ETV Bharat / bharat

Lakhimpur : লখিমপুর কাণ্ডে মন্ত্রীর ছেলেকে গ্রেফতারের দাবিতে মৃত সাংবাদিকের বাড়িতে অনশনে সিধু - नवजोत सिंह सिद्धू

শুক্রবার লখিমপুরের হিংসায় মৃত সাংবাদিক রমন কাশ্যপের বাড়ি যান সিধু ৷ কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে ৷

Lakhimpur
লখিমপুর কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলেকে গ্রেফতারের দাবিতে অনশনে সিধু
author img

By

Published : Oct 8, 2021, 9:07 PM IST

লখিমপুর, 8 অক্টোবর : উত্তরপ্রদেশের লখিমপুরে গত রবিবার কৃষক মৃত্যু ও হিংসার ঘটনায় অন্যতম অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর টেনির ছেলে আশিস মিশ্র টেনিকে গ্রেফতারের দাবিতে অনশনে বসলেন পঞ্জাবের কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু ৷

শুক্রবার লখিমপুরের হিংসায় মৃত সাংবাদিক রমন কাশ্যপের বাড়ি যান সিধু ৷ কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে ৷ সেখানে গিয়ে তিনি জানান, যতক্ষণ না কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করা হচ্ছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ততক্ষণ তিনি অনশন চালাবেন ৷ এরপরেই তিনি ওই সাংবাদিকের বাড়িতে অনশনে বসে পড়েন ৷ এদিন প্রথমে, লখিমপুর পৌঁছে লখিমপুরের ঘটনায় মৃত লভপ্রীত নামে এক কৃষকের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন সিধু ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Case: লখিমপুর খেরি তদন্তে যোগী সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট

কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে রবিবার উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশের লখিমপুর ৷ উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যর কর্মসূচির প্রতিবাদে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা ৷ অভিযোগ, সেসময় আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র টেনি ৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় আরও বেশ কয়েকজনের ৷ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকরা, শুরু হয় অশান্তি ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি গাড়িতে ৷ এই ঘটনায় মোট 9 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ মৃতদের মধ্যে কমপক্ষে 4 জন কৃষক রয়েছেন বলে দাবি সংযুক্ত কিষাণ মোর্চার ৷

লখিমপুর, 8 অক্টোবর : উত্তরপ্রদেশের লখিমপুরে গত রবিবার কৃষক মৃত্যু ও হিংসার ঘটনায় অন্যতম অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর টেনির ছেলে আশিস মিশ্র টেনিকে গ্রেফতারের দাবিতে অনশনে বসলেন পঞ্জাবের কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু ৷

শুক্রবার লখিমপুরের হিংসায় মৃত সাংবাদিক রমন কাশ্যপের বাড়ি যান সিধু ৷ কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে ৷ সেখানে গিয়ে তিনি জানান, যতক্ষণ না কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করা হচ্ছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ততক্ষণ তিনি অনশন চালাবেন ৷ এরপরেই তিনি ওই সাংবাদিকের বাড়িতে অনশনে বসে পড়েন ৷ এদিন প্রথমে, লখিমপুর পৌঁছে লখিমপুরের ঘটনায় মৃত লভপ্রীত নামে এক কৃষকের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন সিধু ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Case: লখিমপুর খেরি তদন্তে যোগী সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট

কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের প্রতিবাদে রবিবার উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশের লখিমপুর ৷ উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যর কর্মসূচির প্রতিবাদে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা ৷ অভিযোগ, সেসময় আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র টেনি ৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় আরও বেশ কয়েকজনের ৷ এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষকরা, শুরু হয় অশান্তি ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি গাড়িতে ৷ এই ঘটনায় মোট 9 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ মৃতদের মধ্যে কমপক্ষে 4 জন কৃষক রয়েছেন বলে দাবি সংযুক্ত কিষাণ মোর্চার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.