ETV Bharat / bharat

বিশ্বকাপ ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 'ফ্রি প্যালেস্তাইন' বার্তা! মাঠে ঢুকে বিরাটের কাঁধে হাত প্রতিবাদী যুবকের - প্রতিবাদী যুবকের

রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ফাইনাল ম্যাচ চলাকালীন খেলার মাঠেই দাবি উঠল স্বাধীন প্যালেস্তাইনের পক্ষে ৷ নিরাপত্তা ভেদ করে মাঠে ঠুকলেন যুবক ৷

ETV Bharat
ফ্রি প্যালেস্তাইন লেখা টিশার্ট পরে মাঠে প্রবেশ যুবকের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 4:20 PM IST

Updated : Nov 19, 2023, 6:02 PM IST

আমেদাবাদ, 19 নভেম্বর: আমেদাবাদে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এবার সাক্ষী থাকল রাজনৈতিক বার্তার ৷ রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতেই ফাইনাল ম্যাচ চলাকালীন খেলার মাঠেই দাবি উঠল স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের ও সেখানে বোমা বর্ষণ বন্ধ করার ৷ এদিন ম্যাচ চলাকালীন 14 তম ওভারে 'ফ্রি প্যালেস্তাইন' লেখা সাদা টিশার্ট পড়ে মাঠে ঠুকে পড়েন এক যুবক ৷ তখন ব্যট করছিলেন বিরাট কোহলি ৷ তাঁর কাঁধেও হাত রাখতে দেখা যায় ওই যুবককে ৷ আকস্মিক ঘটনার জন্য কয়েক সেকেন্ড বন্ধ থাকে খেলা ৷ যখন এই ঘটনা ঘটে তখন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ওই যুবককে পরে আটক করে পুলিশ ৷

ETV Bharat
মাঠে প্রতিবাদী যুবক

সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, ওই যুবক দাবি করেছেন তাঁর নাম জন ৷ তিনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন ৷ যুবকটি জানিয়েছেন, তিনি বিরাট কোহলির সঙ্গে দেখা করতে মাঠে গিয়েছিলেন ৷ তিনি প্যালেস্তাইনের পক্ষে ৷

ETV Bharat
মাঠে প্রতিবাদী যুবক

যুবকের পরণে যে টিশার্টটি ছিল তাতে সামনের দিকে লেখা ছিল, 'স্টপ বম্বিং প্যালেস্তাইন' ও পিছনের দিকে লেখা ছিল, 'ফ্রি প্যালেস্তাইন' ৷ যুবকটির মুখে ছিল প্যালেস্তাইনের পতাকার রঙে তৈরি কালো, সাদা, লাল, সবুজ মাস্ক ৷

  • #WATCH | Gujarat: The man who breached the security & entered the field during the India vs Australia Final match, says, "My name is John...I am from Australia. I entered (the field) to meet Virat Kohli. I support Palestine..." pic.twitter.com/5vrhkuJRnw

    — ANI (@ANI) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন এই আকস্মিক ঘটনার পর ওই যুবককে স্টেডিয়ামের বাইরে নিয়ে যাওয়া হয় ৷ বেরনোর সময় ওই যুবককে দর্শকদের উদ্দেশ্যে হাতের ইসারা করতেও দেখা যায় ৷ বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের দায়িত্বপ্রাপ্ত চ্যানেলে ওই সময়ের ঘটনাক্রম দেখানো না হলেও, উপস্থিত সংবাদমাধ্যমের ক্যামেরায় ওই ঘটনা ধরা পড়ে ৷ সোশাল মিডিয়াতেও তা দ্রুত শেয়ার হতে শুরু করে ৷

গাজার উপর ইজরায়েলের হামলা পেরিয়েছে 40 দিন ৷ মৃত্যু হয়েছে 11 হাজারের বেশি গাজাবাসীর ৷ মৃতদের প্রায় অর্ধেক শিশু ৷ জঙ্গি সংগঠন হামাসের 7 অক্টোবরের আক্রমণের বদলা নিতে এই সেনা অভিযান চালাচ্ছে ইজরায়েল ৷ ওই দিন ইজরায়েলে হামাসের হামলায় প্রায় 1400 জনের মৃ্ত্যু হয় ৷ জঙ্গিরা পণবন্দি করে নিয়ে যায় 250-এর বেশি মানুষকে ৷

আরও পড়ুন:

  1. ভারত-অস্ট্রেলিয়া মহারণ দেখতে গৌরীকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে বাদশা
  2. অধিনায়কত্ব পেয়েই বিশ্বকাপে ইতিহাস হিটম্যানের, পিছনে ফেললেন উইলিয়ামসনকে

আমেদাবাদ, 19 নভেম্বর: আমেদাবাদে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ এবার সাক্ষী থাকল রাজনৈতিক বার্তার ৷ রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতেই ফাইনাল ম্যাচ চলাকালীন খেলার মাঠেই দাবি উঠল স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রের ও সেখানে বোমা বর্ষণ বন্ধ করার ৷ এদিন ম্যাচ চলাকালীন 14 তম ওভারে 'ফ্রি প্যালেস্তাইন' লেখা সাদা টিশার্ট পড়ে মাঠে ঠুকে পড়েন এক যুবক ৷ তখন ব্যট করছিলেন বিরাট কোহলি ৷ তাঁর কাঁধেও হাত রাখতে দেখা যায় ওই যুবককে ৷ আকস্মিক ঘটনার জন্য কয়েক সেকেন্ড বন্ধ থাকে খেলা ৷ যখন এই ঘটনা ঘটে তখন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ওই যুবককে পরে আটক করে পুলিশ ৷

ETV Bharat
মাঠে প্রতিবাদী যুবক

সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, ওই যুবক দাবি করেছেন তাঁর নাম জন ৷ তিনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন ৷ যুবকটি জানিয়েছেন, তিনি বিরাট কোহলির সঙ্গে দেখা করতে মাঠে গিয়েছিলেন ৷ তিনি প্যালেস্তাইনের পক্ষে ৷

ETV Bharat
মাঠে প্রতিবাদী যুবক

যুবকের পরণে যে টিশার্টটি ছিল তাতে সামনের দিকে লেখা ছিল, 'স্টপ বম্বিং প্যালেস্তাইন' ও পিছনের দিকে লেখা ছিল, 'ফ্রি প্যালেস্তাইন' ৷ যুবকটির মুখে ছিল প্যালেস্তাইনের পতাকার রঙে তৈরি কালো, সাদা, লাল, সবুজ মাস্ক ৷

  • #WATCH | Gujarat: The man who breached the security & entered the field during the India vs Australia Final match, says, "My name is John...I am from Australia. I entered (the field) to meet Virat Kohli. I support Palestine..." pic.twitter.com/5vrhkuJRnw

    — ANI (@ANI) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন এই আকস্মিক ঘটনার পর ওই যুবককে স্টেডিয়ামের বাইরে নিয়ে যাওয়া হয় ৷ বেরনোর সময় ওই যুবককে দর্শকদের উদ্দেশ্যে হাতের ইসারা করতেও দেখা যায় ৷ বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের দায়িত্বপ্রাপ্ত চ্যানেলে ওই সময়ের ঘটনাক্রম দেখানো না হলেও, উপস্থিত সংবাদমাধ্যমের ক্যামেরায় ওই ঘটনা ধরা পড়ে ৷ সোশাল মিডিয়াতেও তা দ্রুত শেয়ার হতে শুরু করে ৷

গাজার উপর ইজরায়েলের হামলা পেরিয়েছে 40 দিন ৷ মৃত্যু হয়েছে 11 হাজারের বেশি গাজাবাসীর ৷ মৃতদের প্রায় অর্ধেক শিশু ৷ জঙ্গি সংগঠন হামাসের 7 অক্টোবরের আক্রমণের বদলা নিতে এই সেনা অভিযান চালাচ্ছে ইজরায়েল ৷ ওই দিন ইজরায়েলে হামাসের হামলায় প্রায় 1400 জনের মৃ্ত্যু হয় ৷ জঙ্গিরা পণবন্দি করে নিয়ে যায় 250-এর বেশি মানুষকে ৷

আরও পড়ুন:

  1. ভারত-অস্ট্রেলিয়া মহারণ দেখতে গৌরীকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে বাদশা
  2. অধিনায়কত্ব পেয়েই বিশ্বকাপে ইতিহাস হিটম্যানের, পিছনে ফেললেন উইলিয়ামসনকে
Last Updated : Nov 19, 2023, 6:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.