ETV Bharat / bharat

Student Died by Suicide at IIT Bombay: হস্টেলের 7 তলা থেকে ঝাঁপ ছাত্রের, পুলিশের অনুমান আত্মহত্যা - হস্টেলের 7 তলা থেকে ঝাঁপ ছাত্রের

হস্টেলের সাত তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে ছাত্রের আত্মহত্যার ঘটনায় (Student Died by Suicide) চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বই আইআইটিতে ৷

ETV Bharat
মুম্বই আইআইটির ছাত্রের আত্মহত্যা
author img

By

Published : Feb 13, 2023, 12:31 PM IST

মুম্বই (মহারাষ্ট্র), 13 ফেব্রুয়ারি: হস্টেলের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে ছাত্রের আত্মহত্যা ৷ পুলিশ জানিয়েছে, আইআইটি মুম্বইয়ের ওই ছাত্রের নাম দর্শন সোলাঙ্কি (18)৷ গুজরাতের আমেদাবাদের বাসিন্দা তিনি ৷ মুম্বইয়ের পাওয়াই এলাকায় অবস্থিত আইআইটি মুম্বই ক্যাম্পাসের বি-টেক মেকানিক্যাল প্রোগ্রামের প্রথম বর্ষের ছাত্র ছিলেন ৷

মাত্র তিনমাস আগে এই নামী প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন দর্শন ৷ রবিবার আইআইটির হস্টেলের সাত তলা থেকে ঝাঁপ দেন তিনি ৷ এখনও পর্যন্ত তাঁর এহেন পদক্ষেপ নেওয়ার কারণ খুঁজে পাওয়া যায়নি ৷ এদিকে প্রথম বর্ষের ছাত্রের আত্মহত্যায় চাঞ্চল্য ছড়ায় ক্যাম্পাসে ৷ তাঁর হস্টেলের ঘর থেকে কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি ৷ পুলিশ ক্যাম্পাসে ঢুকে ঘটনাস্থল পরিদর্শন করে অনুমান করে যে, ছাত্রটি হস্টেলের সাত তলায় এক পরিত্যক্ত জায়গা যেখানে কেউ যায় না সেখান থেকে লাফ দিয়েছে ৷ যার ফলে কারোর চোখেও পড়েনি বিষয়টি ৷

ঘটনায় দুর্ঘটনাবশত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ৷ হস্টেলের নিরাপত্তারক্ষীরা প্রথমে মৃত ছাত্রের দেহ দেখতে পান ৷ বিষয়টি ছাত্রের পরিবারকে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ৷ পুলিশ জানিয়েছে, ছাত্রের মৃত্যুর প্রকৃত কারণ জানতে আরও তদন্ত চলবে ৷ পুলিশ এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সব দিক থেকে বিষয়টি খতিয়ে দেখছে ৷

আরও পড়ুন : রাজস্থানে বহুতল থেকে পড়ে মৃত্যু বাঙালি পড়ুয়ার

মুম্বই (মহারাষ্ট্র), 13 ফেব্রুয়ারি: হস্টেলের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে ছাত্রের আত্মহত্যা ৷ পুলিশ জানিয়েছে, আইআইটি মুম্বইয়ের ওই ছাত্রের নাম দর্শন সোলাঙ্কি (18)৷ গুজরাতের আমেদাবাদের বাসিন্দা তিনি ৷ মুম্বইয়ের পাওয়াই এলাকায় অবস্থিত আইআইটি মুম্বই ক্যাম্পাসের বি-টেক মেকানিক্যাল প্রোগ্রামের প্রথম বর্ষের ছাত্র ছিলেন ৷

মাত্র তিনমাস আগে এই নামী প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন দর্শন ৷ রবিবার আইআইটির হস্টেলের সাত তলা থেকে ঝাঁপ দেন তিনি ৷ এখনও পর্যন্ত তাঁর এহেন পদক্ষেপ নেওয়ার কারণ খুঁজে পাওয়া যায়নি ৷ এদিকে প্রথম বর্ষের ছাত্রের আত্মহত্যায় চাঞ্চল্য ছড়ায় ক্যাম্পাসে ৷ তাঁর হস্টেলের ঘর থেকে কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি ৷ পুলিশ ক্যাম্পাসে ঢুকে ঘটনাস্থল পরিদর্শন করে অনুমান করে যে, ছাত্রটি হস্টেলের সাত তলায় এক পরিত্যক্ত জায়গা যেখানে কেউ যায় না সেখান থেকে লাফ দিয়েছে ৷ যার ফলে কারোর চোখেও পড়েনি বিষয়টি ৷

ঘটনায় দুর্ঘটনাবশত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ৷ হস্টেলের নিরাপত্তারক্ষীরা প্রথমে মৃত ছাত্রের দেহ দেখতে পান ৷ বিষয়টি ছাত্রের পরিবারকে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ৷ পুলিশ জানিয়েছে, ছাত্রের মৃত্যুর প্রকৃত কারণ জানতে আরও তদন্ত চলবে ৷ পুলিশ এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সব দিক থেকে বিষয়টি খতিয়ে দেখছে ৷

আরও পড়ুন : রাজস্থানে বহুতল থেকে পড়ে মৃত্যু বাঙালি পড়ুয়ার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.