তিরুবনন্তপুরম, 26 জুলাই: জেলা কালেক্টর পদ থেকে বদলি হলেন স্ত্রী, সেই পদে দায়িত্ব নিলেন স্বামী ৷ শেষদিনে বিদায়ী জেলা কালেক্টর দায়িত্ব অর্পণ করলেন নতুন কালেক্টরকে ৷ যিনি আদতে তাঁর স্বামী ৷ মঙ্গলবার এই ঘটনার সাক্ষী থাকল কেরলের আলাপুঝা জেলা ৷ এতদিন এই জেলার কালেক্টরের দায়িত্বে ছিলেন রেণু রাজ ৷ এদিন ছিল এই পদে তাঁর শেষ দিন ৷
রেণু রাজের জায়গায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন শ্রীরাম ভেঙ্কিটরমন (Husband takes over as Alappuzha collector from wife) ৷ যিনি সম্পর্কে রেণুর স্বামী ৷ এদিন স্ত্রী'র জায়গায় জেলার নতুন কালেক্টর পদে এলেন যুগ্ন-সচিব পদমর্যাদার শ্রীরাম ভেঙ্কিটরমন ৷ এদিন রেণু হাত মিলিয়ে দফতরে স্বাগত জানিয়ে স্বামীকে দায়িত্বভার অর্পণ করেন ৷
কিন্তু সরকারি দফতরের ভিতরে যখন এই দায়িত্ব হস্তান্তর পর্ব চলছে তখন, বাইরে চলছে বিক্ষোভ ৷ কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের নেতা-কর্মীরা এদিন বিক্ষোভ দেখান শ্রীরাম ভেঙ্কিটরমনের পদ খারিজের দাবিতে ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, এক গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত ভেঙ্কিটরমন ৷ গ্রেফতার হয়ে বেশকয়েকদিন সাসপেন্ডও হয়েছিলেন ৷ জানা গিয়েছে, 2019 সালে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক সাংবাদিকের ৷ সেই গাড়িতে ছিলেন শ্রীরাম ভেঙ্কিটরমন এবং তাঁর এক বন্ধু ৷ সেই মামলায় গ্রেফতার করা হয় ভেঙ্কিটরমনকে ৷ যদিও বর্তমানে তিনি জামিনে মুক্ত ৷
আরও পড়ুন: একসঙ্গে 5 সন্তানের জন্ম দিলেন মহিলা, হতবাক চিকিৎসকরাও
কেন এরকম গুরুতর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে এই দায়িত্ব দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ৷ একজন অভিযুক্ত কীভাবে জেলার মানুষের সমস্যা মেটাবেন সে প্রশ্ন তুলেছে তারা ৷