ETV Bharat / bharat

Union Budget 2023: কর ছাড়ে আয়ের ঊর্ধ্বসীমা বেড়ে 7 লক্ষ, মধ্যবিত্তদের জন্য 'দরাজ দিল' নির্মলা

আয়করে ছাড়ের সীমা বেড়ে হল 7 লক্ষ টাকা (Income rebate limit increased to Rs 7 lakh)। একই সঙ্গে করদাতাদের জন্য একগুচ্ছ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 1, 2023, 12:47 PM IST

Updated : Feb 1, 2023, 6:14 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: বছরে 7 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় (Income rebate limit increased to Rs 7 lakh) । ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । প্রসঙ্গত, এর আগে আয়কর ছাড়ের সীমা ছিল সাড়ে 5 লক্ষ টাকা । সেই সীমা এবার বাড়িয়ে 7 লক্ষ টাকা করা হয়েছে ।

Union Budget 2023
একনজরে নয়া ব্যক্তিগত কর ব্যবস্থা

একনজরে নয়া ব্যক্তিগত কর ব্যবস্থা:

0 থেকে 3 লক্ষ টাকা: শূন্য

3 লক্ষ টাকা- 6 লক্ষ টাকা: 5%

6 লক্ষ টাকা- 9 লক্ষ টাকা: 10%

9 লক্ষ টাকা- 12 লক্ষ টাকা: 15%

12 লক্ষ টাকা- 15 লক্ষ টাকা: 20%

15 লক্ষের উপরে: 30%

বুধের এই বাজেটে মধ্যবিত্তের জন্য বরাদ্দ বেড়েছে (Union Budget 2023) । নয়া কর ব্যবস্থায় সর্বোচ্চ সারচার্জের হার 37% থেকে কমিয়ে 25% করা হয়েছে । ফলে সর্বোচ্চ করের হার 39% এ হ্রাস পাবে ।

আরও পড়ুন: রেলে রেকর্ড বরাদ্দ! 2.40 লক্ষ কোটি টাকার ঘোষণা নির্মলার

তিনি নয়া ঘোষণায় করদাতাদের জন্য 50,000 টাকা ছাড়ের অনুমতি দিয়েছেন (Standard deduction allowed under new Tax Regime) । যেখানে মূল্যায়নকারীরা তাদের বিনিয়োগে ছাড় দাবি করতে পারে না । 2020-21 সালে প্রবর্তিত রেয়াতি কর ব্যবস্থাও বদলেছেন অর্থমন্ত্রী । কর ছাড়ের সীমা 50,000 টাকা বাড়িয়ে 3 লাখ টাকা এবং স্ল্যাবের সংখ্যা কমিয়ে 5 করা হয়েছে ।

অর্থমন্ত্রী বলেন, "আমি স্ল্যাবের সংখ্যা কমিয়ে 5 এবং কর ছাড়ের সীমা বাড়িয়ে 3 লক্ষ টাকা করে কর কাঠামো পরিবর্তন করার প্রস্তাব করছি । সংশোধিত কর ব্যবস্থার অধীনে, 3 লক্ষ টাকা পর্যন্ত আয়ের জন্য কোনও কর ধার্য করা হবে না । 3-6 লক্ষ টাকার মধ্যে আয় 5 শতাংশ হারে কর দিতে হবে । 6-9 লক্ষ টাকায় 10 শতাংশ, 9-12 লক্ষ টাকায় 15 শতাংশ, 12-15 লক্ষ টাকা আয়ে 20 শতাংশ এবং 15 লক্ষ বা তার বেশি আয়ের উপর 30 শতাংশ কর দিতে হবে ।

আরও পড়ুন: মহিলা ও সিনিয়র সিটিজেনদের জন্য একগুচ্ছ ঘোষণা, মধ্যবিত্তের মন ছোঁয়ার চেষ্টা নির্মলার

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: বছরে 7 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় (Income rebate limit increased to Rs 7 lakh) । ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । প্রসঙ্গত, এর আগে আয়কর ছাড়ের সীমা ছিল সাড়ে 5 লক্ষ টাকা । সেই সীমা এবার বাড়িয়ে 7 লক্ষ টাকা করা হয়েছে ।

Union Budget 2023
একনজরে নয়া ব্যক্তিগত কর ব্যবস্থা

একনজরে নয়া ব্যক্তিগত কর ব্যবস্থা:

0 থেকে 3 লক্ষ টাকা: শূন্য

3 লক্ষ টাকা- 6 লক্ষ টাকা: 5%

6 লক্ষ টাকা- 9 লক্ষ টাকা: 10%

9 লক্ষ টাকা- 12 লক্ষ টাকা: 15%

12 লক্ষ টাকা- 15 লক্ষ টাকা: 20%

15 লক্ষের উপরে: 30%

বুধের এই বাজেটে মধ্যবিত্তের জন্য বরাদ্দ বেড়েছে (Union Budget 2023) । নয়া কর ব্যবস্থায় সর্বোচ্চ সারচার্জের হার 37% থেকে কমিয়ে 25% করা হয়েছে । ফলে সর্বোচ্চ করের হার 39% এ হ্রাস পাবে ।

আরও পড়ুন: রেলে রেকর্ড বরাদ্দ! 2.40 লক্ষ কোটি টাকার ঘোষণা নির্মলার

তিনি নয়া ঘোষণায় করদাতাদের জন্য 50,000 টাকা ছাড়ের অনুমতি দিয়েছেন (Standard deduction allowed under new Tax Regime) । যেখানে মূল্যায়নকারীরা তাদের বিনিয়োগে ছাড় দাবি করতে পারে না । 2020-21 সালে প্রবর্তিত রেয়াতি কর ব্যবস্থাও বদলেছেন অর্থমন্ত্রী । কর ছাড়ের সীমা 50,000 টাকা বাড়িয়ে 3 লাখ টাকা এবং স্ল্যাবের সংখ্যা কমিয়ে 5 করা হয়েছে ।

অর্থমন্ত্রী বলেন, "আমি স্ল্যাবের সংখ্যা কমিয়ে 5 এবং কর ছাড়ের সীমা বাড়িয়ে 3 লক্ষ টাকা করে কর কাঠামো পরিবর্তন করার প্রস্তাব করছি । সংশোধিত কর ব্যবস্থার অধীনে, 3 লক্ষ টাকা পর্যন্ত আয়ের জন্য কোনও কর ধার্য করা হবে না । 3-6 লক্ষ টাকার মধ্যে আয় 5 শতাংশ হারে কর দিতে হবে । 6-9 লক্ষ টাকায় 10 শতাংশ, 9-12 লক্ষ টাকায় 15 শতাংশ, 12-15 লক্ষ টাকা আয়ে 20 শতাংশ এবং 15 লক্ষ বা তার বেশি আয়ের উপর 30 শতাংশ কর দিতে হবে ।

আরও পড়ুন: মহিলা ও সিনিয়র সিটিজেনদের জন্য একগুচ্ছ ঘোষণা, মধ্যবিত্তের মন ছোঁয়ার চেষ্টা নির্মলার

Last Updated : Feb 1, 2023, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.