ETV Bharat / bharat

ভারত-বাংলাদেশের বিদেশমন্ত্রীদের দ্বিপাক্ষিক আলোচনায় ‘রোহিঙ্গা সমস্যা’

উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে মধ্য এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগ মাধ্য়মের চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আন্তর্জাতিক সভা ছিল ৷ সেই সভার মাঝেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমিন একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন ৷

India and Bangladesh reaffirmed their commitment to further strengthening the expanding multifaceted cooperation
ভারত-বাংলাদেশের বিদেশমন্ত্রীদের দ্বিপাক্ষিক আলোচনায় ‘রোহিঙ্গা ইস্যু’
author img

By

Published : Jul 16, 2021, 5:22 PM IST

তাশখন্দ (উজবেকিস্তান), 16 জুলাই : একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতাকে আরও জোরদার করতে প্রতিশ্রুতি বদ্ধ হল ভারত এবং বাংলাদেশ ৷ আর সেই উদ্দেশ্যে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে একান্তে বৈঠক করলেন দুই প্রতিবেশী দেশের বিদেশমন্ত্রীরা ৷ যেখানে একাধিক বিষয়ে দু’তরফে আলোচনা হয় ৷ যার মধ্যে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা, করোনা পরিস্থিতি এবং রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে প্রত্যাবাসন বা ফেরত পাঠানোর মতো গুরুতর বিষয়ও ছিল ৷

প্রসঙ্গত, উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে মধ্য এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগ মাধ্য়মের চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আন্তর্জাতিক সভা ছিল ৷ সেই সভার মাঝেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমিন দ্বিপাক্ষিক এই বৈঠক করেন ৷ সূত্রের খবর, দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ৷ যেখানে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে দুই দেশ একজোট হয়ে কাজ করবে বলে একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছেন দুই বিদেশমন্ত্রী ৷

পাশাপাশি বর্তমান করোনা পরিস্থিতিতে, ভ্য়াকসিনেশন সবচেয়ে বড় বিষয় ৷ সেই ভ্যাকসিনেশন নিয়েও কথা হয়েছে এই দ্বিপাক্ষিক বৈঠকে ৷ যেখানে বাংলাদেশে করোনার ভ্যাকসিন সরবরাহের বিষয়টি আবারও সঠিক জায়গায় চলে আসায় নিজের সন্তোষের কথা জানিয়েছেন জয়শঙ্কর ৷ প্রসঙ্গত, বহিরাগত শক্তির চাপে ভারতের থেকে বাংলাদেশের ভ্যাকসিন কেনার বিষয়টি থমকে গিয়েছিল ৷ কিন্তু, সেই সমস্যার সমাধান হয়ে, নতুন করে ভারতের থেকে ভ্যাকসিন কিনতে শুরু করেছে বাংলাদেশ ৷

আরও পড়ুন : এবার ভারতের পাশে বাংলাদেশ, করোনা মোকাবিলায় ওষুধ পাঠাচ্ছে হাসিনার সরকার

এখনও পর্যন্ত ভারতের সেরাম ইনস্টিটিউটের উপর অনেক বেশি নির্ভরশীল বাংলাদেশ ৷ অ্যাস্ট্রাজেনেকার তৈরি 7 মিলিয়ন ভ্যাকসিন সরবরাহ করার পর, গত মার্চ মাস থেকে ভ্যাকসিনের রফতানি বন্ধ করে দিয়েছিল ভারত ৷ সেই ভ্যাকসিন রফতানি পুনরায় শুরু হয়েছে ৷ প্রসঙ্গত, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকারের 30 মিলিয়ন ভ্যাকসিন রফতানির চুক্তি হয়েছে ৷

আরও পড়ুন : PM Modi: কোভিড বৃদ্ধি রুখতে 6 রাজ্যকে 4 দাওয়াই মোদির

এ দিনের বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জয়শঙ্কর একটি টুইট করেন ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘তাশখন্দ কানেকটিভিটি কনফারেন্সের মাঝে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. একে আব্দুল মেমিনের সঙ্গে দেখা করে ভাল লাগলো ৷ আমাদের মধ্য়ে হওয়া চুক্তিগুলিকে নতুন করে ঝালিয়ে নেওয়ার সুবর্ণ একটি সুযোগ ৷ যোগাযোগ সংক্রান্ত দিক থেকেও ৷’’

  • Happy to meet with Bangladesh FM Dr AK Abdul Momen on the sidelines of the Tashkent Connectivity Conference. A good opportunity to review the progress in our ties, including its connectivity aspects. pic.twitter.com/PyqTBDxId3

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দুই দেশের মধ্যে বন্ধ হয়ে থাকা ব্যবসায়ীক এবং অন্যান্য চুক্তিগুলির কাজ পুনরায় শুরু করা নিয়েও আলোচনা করা হয়েছে দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে ৷

তাশখন্দ (উজবেকিস্তান), 16 জুলাই : একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতাকে আরও জোরদার করতে প্রতিশ্রুতি বদ্ধ হল ভারত এবং বাংলাদেশ ৷ আর সেই উদ্দেশ্যে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে একান্তে বৈঠক করলেন দুই প্রতিবেশী দেশের বিদেশমন্ত্রীরা ৷ যেখানে একাধিক বিষয়ে দু’তরফে আলোচনা হয় ৷ যার মধ্যে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা, করোনা পরিস্থিতি এবং রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে প্রত্যাবাসন বা ফেরত পাঠানোর মতো গুরুতর বিষয়ও ছিল ৷

প্রসঙ্গত, উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে মধ্য এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগ মাধ্য়মের চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে আন্তর্জাতিক সভা ছিল ৷ সেই সভার মাঝেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমিন দ্বিপাক্ষিক এই বৈঠক করেন ৷ সূত্রের খবর, দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবাসনের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ৷ যেখানে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে দুই দেশ একজোট হয়ে কাজ করবে বলে একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছেন দুই বিদেশমন্ত্রী ৷

পাশাপাশি বর্তমান করোনা পরিস্থিতিতে, ভ্য়াকসিনেশন সবচেয়ে বড় বিষয় ৷ সেই ভ্যাকসিনেশন নিয়েও কথা হয়েছে এই দ্বিপাক্ষিক বৈঠকে ৷ যেখানে বাংলাদেশে করোনার ভ্যাকসিন সরবরাহের বিষয়টি আবারও সঠিক জায়গায় চলে আসায় নিজের সন্তোষের কথা জানিয়েছেন জয়শঙ্কর ৷ প্রসঙ্গত, বহিরাগত শক্তির চাপে ভারতের থেকে বাংলাদেশের ভ্যাকসিন কেনার বিষয়টি থমকে গিয়েছিল ৷ কিন্তু, সেই সমস্যার সমাধান হয়ে, নতুন করে ভারতের থেকে ভ্যাকসিন কিনতে শুরু করেছে বাংলাদেশ ৷

আরও পড়ুন : এবার ভারতের পাশে বাংলাদেশ, করোনা মোকাবিলায় ওষুধ পাঠাচ্ছে হাসিনার সরকার

এখনও পর্যন্ত ভারতের সেরাম ইনস্টিটিউটের উপর অনেক বেশি নির্ভরশীল বাংলাদেশ ৷ অ্যাস্ট্রাজেনেকার তৈরি 7 মিলিয়ন ভ্যাকসিন সরবরাহ করার পর, গত মার্চ মাস থেকে ভ্যাকসিনের রফতানি বন্ধ করে দিয়েছিল ভারত ৷ সেই ভ্যাকসিন রফতানি পুনরায় শুরু হয়েছে ৷ প্রসঙ্গত, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকারের 30 মিলিয়ন ভ্যাকসিন রফতানির চুক্তি হয়েছে ৷

আরও পড়ুন : PM Modi: কোভিড বৃদ্ধি রুখতে 6 রাজ্যকে 4 দাওয়াই মোদির

এ দিনের বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জয়শঙ্কর একটি টুইট করেন ৷ যেখানে তিনি লিখেছেন, ‘‘তাশখন্দ কানেকটিভিটি কনফারেন্সের মাঝে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. একে আব্দুল মেমিনের সঙ্গে দেখা করে ভাল লাগলো ৷ আমাদের মধ্য়ে হওয়া চুক্তিগুলিকে নতুন করে ঝালিয়ে নেওয়ার সুবর্ণ একটি সুযোগ ৷ যোগাযোগ সংক্রান্ত দিক থেকেও ৷’’

  • Happy to meet with Bangladesh FM Dr AK Abdul Momen on the sidelines of the Tashkent Connectivity Conference. A good opportunity to review the progress in our ties, including its connectivity aspects. pic.twitter.com/PyqTBDxId3

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দুই দেশের মধ্যে বন্ধ হয়ে থাকা ব্যবসায়ীক এবং অন্যান্য চুক্তিগুলির কাজ পুনরায় শুরু করা নিয়েও আলোচনা করা হয়েছে দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.