নয়াদিল্লি, 31 মে: তামাক সেবনের মারাত্মক প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে ভারত ৷ এ বার ওটিটি প্ল্যাটফর্মগুলিতে তামাক-বিরোধী সতর্কীকরণ বাধ্যতামূলক করল কেন্দ্র ৷ বুধবার ওটিটি প্ল্যাটফর্মগুলিতে তামাক-বিরোধী সতর্কতার জন্য নতুন নিয়মের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷
সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, অনলাইন বিষয়বস্তুর প্রকাশক যদি নতুন নিয়ম মেনে চলতে ব্যর্থ হন, তবে মন্ত্রক কঠোর ব্যবস্থা নেবে । এই বিজ্ঞপ্তিটি ওটিটি প্ল্যাটফর্মকে তামাক-বিরোধী সতর্কীকরণ বার্তা বহন করতে বাধ্য করে ৷ যেমন আমরা প্রেক্ষগৃহে ও টিভির অনুষ্ঠানে দেখতে পাই, সে রকমই এ বার দেখা যাবে ওটিটি-তেও ৷ 31 মে 'বিশ্ব তামাকমুক্ত দিবস' উপলক্ষে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷
মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, অনলাইনে কিউরেট করা বিষয়বস্তুর প্রকাশক উপ-বিধির বিধানগুলি মেনে চলতে ব্যর্থ হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি, স্বতঃপ্রণোদিতভাবে বা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবে এবং অনলাইন কিউরেটেড বিষয়বস্তুর প্রকাশককে শনাক্ত করার পর, এই ধরনের ব্যর্থতা ব্যাখ্যা করতে এবং বিষয়বস্তুতে যথাযথ পরিবর্তন করতে যুক্তিসঙ্গত সুযোগ দিয়ে নোটিশ জারি করবে ।
তামাকে আসক্তি বিশ্বব্যাপী প্রতিরোধযোগ্য মৃত্যু এবং প্রতিবন্ধকতার একক বৃহত্তম কারণ হিসাবে স্বীকৃত হয়েছে ৷ প্রতি বছর তামাক সেবনের কারণে লক্ষ লক্ষ মানুষ মারা যান । ভারতীয় স্বেচ্ছাসেবী স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম ম্যানেজার বিনয় ম্যাথিউ বলেন, এটি ভারতের একটি দুর্দান্ত এবং অগ্রগামী পদক্ষেপ ও বিনোদনের মাধ্যমে তামাক প্রচার নিয়ন্ত্রণ ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করে তুলবে । তামাকের কারণে ভারতে প্রতি বছর প্রায় 1.35 মিলিয়ন মানুষের মৃত্যু হয় এবং এটি তামাকের দ্বিতীয় বৃহত্তম ভোক্তা এবং উৎপাদকও । বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় 80 লক্ষ মানুষ মারা যান, যাঁদের মধ্যে 13.5 লক্ষ ভারতীয় । তামাক ব্যবহারের কারণে অসুস্থতা এবং মৃত্যুর হার সুপ্রতিষ্ঠিত । সরকার তামাক ব্যবহারকে নিরুৎসাহিত করার জন্য একটি উপকারী আইন COTPA প্রণয়ন করেছে । এ বছর বিশ্ব তামাকমুক্ত দিবসের মূল থিম, "আমাদের খাদ্য দরকার, তামাক নয় ৷"
আরও পড়ুন: তামাকমুক্ত বিশ্ব গড়ার প্রয়াস ! জেনে নিন বিশেষ দিনটির গুরুত্ব