নয়াদিল্লি, 30 অগস্ট: আগামী সপ্তাহের শেষে অনুষ্ঠিত হতে যাওয়া জি-20 শীর্ষ সম্মেলনের কথা মাথায় রেখে প্রস্তুত থাকছে ভারতীয় বায়ুসেনাও ৷ বায়ুসেনা বাহিনী সতর্কতা ব্যবস্থার ক্ষেত্রে রাফাল-সহ যুদ্ধবিমানগুলিকে প্রস্তুত রাখছে ৷ একই সঙ্গে, গুরুত্বপূর্ণ স্থানে নয়া বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও রাখছে তারা ৷ নিরাপত্তার ক্ষেত্রে কোনও রকম আপস করতে নারাজ নয়াদিল্লি ৷ আর সেকারণেই দিল্লির আকাশসীমা যাতে সুরক্ষিত থাকে তার জন্য ইতিমধ্যেই উচ্চপর্যায়ের বৈঠকও হয়েছে একপ্রস্থ।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনা যাবতীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে যে কোনও সম্ভাব্য বিমান হামলার বিরুদ্ধে সুরক্ষা দিতে বদ্ধপরিকর ৷ এর জন্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র-সহ কাউন্টার-ড্রোন সিস্টেমগুলিও রাজধানীতে স্থাপন করা হচ্ছে সেনার তরফে। দেশের উত্তরাঞ্চলের আশপাশে যে কোনও গতিবিধির উপর নজর রাখতে 'আকাশে চোখ'—এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম নিয়মিত সচল থাকবে বলেও জানা গিয়েছে। দেশীয় নজরদারি বিমান 'নেত্র'ও এলাকায় নিয়মিত নজরদারি চালাবে।
ওয়েস্টার্ন এয়ার কমান্ড এবং সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ডের দায়িত্বের ক্ষেত্র-সহ জাতীয় রাজধানী অঞ্চলের আশপাশে বেশ কয়েকটি বিমান ঘাঁটি অপারেশনাল রেডিনেস প্ল্যাটফর্ম মোডে প্রস্তুত থাকবে বলেও জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, জাপান, ফ্রান্স এবং জার্মানি-সহ দেশগুলির রাষ্ট্রপ্রধানরা এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ৷ সুতরাং হাই-প্রোফাইল এই বৈঠকে কোনও বাধা সৃষ্টি করার চেষ্টা করলে যাতে দ্রুত আটকানো যায় তার জন্যই বায়ুসেনাকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে খবর ৷
আরও পড়ুন: বহরে বাড়ছে 'ইন্ডিয়া', মুম্বইয়ে জোট বৈঠকে অংশ নিচ্ছে 28টি দল
কানাডা, যুক্তরাজ্য ও ইতালির প্রধানমন্ত্রীরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন। দিল্লির আকাশপথকে রক্ষা করার জন্য ভারতীয় বায়ুসেনার সারফেস এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমগুলি যে বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাগুলিকে সক্রিয় এবং মোতায়েন করেছে তার মধ্যে রয়েছে মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম যা 70-80 কিমি রেঞ্জের সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। আকাশ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমকে এমন এলাকায় নিয়ে যাওয়া হয়েছে যেখান থেকে এটি যে কোনও হামলা মোকাবিলা করতে পারবে।