নয়াদিল্লি, 19 ডিসেম্বর: আবারও আলোচনার টেবিলে ‘ইন্ডিয়া’ ব্লকের নেতৃত্ব ৷ মঙ্গলবার দুপুর 3টে নাগাদ নয়াদিল্লির অশোকা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে ৷ বৈঠকে যোগ দিতে বিরোধীদের এই জোটের বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতৃত্ব হাজির হয়েছেন দেশের রাজধানীতে ৷ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের রণকৌশল নির্ধারণ করতেই বৈঠকে বসছেন জোটের নেতারা ৷ সূত্রের খবর, নির্বাচনী ময়দানে যৌথ প্রচার, আসন সমঝোতাই আলোচনায় মূল বিষয় হতে চলেছে ৷ তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে হিন্দিবলয়ে বিজেপির কাছে কংগ্রেস যেভাবে ধাক্কা খেয়েছে, সেই বিষয়টিও উঠে আসতে পারে আলোচনায় ৷
চলতি বছরের এপ্রিলে বিরোধীদের এই জোটের সলতে পাকানোর কাজ শুরু হয় ৷ জুন মাসে পটনায় প্রথম বৈঠক হয় ৷ তার পর বেঙ্গালুরু ও মুম্বইয়ে বৈঠক হয় ৷ সমন্বয় কমিটিও তৈরি হয় ৷ সেই কমিটিও বৈঠক করে ৷ কিন্তু সেসব হয়েছে সেপ্টেম্বরে ৷ তার পর কেটে গিয়েছে প্রায় তিনমাস ৷ এর মধ্য়ে বিরোধীদের এই জোটের কোনও বৈঠকও হয়নি, আসন সমঝোতা নিয়ে কোনও আলোচনাও হয়নি ৷ সেই কারণেই সম্ভবত লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মনে করেন, আগের বৈঠকগুলি ফলপ্রসূ হয়নি ৷
তিনি বলেন, "আসন ভাগাভাগির কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত । তিনটি বৈঠক হয়েছে ৷ কিন্তু এখনও পর্যন্ত কোনও লাভ হয়নি । আজকের বৈঠকটি ফলাফলমুখী হওয়া উচিত । এই জোট যে বিজেপির বিরুদ্ধে লড়তে ও বিজেপিকে হারাতে সক্ষম সেই বার্তা বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে ৷"
-
#WATCH | On INDIA bloc meeting, TMC MP Sudip Bandyopadhyay says, "The work on seat-sharing should start as soon as possible. Three meetings have been held but there have been no gains till now. Today's meeting should be results-oriented. With the meeting, the alliance should be… pic.twitter.com/FddC7sX17L
— ANI (@ANI) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | On INDIA bloc meeting, TMC MP Sudip Bandyopadhyay says, "The work on seat-sharing should start as soon as possible. Three meetings have been held but there have been no gains till now. Today's meeting should be results-oriented. With the meeting, the alliance should be… pic.twitter.com/FddC7sX17L
— ANI (@ANI) December 19, 2023#WATCH | On INDIA bloc meeting, TMC MP Sudip Bandyopadhyay says, "The work on seat-sharing should start as soon as possible. Three meetings have been held but there have been no gains till now. Today's meeting should be results-oriented. With the meeting, the alliance should be… pic.twitter.com/FddC7sX17L
— ANI (@ANI) December 19, 2023
একই কথা অবশ্য তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে ৷ জোটকে সংঘবদ্ধ করতে যে অনেকটা দেরি হয়ে গিয়েছে, সেটা নয়াদিল্লিতে এই মেগা বৈঠকে যোগ দিতে গিয়ে স্বীকার করে নিয়েছেন তৃণমূল নেত্রী ৷ তবে তিনি মনে করেন, একেবারে না করার থেকে দেরিতে শুরু করা অনেক ভালো ৷ পাশাপাশি তিনি বিজেপি শক্তিশালী বলতে নারাজ ৷ মমতার কথায়, "বিজেপি শক্তিশালী নয়, আমরা দুর্বল । এটা কাটিয়ে উঠতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে ।"
কিন্তু সব রাজ্যে কি একজোট হওয়া সম্ভব ? কারণ, পশ্চিমবঙ্গে তো ‘ইন্ডিয়া’ জোটের তিন শরিক তৃণমূল, কংগ্রেস ও বামফ্রন্ট মুখোমুখি লড়াই করে ৷ তবে সোমবার নয়াদিল্লিতে তৃণমূলনেত্রী আশা প্রকাশ করেছেন যে বাংলায় তাঁর দল, কংগ্রেস ও বামদের মধ্যে ত্রিমুখী জোট সম্ভব ।
-
#WATCH | On INDIA bloc meeting today, AAP leader & Delhi Minister Atishi says, "In the meeting today important points like like seat-sharing and others will be discussed. AAP & Arvind Kejriwal will make every possible effort to make INDIA alliance a success." pic.twitter.com/6i3Jp2zsLc
— ANI (@ANI) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | On INDIA bloc meeting today, AAP leader & Delhi Minister Atishi says, "In the meeting today important points like like seat-sharing and others will be discussed. AAP & Arvind Kejriwal will make every possible effort to make INDIA alliance a success." pic.twitter.com/6i3Jp2zsLc
— ANI (@ANI) December 19, 2023#WATCH | On INDIA bloc meeting today, AAP leader & Delhi Minister Atishi says, "In the meeting today important points like like seat-sharing and others will be discussed. AAP & Arvind Kejriwal will make every possible effort to make INDIA alliance a success." pic.twitter.com/6i3Jp2zsLc
— ANI (@ANI) December 19, 2023
তাছাড়া এই জোটে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ হল কে নেতা হবেন ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কে হবেন প্রধান বিরোধী মুখ ? এই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি ৷ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে 2024 সালের লোকসভা নির্বাচনের পর এই বিষয়টি চূড়ান্ত করা হবে ৷ যদিও তৃণমূলের অনেকে মনে করেন যে তাঁকেই প্রধানমন্ত্রীর মুখ করা উচিত ৷ একইভাবে বিভিন্ন শরিক দলও তাঁদের শীর্ষ নেতাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার বিষয়ে জোর দিয়ে আসছেন ৷
এই বিষয়ে সবচেয়ে এগিয়ে জেডিইউ ৷ বিহারের শাসক দলের একাধিক নেতা নীতীশ কুমারকে মোদির বিরুদ্ধে প্রধান মুখ করার বিষয়ে বারবার সওয়াল করেছেন ৷ মঙ্গলবারও পটনায় এই নিয়ে ব্যানার দেখা গিয়েছে ৷ সেখানে হিন্দিতে লেখা - ‘আগার সচ মে জিত চাহিয়ে তো ফির এক নিশ্চয় অওর এক নীতীশ চাহিয়ে’ ৷ যার বাংলা অর্থ - সত্যিকারের জয় চাইলে নিশ্চিয়তা চাই আর নীতীশকে চাই ৷
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের এই জোটে ভূমিকা কি ? এই নিয়ে বিহার সরকারে নীতীশের ডেপুটি তথা আরজেডি নেতা তেজস্বী যাদবের বক্তব্য, সকলের ভূমিকা একই এবং সকলের লক্ষ্য একই, যা হল বিভাজনকারী শক্তিকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া ।
-
#WATCH | Patna: Posters featuring Bihar CM Nitish Kumar that read 'Agar sach mein jeet chahiye toh fir ek Nischay aur ek Nitish chahiye', were put up ahead of the INDIA bloc meeting, in Delhi. pic.twitter.com/mirs1VGQBd
— ANI (@ANI) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Patna: Posters featuring Bihar CM Nitish Kumar that read 'Agar sach mein jeet chahiye toh fir ek Nischay aur ek Nitish chahiye', were put up ahead of the INDIA bloc meeting, in Delhi. pic.twitter.com/mirs1VGQBd
— ANI (@ANI) December 19, 2023#WATCH | Patna: Posters featuring Bihar CM Nitish Kumar that read 'Agar sach mein jeet chahiye toh fir ek Nischay aur ek Nitish chahiye', were put up ahead of the INDIA bloc meeting, in Delhi. pic.twitter.com/mirs1VGQBd
— ANI (@ANI) December 19, 2023
উল্লেখ্য, জোটের নাম দ্বিতীয় বৈঠকে চূড়ান্ত হয়৷ এবারের বৈঠকে জোটের থিম নির্ধারিত হতে পারে ৷ এক কংগ্রেস নেতা জানিয়েছেন, ‘ইন্ডিয়া’ ব্লকের থিম হতে পারে ‘ম্যান নেহি, হাম’ (আমি নয়, আমরা) ৷ শেষ পর্যন্ত বৈঠকে ঠিক কী কী চূড়ান্ত হয়, তা নিয়ে আলোচনা করতে মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব ছাড়াও পৌঁছে গিয়েছেন নীতীশ কুমার, উদ্ধব ঠাকরে, এমকে স্ট্যালিন-সহ একাধিক নেতা ৷
(পিটিআই ও এএনআই ইনপুট-সহ)
আরও পড়ুন: