নিউ দিল্লি, 31 মে : বিতর্ক চলছে ৷ কারণ যোগগুরু রামদেবের মনে রোজই কিছু না কিছু প্রশ্ন জাগছে ৷ এবার কোভিড-19 ভ্যাকসিনের উপযোগিতা কতটা, তা নিয়ে মন্তব্য করলেন তিনি ৷
কখনও বলেছেন, করোনা রোগীরা অক্সিজেনের অভাবে নয়, অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি, আর চিকিৎসকদের কারণে মারা যাচ্ছে ৷ এরপর অ্যালোপ্যাথি চিকিৎসকদের 25 টি প্রশ্ন করা ৷ তার উত্তরে উত্তরাখণ্ডে আইএমএ-র চিকিৎসকরা তাঁকে 1000 কোটি টাকার মানহানি মামলার নোটিস পাঠায় ৷ গতকাল আবার আমির খানের "সত্যমেব জয়তে" শোয়ের একটি ভিডিয়ো টুইটে পোস্ট করে বিতর্কে ঘি ঢেলেছিলেন ৷ এবার তাঁর লক্ষ্য কোভিড-19 ভ্যাকসিন ৷
আরও পড়ুন : আমিরের ভিডিয়ো দেখিয়ে 'মেডিক্যাল মাফিয়া'দের নয়া চ্যালেঞ্জ রামদেবের
তাঁর কথায়, "কয়েক দশক ধরে আমি যোগ আর আয়ুর্বেদ অভ্যাস করে চলেছি ৷ তাই আমার ভ্যাকসিন নেওয়ার কোনও দরকার নেই ৷ ভারত তো বটেই, এমনকি বিদেশেও 100 কোটির উপর মানুষ এই প্রাচীন পদ্ধতি মেনে চলছে ৷ একদিন এমন সময় আসবে, যখন সারা বিশ্বে সবাই আয়ুর্বেদকে গ্রহণ করবে ৷" তাঁর অভিযোগ, অ্যালোপ্যাথি চিকিৎসকরা পরিকল্পিত ভাবে এই প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতির উপকারিতার বিরুদ্ধে প্রচার চালাচ্ছে ৷
সম্প্রতি একটি ভিডিয়োতে অ্যালোপ্যাথি চিকিৎসাকে "বোকা বিজ্ঞান" বলতে দেখা যায় তাঁকে ৷ পরে আইএমএ আর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের চাপে নতি স্বীকার করেন ৷