ETV Bharat / bharat

IMA:করোনার দ্বিতীয় ঢেউ প্রাণ কেড়েছে 719 চিকিৎসকের, জানাল আইএমএ

আইএমএ সভাপতি চিকিৎসক জেএ জয়লাল বলেন, "বিগত দু’সপ্তাহ ধরে অসম, বিহার,পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটকসহ বিভিন্ন রাজ্যে ধারাবাহিকভাবে চিকিৎসকদের বিরুদ্ধে যে হিংসাত্মক কাজকর্ম চলছে তা খুবই দুঃখজনক ৷ বহু চিকিৎসক গুরুতর আহত ৷ এমনকি মহিলা চিকিৎসকরা কুরুচিকর মন্তব্য এবং শারীরিক আক্রমণের শিকার হচ্ছেন ৷"

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 13, 2021, 9:42 AM IST

নয়া দিল্লি, 13 জুন : করোনার দ্বিতীয় ঢেউয়ের থাবায় প্রাণ হারিয়েছেন 719 জন চিকিৎসক ৷ শনিবার এই তথ্য প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) ৷ আইএমএ-এর তরফ থেকে এদিন 18 জুন একটি প্রতিবাদ সভা আয়োজন করার কথাও বলা হয়েছে ৷ যারা চিকিৎসকদের গায়ে হাত তোলে, তাদের শাস্তি দিতে সরকারের তরফে কঠোর আইন প্রণয়নের দাবিতে এই প্রতিবাদ সভা করা হবে ৷

আইএমএ সভাপতি চিকিৎসক জেএ জয়লাল বলেন, "বিগত দু’সপ্তাহ ধরে অসম, বিহার,পশ্চিমবঙ্গ,উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটকসহ বিভিন্ন রাজ্যে ধারাবাহিকভাবে চিকিৎসকদের বিরুদ্ধে যে হিংসাত্মক কাজকর্ম চলছে তা খুবই দুঃখজনক ৷ বহু চিকিৎসক গুরুতর আহত ৷ এমনকি মহিলা চিকিৎসকরা কুরুচিকর মন্তব্য এবং শাররীরিক আক্রমণের শিকার হচ্ছেন ৷"

স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা রক্ষার জন্য আইএমএ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদোর কাছে আবেদন জানিয়েছে ৷ জয়লাল জানিয়েছেন, তাঁদের দাবি স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা আইন আইপিসি এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর-এর সঙ্গে প্রণয়ন করা হোক ৷ প্রতিটি হাসপাতালকে সুরক্ষিত এলাকা বলে ঘোষণা করা হোক ৷ এবং দোষীদের যেন দ্রুত শাস্তির ব্যবস্থা করা হয় ৷

আরও পড়ুন : হাতে 1.29 কোটি ডোজ, ব্যবহার হয়েছে মাত্র 22 লাখ !

15 জুন দ্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জাতীয় দাবি দিবসের (national demand day) আয়োজন করা হয়েছে ৷ এখানে চিকিৎসকদের প্রতি হিংসার বর্ণনা দিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে ৷ যোগ গুরু বাবা রামদেবের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তারা জানিয়েছে, বিষয়টি এখন আইনি পর্যালোচনার মধ্যে রয়েছে ৷

জয়লাল বলেন, "রামদেব এখন জনসমক্ষে বলেছেন চিকিৎসকরা ভগবান এবং তিনি নিজে টিকা নিতে যাবেন ৷ "

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে জয়লাল বলেন, "ধন্যবাদ প্রধানমন্ত্রীকে এটা স্পষ্ট করে দেওয়ার জন্য যে, যাঁরা টিকাকরণের বিরোধিতা করছেন তাঁরা দেশের ক্ষতি করছেন ৷ " প্রসঙ্গত, কিছুদিন আগেই বাবা রামদেব বলেছিলেন, ভারতের অ্যালোপ্যাথিক চিকিৎসকরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বহু মানুষের প্রাণ নিয়েছে ৷ এই মন্তব্যকে ঘিরে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয় ৷

নয়া দিল্লি, 13 জুন : করোনার দ্বিতীয় ঢেউয়ের থাবায় প্রাণ হারিয়েছেন 719 জন চিকিৎসক ৷ শনিবার এই তথ্য প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) ৷ আইএমএ-এর তরফ থেকে এদিন 18 জুন একটি প্রতিবাদ সভা আয়োজন করার কথাও বলা হয়েছে ৷ যারা চিকিৎসকদের গায়ে হাত তোলে, তাদের শাস্তি দিতে সরকারের তরফে কঠোর আইন প্রণয়নের দাবিতে এই প্রতিবাদ সভা করা হবে ৷

আইএমএ সভাপতি চিকিৎসক জেএ জয়লাল বলেন, "বিগত দু’সপ্তাহ ধরে অসম, বিহার,পশ্চিমবঙ্গ,উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটকসহ বিভিন্ন রাজ্যে ধারাবাহিকভাবে চিকিৎসকদের বিরুদ্ধে যে হিংসাত্মক কাজকর্ম চলছে তা খুবই দুঃখজনক ৷ বহু চিকিৎসক গুরুতর আহত ৷ এমনকি মহিলা চিকিৎসকরা কুরুচিকর মন্তব্য এবং শাররীরিক আক্রমণের শিকার হচ্ছেন ৷"

স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা রক্ষার জন্য আইএমএ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদোর কাছে আবেদন জানিয়েছে ৷ জয়লাল জানিয়েছেন, তাঁদের দাবি স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা আইন আইপিসি এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর-এর সঙ্গে প্রণয়ন করা হোক ৷ প্রতিটি হাসপাতালকে সুরক্ষিত এলাকা বলে ঘোষণা করা হোক ৷ এবং দোষীদের যেন দ্রুত শাস্তির ব্যবস্থা করা হয় ৷

আরও পড়ুন : হাতে 1.29 কোটি ডোজ, ব্যবহার হয়েছে মাত্র 22 লাখ !

15 জুন দ্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জাতীয় দাবি দিবসের (national demand day) আয়োজন করা হয়েছে ৷ এখানে চিকিৎসকদের প্রতি হিংসার বর্ণনা দিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে ৷ যোগ গুরু বাবা রামদেবের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তারা জানিয়েছে, বিষয়টি এখন আইনি পর্যালোচনার মধ্যে রয়েছে ৷

জয়লাল বলেন, "রামদেব এখন জনসমক্ষে বলেছেন চিকিৎসকরা ভগবান এবং তিনি নিজে টিকা নিতে যাবেন ৷ "

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে জয়লাল বলেন, "ধন্যবাদ প্রধানমন্ত্রীকে এটা স্পষ্ট করে দেওয়ার জন্য যে, যাঁরা টিকাকরণের বিরোধিতা করছেন তাঁরা দেশের ক্ষতি করছেন ৷ " প্রসঙ্গত, কিছুদিন আগেই বাবা রামদেব বলেছিলেন, ভারতের অ্যালোপ্যাথিক চিকিৎসকরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বহু মানুষের প্রাণ নিয়েছে ৷ এই মন্তব্যকে ঘিরে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.