নয়াদিল্লি, 18 জানুয়ারি: রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে বাকি আরও 4 দিন। তার আগে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত অনুষ্ঠান চলাকালীন কেমন থাকবে অযোধ্যার রাম মন্দির ও তার আশেপাশের এলাকার আবহাওয়া? এই সম্পর্কিত সমস্ত তথ্য জানানোর জন্য একটি বিশেষ ওয়েবপেজ চালু করল ভারতীয় মৌসম বিভাগ ৷
এই ওয়েবপেজে হিন্দি, ইংরেজি, উর্দু, চিনা, ফরাসি এবং স্প্যানিশের মতো দেশি-বিদেশী ভাষায় তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা এবং বাতাসের ধরণ-সহ আবহাওয়া সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে। শুধু অযোধ্যা, প্রয়াগরাজ, বারাণসী, লখনউ নয়, নয়াদিল্লির ও অন্য গুরুত্বপূর্ণ স্থানগুলির আবহাওয়ার তথ্যও এই ওয়েবপেজে থাকবে। সাতদিনের পূর্বাভাস এবং সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সম্বলিত একটি আবহাওয়ার বুলেটিন হিন্দি এবং ইংরেজি ভাষায় এই ওয়েবপেজে পাওয়া যাবে ।
মঙ্গলবার থেকে মহাসমারহে শুরু হয়ে গিয়েছে রামলালার অভিষেকের 7 দিনব্যাপী অনুষ্ঠান ৷ কাশী থেকে আসা 121 জন আচার্য এই অনুষ্ঠানগুলি পরিচালনা করছেন ৷ 16 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার হয়েছে প্রয়াসচিতা ও কর্মকুটি পুজো ৷ 17 জানুয়ারি অর্থাৎ বুধবার হয়েছে মূর্তি পরিসর প্রবেশ ৷ 18 জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধেতে হবে তীর্থ পুজো, জলযাত্রা এবং গান্ধাধিবাস ৷ 19 জানুয়ারি (শুক্রবার) সকালে হবে ঔষধধিবাস, কেশরাধিবাস, ঘৃতধিবাস ৷
20 জানুয়ারি( শনিবার) সকালে হবে শর্করাধিবাস, ফলধিবাস ৷ 21 জানুয়ারি (রবিবার) সকালে হবে মধ্যধিবাস, সন্ধেতে হবে শৈয়াধিবাস ৷ এই সাতদিনব্যাপী অনুষ্ঠানের শেষ হবে সোমবার ৷ নির্দিষ্ট মহরত মেনে ওই দিন হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ৷ উপস্থিত থাকবেন হাজারও বিশিষ্ট অতিথিরা ৷ 22 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের হাতে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপন করবেন রামলালাকে ৷ এখন সারাদেশের মানুষের নজর অযোধ্যার দিকে ৷ সকলেই জানতে চান কেমন থাকবে আবহাওয়া ৷ সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ এই নয়া ওয়েবপেজ চালু করল ৷
আরও পড়ুন:
লক্ষ্মীবারে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করল রামলালার মূর্তি
বোমা হুমকির পর নজিরবিহীন নিরাপত্তার চাদরে অযোধ্যার রাম মন্দির
হাতে আর 6 দিন, মন্দিরের গর্ভগৃহে বেদীর আনুষ্ঠানিক পুজো অযোধ্যায়