ETV Bharat / bharat

IMA:করোনার দ্বিতীয় ঢেউ প্রাণ কেড়েছে 719 চিকিৎসকের, জানাল আইএমএ - national demand day

আইএমএ সভাপতি চিকিৎসক জেএ জয়লাল বলেন, "বিগত দু’সপ্তাহ ধরে অসম, বিহার,পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটকসহ বিভিন্ন রাজ্যে ধারাবাহিকভাবে চিকিৎসকদের বিরুদ্ধে যে হিংসাত্মক কাজকর্ম চলছে তা খুবই দুঃখজনক ৷ বহু চিকিৎসক গুরুতর আহত ৷ এমনকি মহিলা চিকিৎসকরা কুরুচিকর মন্তব্য এবং শারীরিক আক্রমণের শিকার হচ্ছেন ৷"

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 13, 2021, 9:42 AM IST

নয়া দিল্লি, 13 জুন : করোনার দ্বিতীয় ঢেউয়ের থাবায় প্রাণ হারিয়েছেন 719 জন চিকিৎসক ৷ শনিবার এই তথ্য প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) ৷ আইএমএ-এর তরফ থেকে এদিন 18 জুন একটি প্রতিবাদ সভা আয়োজন করার কথাও বলা হয়েছে ৷ যারা চিকিৎসকদের গায়ে হাত তোলে, তাদের শাস্তি দিতে সরকারের তরফে কঠোর আইন প্রণয়নের দাবিতে এই প্রতিবাদ সভা করা হবে ৷

আইএমএ সভাপতি চিকিৎসক জেএ জয়লাল বলেন, "বিগত দু’সপ্তাহ ধরে অসম, বিহার,পশ্চিমবঙ্গ,উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটকসহ বিভিন্ন রাজ্যে ধারাবাহিকভাবে চিকিৎসকদের বিরুদ্ধে যে হিংসাত্মক কাজকর্ম চলছে তা খুবই দুঃখজনক ৷ বহু চিকিৎসক গুরুতর আহত ৷ এমনকি মহিলা চিকিৎসকরা কুরুচিকর মন্তব্য এবং শাররীরিক আক্রমণের শিকার হচ্ছেন ৷"

স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা রক্ষার জন্য আইএমএ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদোর কাছে আবেদন জানিয়েছে ৷ জয়লাল জানিয়েছেন, তাঁদের দাবি স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা আইন আইপিসি এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর-এর সঙ্গে প্রণয়ন করা হোক ৷ প্রতিটি হাসপাতালকে সুরক্ষিত এলাকা বলে ঘোষণা করা হোক ৷ এবং দোষীদের যেন দ্রুত শাস্তির ব্যবস্থা করা হয় ৷

আরও পড়ুন : হাতে 1.29 কোটি ডোজ, ব্যবহার হয়েছে মাত্র 22 লাখ !

15 জুন দ্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জাতীয় দাবি দিবসের (national demand day) আয়োজন করা হয়েছে ৷ এখানে চিকিৎসকদের প্রতি হিংসার বর্ণনা দিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে ৷ যোগ গুরু বাবা রামদেবের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তারা জানিয়েছে, বিষয়টি এখন আইনি পর্যালোচনার মধ্যে রয়েছে ৷

জয়লাল বলেন, "রামদেব এখন জনসমক্ষে বলেছেন চিকিৎসকরা ভগবান এবং তিনি নিজে টিকা নিতে যাবেন ৷ "

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে জয়লাল বলেন, "ধন্যবাদ প্রধানমন্ত্রীকে এটা স্পষ্ট করে দেওয়ার জন্য যে, যাঁরা টিকাকরণের বিরোধিতা করছেন তাঁরা দেশের ক্ষতি করছেন ৷ " প্রসঙ্গত, কিছুদিন আগেই বাবা রামদেব বলেছিলেন, ভারতের অ্যালোপ্যাথিক চিকিৎসকরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বহু মানুষের প্রাণ নিয়েছে ৷ এই মন্তব্যকে ঘিরে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয় ৷

নয়া দিল্লি, 13 জুন : করোনার দ্বিতীয় ঢেউয়ের থাবায় প্রাণ হারিয়েছেন 719 জন চিকিৎসক ৷ শনিবার এই তথ্য প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) ৷ আইএমএ-এর তরফ থেকে এদিন 18 জুন একটি প্রতিবাদ সভা আয়োজন করার কথাও বলা হয়েছে ৷ যারা চিকিৎসকদের গায়ে হাত তোলে, তাদের শাস্তি দিতে সরকারের তরফে কঠোর আইন প্রণয়নের দাবিতে এই প্রতিবাদ সভা করা হবে ৷

আইএমএ সভাপতি চিকিৎসক জেএ জয়লাল বলেন, "বিগত দু’সপ্তাহ ধরে অসম, বিহার,পশ্চিমবঙ্গ,উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটকসহ বিভিন্ন রাজ্যে ধারাবাহিকভাবে চিকিৎসকদের বিরুদ্ধে যে হিংসাত্মক কাজকর্ম চলছে তা খুবই দুঃখজনক ৷ বহু চিকিৎসক গুরুতর আহত ৷ এমনকি মহিলা চিকিৎসকরা কুরুচিকর মন্তব্য এবং শাররীরিক আক্রমণের শিকার হচ্ছেন ৷"

স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা রক্ষার জন্য আইএমএ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদোর কাছে আবেদন জানিয়েছে ৷ জয়লাল জানিয়েছেন, তাঁদের দাবি স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা আইন আইপিসি এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর-এর সঙ্গে প্রণয়ন করা হোক ৷ প্রতিটি হাসপাতালকে সুরক্ষিত এলাকা বলে ঘোষণা করা হোক ৷ এবং দোষীদের যেন দ্রুত শাস্তির ব্যবস্থা করা হয় ৷

আরও পড়ুন : হাতে 1.29 কোটি ডোজ, ব্যবহার হয়েছে মাত্র 22 লাখ !

15 জুন দ্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জাতীয় দাবি দিবসের (national demand day) আয়োজন করা হয়েছে ৷ এখানে চিকিৎসকদের প্রতি হিংসার বর্ণনা দিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে ৷ যোগ গুরু বাবা রামদেবের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তারা জানিয়েছে, বিষয়টি এখন আইনি পর্যালোচনার মধ্যে রয়েছে ৷

জয়লাল বলেন, "রামদেব এখন জনসমক্ষে বলেছেন চিকিৎসকরা ভগবান এবং তিনি নিজে টিকা নিতে যাবেন ৷ "

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে জয়লাল বলেন, "ধন্যবাদ প্রধানমন্ত্রীকে এটা স্পষ্ট করে দেওয়ার জন্য যে, যাঁরা টিকাকরণের বিরোধিতা করছেন তাঁরা দেশের ক্ষতি করছেন ৷ " প্রসঙ্গত, কিছুদিন আগেই বাবা রামদেব বলেছিলেন, ভারতের অ্যালোপ্যাথিক চিকিৎসকরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বহু মানুষের প্রাণ নিয়েছে ৷ এই মন্তব্যকে ঘিরে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.