ETV Bharat / bharat

1 Billion Vaccine Milestone : কোভিড-19 টিকাকরণে 100 কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত - one billion COVID19 vaccination

21 অক্টোবর সকালে ভারতে 100 কোটি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ হল ৷ টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মনসুখ মান্ডব্য ৷

কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হচ্ছে
কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হচ্ছে
author img

By

Published : Oct 21, 2021, 10:18 AM IST

Updated : Oct 21, 2021, 3:00 PM IST

নয়া দিল্লি, 21 অক্টোবর : দেশে কোভিড-19 ভ্যাকসিন (COVID-19 vaccine) ডোজ 100 কোটি পেরিয়ে গেল ৷ বৃহস্পতিবার সকালে এই মাইলফলকের পর উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) টুইট করে জানিয়েছেন, 1 বিলিয়ন ডোজ সম্পূর্ণ হল ৷ দূরদর্শী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বের ফল এটা ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, দেশের 75% যোগ্য প্রাপ্তবয়স্করা অন্ততপক্ষে প্রথম ডোজ পেয়েছেন আর প্রায় 31% ভ্যাকসিনের 2 ডোজই নিয়েছেন ৷ এ বছর 16 জানুয়ারি দেশজুড়ে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল ৷ 2 ফেব্রুয়ারি ফ্রন্টলাইন কর্মীদের (FLWs) ভ্যাকসিন দেওয়া শুরু হয় ৷ 100 কোটি ছুঁতে 276 দিন সময় লাগল ৷

টুইট করেছেন প্রধানমন্ত্রীও ৷ তিনি টুইটে লেখেন, ভারত ইতিহাস তৈরি করল ৷ আমরা ভারতীয় বিজ্ঞান, উদ্যম এবং 130 কোটি ভারতীয়ের একসঙ্গে কাজ করার জয় দেখতে পাচ্ছি ৷ 100 কোটি ডোজ পেরিয় যাওয়ার জন্য ভারতকে শুভেচ্ছা ৷ আমাদের চিকিৎসক, নার্স এবং সবাই যাঁরা এই লক্ষ্যপূরণের জন্য কাজ করেছেন, তাঁদের সকলকে আমার শ্রদ্ধা জানাই ৷ আজ এই লক্ষ্যপূরণের পর স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে (Ram Manohar Lohia Hospital) যান ৷

  • India scripts history.

    We are witnessing the triumph of Indian science, enterprise and collective spirit of 130 crore Indians.

    Congrats India on crossing 100 crore vaccinations. Gratitude to our doctors, nurses and all those who worked to achieve this feat. #VaccineCentury

    — Narendra Modi (@narendramodi) October 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Corona in Bengal : উদ্বেগ বাড়িয়ে রাজ্যে দৈনিক সংক্রমণ সাড়ে আটশো পার

তবে দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 18 হাজার 454 জন ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 14 হাজার 623 ৷ এক লাফে প্রায় 4 হাজার মানুষ নতুন করে সংক্রামিত হয়েছেন ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 41 লক্ষ 27 হাজার 450 জন করোনা সংক্রামিত হলেন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) ৷

সুস্থতার সংখ্যাও কমেছে বেশ খানিকটা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 17 হাজার 561 জন ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 19 হাজার 446 ৷ এ পর্যন্ত মোট 3 কোটি 34 লক্ষ 95 হাজার 808 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.15% ৷

তবে সামান্য কমেছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 160 জন৷ তার আগের দিন 197 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছিলেন ৷ মৃত্যুর হার 1.33% ৷ সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা 1 লক্ষ 78 হাজার 831 ৷

আর দৈনিক সংক্রমণে কেরালা এখনও শীর্ষে ৷ গত 24 ঘণ্টায় দেশের মোট সংক্রামিত রোগীর মধ্যে শুধুমাত্রা এ রাজ্যেই আক্রান্ত হয়েছেন 11 হাজার 150 জন ৷ মারা গিয়েছেন 82 জন রোগী ৷

নয়া দিল্লি, 21 অক্টোবর : দেশে কোভিড-19 ভ্যাকসিন (COVID-19 vaccine) ডোজ 100 কোটি পেরিয়ে গেল ৷ বৃহস্পতিবার সকালে এই মাইলফলকের পর উচ্ছ্বসিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) টুইট করে জানিয়েছেন, 1 বিলিয়ন ডোজ সম্পূর্ণ হল ৷ দূরদর্শী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বের ফল এটা ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, দেশের 75% যোগ্য প্রাপ্তবয়স্করা অন্ততপক্ষে প্রথম ডোজ পেয়েছেন আর প্রায় 31% ভ্যাকসিনের 2 ডোজই নিয়েছেন ৷ এ বছর 16 জানুয়ারি দেশজুড়ে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল ৷ 2 ফেব্রুয়ারি ফ্রন্টলাইন কর্মীদের (FLWs) ভ্যাকসিন দেওয়া শুরু হয় ৷ 100 কোটি ছুঁতে 276 দিন সময় লাগল ৷

টুইট করেছেন প্রধানমন্ত্রীও ৷ তিনি টুইটে লেখেন, ভারত ইতিহাস তৈরি করল ৷ আমরা ভারতীয় বিজ্ঞান, উদ্যম এবং 130 কোটি ভারতীয়ের একসঙ্গে কাজ করার জয় দেখতে পাচ্ছি ৷ 100 কোটি ডোজ পেরিয় যাওয়ার জন্য ভারতকে শুভেচ্ছা ৷ আমাদের চিকিৎসক, নার্স এবং সবাই যাঁরা এই লক্ষ্যপূরণের জন্য কাজ করেছেন, তাঁদের সকলকে আমার শ্রদ্ধা জানাই ৷ আজ এই লক্ষ্যপূরণের পর স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে (Ram Manohar Lohia Hospital) যান ৷

  • India scripts history.

    We are witnessing the triumph of Indian science, enterprise and collective spirit of 130 crore Indians.

    Congrats India on crossing 100 crore vaccinations. Gratitude to our doctors, nurses and all those who worked to achieve this feat. #VaccineCentury

    — Narendra Modi (@narendramodi) October 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Corona in Bengal : উদ্বেগ বাড়িয়ে রাজ্যে দৈনিক সংক্রমণ সাড়ে আটশো পার

তবে দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 18 হাজার 454 জন ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 14 হাজার 623 ৷ এক লাফে প্রায় 4 হাজার মানুষ নতুন করে সংক্রামিত হয়েছেন ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 41 লক্ষ 27 হাজার 450 জন করোনা সংক্রামিত হলেন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) ৷

সুস্থতার সংখ্যাও কমেছে বেশ খানিকটা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 17 হাজার 561 জন ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 19 হাজার 446 ৷ এ পর্যন্ত মোট 3 কোটি 34 লক্ষ 95 হাজার 808 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.15% ৷

তবে সামান্য কমেছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 160 জন৷ তার আগের দিন 197 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছিলেন ৷ মৃত্যুর হার 1.33% ৷ সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা 1 লক্ষ 78 হাজার 831 ৷

আর দৈনিক সংক্রমণে কেরালা এখনও শীর্ষে ৷ গত 24 ঘণ্টায় দেশের মোট সংক্রামিত রোগীর মধ্যে শুধুমাত্রা এ রাজ্যেই আক্রান্ত হয়েছেন 11 হাজার 150 জন ৷ মারা গিয়েছেন 82 জন রোগী ৷

Last Updated : Oct 21, 2021, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.