ মানুষ যদি এই সরকারে পরিবর্তন এনে এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনতে পারে ৷"

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি প্রধান শরদ পাওয়ার প্রতিবাদ সভার মঞ্চ থেকে বলেন, "দেশে গণতন্ত্রকে বাঁচাতে আমরা যে কোনও মূল্য দিতে প্রস্তুত ৷" প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি বলেন, "2-3 জন যুবক সংসদে ঢুকে স্মোক ক্যান ছুড়েছিল ৷ এই সময় বিজেপি সাংসদরা পালিয়ে যায় ৷ এতে সংসদের নিরাপত্তা ভঙ্গ হওয়া নিয়ে প্রশ্ন উঠছে ৷ আরেকটা প্রশ্ন, এই যুবকরা এভাবে প্রতিবাদ কেন করলেন ? এর উত্তর দেশের বেকারত্ব ৷" তিনি আরও বলেন, "মিডিয়া দেশের বেকারত্ব নিয়ে কোনও কথা বলে না ৷ এরা রাহুল গান্ধির ভিডিয়ো রেকর্ডিং করা নিয়ে বলে ৷ এদিকে সেসময় সাসপেন্ড হওয়া সাংসদরা সংসদ চত্বরে বসেছিলেন ৷"

4 ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় ৷ এর মধ্যে 13 ডিসেম্বর হঠাৎ সংসদের লোকসভা কক্ষে হামলা চালায় দুই যুবক ৷ তারা অধিবেশন চলাকালীন লোকসভার দর্শকাসন থেকে নীচে লাফিয়ে পড়ে ৷ তাদের জুতো থেকে ধোঁয়া বেরতে থাকে ৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকসভায় ৷ এদিনই 2001 সালের সংসদ ভবন হামলার 22 বছর পূর্তি ছিল ৷ পরে এই ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনায় সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী সাংসদরা ৷ এ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেন বিরোধী সাংসদরা ৷ এরপরই লোকসভা ও রাজ্যসভার একের পর এক সাংসদকে সাসপেন্ড করা হয় ৷

আরও পড়ুন:

  1. সাসপেন্ড হওয়া সাংসদদের মিছিল! 'উপরাষ্ট্রপতি সংসদে জাতপাত বিভেদ এনেছেন', বললেন খাড়গে
  2. সংসদ হামলায় গ্রেফতার মনোরঞ্জনের বন্ধু! অমল-নীলম-সাগর-ললিতদের একসঙ্গে মুখোমুখি জেরা
  3. শহিদ ভগৎ সিংয়ের আদর্শে অনুপ্রাণিত সাগর-মনোরঞ্জন! সেন্ট্রাল অ্যাসেম্বলি হামলার অনুকরণ লোকসভায়

নয়াদিল্লি, 22 ডিসেম্বর: আজ সংসদে শীতকালীন অধিবেশনের শেষ দিন ৷ এই অধিবেশনে 146 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে ৷ শুক্রবার যন্তরে মন্তরে এর প্রতিবাদে সভা করছে 'ইন্ডিয়া' জোট ৷ সভায় এসেছেন প্রবীণ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং আরও অনেকে ৷ বৃহস্পতিবার সকালেও মিছিল করেছে ইন্ডিয়া জোটের সদস্যদলগুলি ৷ আজ দেশজুড়ে এই প্রতিবাদ হবে বলে জানা গিয়েছে ৷

  • #WATCH | Congress President Mallikarjun Kharge and NCP chief Sharad Pawar and leaders of INDIA parties take part in 'Save Democracy' protest against mass suspension of MPs, at Jantar Mantar in Delhi pic.twitter.com/nxslPhTB1V

    — ANI (@ANI) December 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন সাসপেন্ড হওয়া কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, "বিশ্বের গণতন্ত্রের ইতিহাসে 146 জন সাংসদকে কখনও এভাবে সাসপেন্ড করা হয়নি ৷ গণতন্ত্র এখন বিপদে, মানুষের জানা উচিত ৷ এই প্রতিবাদের উদ্দেশ্য, মানুষকে এটা বলা যে, যা হচ্ছে তা দেশের ভবিষ্যতের জন্য খুব খারাপ ৷ এর সমাধানে একটাই রাস্তা আছে ৷ মানুষ যদি এই সরকারে পরিবর্তন এনে এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনতে পারে ৷"

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি প্রধান শরদ পাওয়ার প্রতিবাদ সভার মঞ্চ থেকে বলেন, "দেশে গণতন্ত্রকে বাঁচাতে আমরা যে কোনও মূল্য দিতে প্রস্তুত ৷" প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি বলেন, "2-3 জন যুবক সংসদে ঢুকে স্মোক ক্যান ছুড়েছিল ৷ এই সময় বিজেপি সাংসদরা পালিয়ে যায় ৷ এতে সংসদের নিরাপত্তা ভঙ্গ হওয়া নিয়ে প্রশ্ন উঠছে ৷ আরেকটা প্রশ্ন, এই যুবকরা এভাবে প্রতিবাদ কেন করলেন ? এর উত্তর দেশের বেকারত্ব ৷" তিনি আরও বলেন, "মিডিয়া দেশের বেকারত্ব নিয়ে কোনও কথা বলে না ৷ এরা রাহুল গান্ধির ভিডিয়ো রেকর্ডিং করা নিয়ে বলে ৷ এদিকে সেসময় সাসপেন্ড হওয়া সাংসদরা সংসদ চত্বরে বসেছিলেন ৷"

4 ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় ৷ এর মধ্যে 13 ডিসেম্বর হঠাৎ সংসদের লোকসভা কক্ষে হামলা চালায় দুই যুবক ৷ তারা অধিবেশন চলাকালীন লোকসভার দর্শকাসন থেকে নীচে লাফিয়ে পড়ে ৷ তাদের জুতো থেকে ধোঁয়া বেরতে থাকে ৷ আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকসভায় ৷ এদিনই 2001 সালের সংসদ ভবন হামলার 22 বছর পূর্তি ছিল ৷ পরে এই ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনায় সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী সাংসদরা ৷ এ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেন বিরোধী সাংসদরা ৷ এরপরই লোকসভা ও রাজ্যসভার একের পর এক সাংসদকে সাসপেন্ড করা হয় ৷

আরও পড়ুন:

  1. সাসপেন্ড হওয়া সাংসদদের মিছিল! 'উপরাষ্ট্রপতি সংসদে জাতপাত বিভেদ এনেছেন', বললেন খাড়গে
  2. সংসদ হামলায় গ্রেফতার মনোরঞ্জনের বন্ধু! অমল-নীলম-সাগর-ললিতদের একসঙ্গে মুখোমুখি জেরা
  3. শহিদ ভগৎ সিংয়ের আদর্শে অনুপ্রাণিত সাগর-মনোরঞ্জন! সেন্ট্রাল অ্যাসেম্বলি হামলার অনুকরণ লোকসভায়
Last Updated : Dec 22, 2023, 1:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.