ETV Bharat / bharat

Kharge Targets PM Modi: বন্ধু বলেই এই হারে সম্পদ বেড়েছে আদানির ? মোদিকে মৌনীবাবা বলে তীব্র কটাক্ষ খাড়গের

author img

By

Published : Feb 8, 2023, 3:27 PM IST

প্রধানমন্ত্রীর বন্ধু বলেই এই হারে সম্পদ বেড়েছে আদানির ? রাজ্যসভায় এই প্রশ্ন তুললেন মল্লিকার্জুন খাড়গে (Kharge Targets PM Modi)৷ এ দিন নরেন্দ্র মোদিকে মৌনীবাবা বলেও কটাক্ষ করেন তিনি (Mallikarjun Kharge in Rajya Sabha)৷

Mallikarjun Kharge ETV Bharat
মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে 'বন্ধুত্ব'-এর কারণেই কি চড়চড় করে বেড়েছে গৌতম আদানির সম্পদ ? বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Kharge Targets PM Modi) বুধবার সংসদের উচ্চকক্ষে এই প্রশ্ন তোলায় বাকযুদ্ধ বাঁধল সরকারপক্ষ ও বিরোধী সাংসদদের মধ্যে ।

প্রধানমন্ত্রীকে নিশানা খাড়গের: রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবের বিতর্কের সময় খাড়গে (Mallikarjun Kharge in Rajya Sabha) বলেন, "প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠ বন্ধুদের একজনের সম্পদ 2.5 বছরে 13 গুণ বেড়েছে । 2014 সালে তা 50,000 কোটি টাকা ছিল, যেখানে 2019 সালে তা 1 লাখ কোটি টাকা হয়ে গিয়েছে । কী এমন জাদু হল যে, হঠাৎ দুই বছরে 12 লাখ কোটি টাকার সম্পদ চলে এল ? এটা কি বন্ধুত্বের অনুগ্রহের কারণে ?"

যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি: আদানি-হিন্ডেনবার্গ বিতর্কে একটি যৌথ সংসদীয় কমিটির দ্বারা তদন্তের (JPC probe into Adani-Hindenburg issue) দাবি করে খাড়গে এ দিন বলেন যে, "প্রধানমন্ত্রী যদি নির্ভীক হন, তাহলে আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্তে তিনি কেন ভয় পাবেন ।"

আরও পড়ুন: 'প্রধানমন্ত্রী মোদি' কখনও আদানির বিমানে চড়েননি, রাহুলকে কড়া জবাব বিজেপি সাংসদের

খাড়গেকে পালটা জবাব সরকার পক্ষের সাংসদদের: এই মন্তব্যের পর রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় খাড়গেকে তাঁর অভিযোগ প্রমাণ করার জন্য অনুরোধ করেন ৷ হাউসের টেবিলে নথি জমা দিয়ে তাঁর বক্তব্যের প্রমাণ দিতে বলেন তিনি । চেয়ারম্যান বলেন, হাউস ইচ্ছেমতো তথ্য প্রকাশের প্ল্যাটফর্ম হতে পারে না ৷ ট্রেজারি বেঞ্চগুলিও প্রধানমন্ত্রীকে নিয়ে তাঁর মন্তব্যের জন্য খাড়গেকে আক্রমণ করতে শুরু করে । যদিও কংগ্রেস সাংসদরা দাবি করে চলেন যে, খাড়গে শুধু একটি "মূল্যায়ন করেছেন এবং কোনও অভিযোগ নয় ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে, বিরোধীরা বারবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে "সূক্ষ্মভাবে এবং প্রকাশ্যে" আঙুল তুলছেন ।

দেশবিরোধী বলায় জবাব খাড়গের: আদানি গোষ্ঠীর বিষয়ে হিন্ডেনবার্গের প্রতিবেদন নিয়ে খাড়গের প্রতিক্রিয়ায় রাজ্যসভার নেতা পীযূষ গোয়েল বলেন, "তারা (কংগ্রেস) ভিত্তিহীন বিদেশি প্রতিবেদনের উপর তাদের মন্তব্য করছে । কংগ্রেস এটিই করে থাকে ।" তাঁর মন্তব্যকে দেশবিরোধী বলায় পালটা জবাব দেন খাড়গেও । তিনি বলেন, "সত্যি কথা বললে, সেটা কি দেশবিরোধী ? আমি দেশবিরোধী নই । আমি এখানকার যে কারও থেকে বেশি দেশপ্রেমিক । আমি ভূমিপুত্র... তুমি দেশকে লুট করে আমাকে বলছ যে আমি দেশবিরোধী ৷"

'প্রধানমন্ত্রী মৌনী বাবা': এরপর প্রধানমন্ত্রীকে ফের কটাক্ষ করে খড়গে বলেন, "প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন আপনি কেন নীরব ? আপনি সবাইকে ভয় দেখান, কেন তাদের ভয় দেখান না ? আপনি যদি তাদের দিকে একবার তাকান, তাহলে তারা টিকিট না পাওয়ার ভয়ে চুপ করে থাকবেন । কিন্তু আপনি মৌনী বাবা হয়েই আছেন ৷"

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে 'বন্ধুত্ব'-এর কারণেই কি চড়চড় করে বেড়েছে গৌতম আদানির সম্পদ ? বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Kharge Targets PM Modi) বুধবার সংসদের উচ্চকক্ষে এই প্রশ্ন তোলায় বাকযুদ্ধ বাঁধল সরকারপক্ষ ও বিরোধী সাংসদদের মধ্যে ।

প্রধানমন্ত্রীকে নিশানা খাড়গের: রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবের বিতর্কের সময় খাড়গে (Mallikarjun Kharge in Rajya Sabha) বলেন, "প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠ বন্ধুদের একজনের সম্পদ 2.5 বছরে 13 গুণ বেড়েছে । 2014 সালে তা 50,000 কোটি টাকা ছিল, যেখানে 2019 সালে তা 1 লাখ কোটি টাকা হয়ে গিয়েছে । কী এমন জাদু হল যে, হঠাৎ দুই বছরে 12 লাখ কোটি টাকার সম্পদ চলে এল ? এটা কি বন্ধুত্বের অনুগ্রহের কারণে ?"

যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি: আদানি-হিন্ডেনবার্গ বিতর্কে একটি যৌথ সংসদীয় কমিটির দ্বারা তদন্তের (JPC probe into Adani-Hindenburg issue) দাবি করে খাড়গে এ দিন বলেন যে, "প্রধানমন্ত্রী যদি নির্ভীক হন, তাহলে আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির তদন্তে তিনি কেন ভয় পাবেন ।"

আরও পড়ুন: 'প্রধানমন্ত্রী মোদি' কখনও আদানির বিমানে চড়েননি, রাহুলকে কড়া জবাব বিজেপি সাংসদের

খাড়গেকে পালটা জবাব সরকার পক্ষের সাংসদদের: এই মন্তব্যের পর রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় খাড়গেকে তাঁর অভিযোগ প্রমাণ করার জন্য অনুরোধ করেন ৷ হাউসের টেবিলে নথি জমা দিয়ে তাঁর বক্তব্যের প্রমাণ দিতে বলেন তিনি । চেয়ারম্যান বলেন, হাউস ইচ্ছেমতো তথ্য প্রকাশের প্ল্যাটফর্ম হতে পারে না ৷ ট্রেজারি বেঞ্চগুলিও প্রধানমন্ত্রীকে নিয়ে তাঁর মন্তব্যের জন্য খাড়গেকে আক্রমণ করতে শুরু করে । যদিও কংগ্রেস সাংসদরা দাবি করে চলেন যে, খাড়গে শুধু একটি "মূল্যায়ন করেছেন এবং কোনও অভিযোগ নয় ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে, বিরোধীরা বারবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে "সূক্ষ্মভাবে এবং প্রকাশ্যে" আঙুল তুলছেন ।

দেশবিরোধী বলায় জবাব খাড়গের: আদানি গোষ্ঠীর বিষয়ে হিন্ডেনবার্গের প্রতিবেদন নিয়ে খাড়গের প্রতিক্রিয়ায় রাজ্যসভার নেতা পীযূষ গোয়েল বলেন, "তারা (কংগ্রেস) ভিত্তিহীন বিদেশি প্রতিবেদনের উপর তাদের মন্তব্য করছে । কংগ্রেস এটিই করে থাকে ।" তাঁর মন্তব্যকে দেশবিরোধী বলায় পালটা জবাব দেন খাড়গেও । তিনি বলেন, "সত্যি কথা বললে, সেটা কি দেশবিরোধী ? আমি দেশবিরোধী নই । আমি এখানকার যে কারও থেকে বেশি দেশপ্রেমিক । আমি ভূমিপুত্র... তুমি দেশকে লুট করে আমাকে বলছ যে আমি দেশবিরোধী ৷"

'প্রধানমন্ত্রী মৌনী বাবা': এরপর প্রধানমন্ত্রীকে ফের কটাক্ষ করে খড়গে বলেন, "প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন আপনি কেন নীরব ? আপনি সবাইকে ভয় দেখান, কেন তাদের ভয় দেখান না ? আপনি যদি তাদের দিকে একবার তাকান, তাহলে তারা টিকিট না পাওয়ার ভয়ে চুপ করে থাকবেন । কিন্তু আপনি মৌনী বাবা হয়েই আছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.