নয়াদিল্লি, 17 মে : করোনা চিকিৎসায় কার্যকর হচ্ছে না প্লাজ়মা থেরাপি ৷ প্লাজ়মা থেরাপি প্রয়োগ করে করোনায় আক্রান্তদের শারীরিক অবস্থার অবনতি হওয়া বা মৃত্যু বন্ধ করা যাচ্ছে না ৷ এই পরিস্থিতিতে প্রাপ্তবয়স্ক করোনা রোগীদের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনস থেকে বাদ দেওয়া হল প্লাজ়মা থেরাপি ৷ আইসিএমআর সূত্রে এমনটাই জানা যাচ্ছে ৷
গত সপ্তাহেই এক বৈঠকে আইসিএমআর ও করোনার জন্য গঠিত ন্যাশনাল টাস্ক ফোর্সের বৈঠকে প্রত্যেক সদস্যই কনভ্যালেসেন্ট প্লাজ়মার ব্যবহার বন্ধ করার পক্ষে মত দিয়েছিলেন ৷ তাঁদের মতে, প্লাজ়মা থেরাপি কার্যকর হচ্ছে না প্রাপ্তবয়স্ক করোনা রোগীদের ক্ষেত্রে এবং অনেকক্ষেত্রেই ভুলভাবে ব্যবহার হচ্ছে ৷
আইসিএমআরের তরফে দ্রুত এই বিষয়ে উপদেশবার্তা জারি করা হবে বলে জানানো হয়েছে ৷ উল্লেখ্য, মার্চ মাসে করোনার ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনসে প্লাজ়মা থেরাপিকে যুক্ত করেছিল স্বাস্থ্যমন্ত্রক ৷