ETV Bharat / bharat

Husband killed Wife: যৌনমিলনে অসম্মতি, রাগে স্ত্রী'কে শ্বাসরোধ করে খুন 'গুণধর' স্বামীর ! - desire for sex

যৌনসঙ্গমে ইচ্ছা ছিল না স্ত্রী ৷ স্বামী জোর করায় বাধা ৷ এরপরেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুল করেছেন স্বামী ৷ প্রথমে অস্বীকার করলেও ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসায় গ্রেফতার অভিযুক্ত স্বামী ৷

Husband killed Wife
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 1, 2023, 10:33 PM IST

হায়দরাবাদ, 1 জুন: যৌনসঙ্গমে রাজি না-হওয়ার পরিণাম হল মারাত্মক ৷ ক্রোধে শ্বাসরোধ করে স্ত্রী'কে খুন করল স্বামী ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সাইদাবাদ এলাকায় ৷ ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে বুধবার গ্রেফতার করেছে সাইদাবাদ পুলিশ ৷ শোকের ছায়া পরিবারে ৷

নাগারকুর্নুল জেলার চারুকোন্ডা এলাকার অগ্রহারাম তান্ডার বাসিন্দা জাতাওয়াত তরুণ (24) এবং ঝাঁসি (20) একে অপরের প্রেমে পড়ে কয়েকবছর আগে ৷ 2021 সালে পরিবারের সম্মতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় দু'জনে ৷ এরপর আইএস সদন এলাকায় এসে তাঁরা বসতি স্থাপন করে ৷ জাতাওয়াত তরুণ পেশায় একজন অটোচালক। তাঁদের দু'বছরের একটি ছেলেও রয়েছে।

গত 16 এপ্রিল জাতাওয়াতের স্ত্রী ঝাঁসি কন্যাসন্তানের জন্ম দেন। অভিযুক্তের বয়ান অনুযায়ী জানা গিয়েছে, 20 মে মধ্যরাতে তরুণ তাঁর স্ত্রীর কাছে শারীরিক চাহিদার ইচ্ছেপ্রকাশ করে। কিন্তু সুস্থবোধ না-করায় ঝাঁসি অস্বীকার করেন যৌন মিলনে ৷ কিন্তু ঝাঁসির সঙ্গে জোর-জবরদস্তি করতে থাকেন স্বামী জাতাওয়াত ৷ স্বামীকে আটকাতে ঝাঁসি চিৎকার করার চেষ্টা করেন ৷

চিৎকার আটকাতে তরুণ তাঁর স্ত্রী'র মাথা ডান হাত দিয়ে বিছানার মধ্যে চেপে ধরে ৷ হাতের তালু দিয়ে বেশ কিছুক্ষণ ঝাঁসির নাক-মুখ বন্ধ করে রাখে ৷ এরপরেই ঝাঁসির শ্বাসকষ্ট শুরু হয় ৷ কিছুক্ষণের মধ্যেই ঝাঁসি অজ্ঞান হয়ে যান ৷ এই ঘটনায় কিছুটা হতচকিত হয়ে পড়ে তরুণ ৷ ঝাঁসির অজ্ঞান হওয়ার ঘটনাটি তড়িঘড়ি পরিবারের সদস্যদের জানায় সে ৷ নিস্তেজ ঝাঁসিকে নিয়ে যাওয়া হয় কাঞ্চনবাগের ওয়াইসি হাসপাতালে ৷ সেখানে চিকিৎসকরা ঝাঁসিকে মৃত বলে ঘোষণা করেন ৷

হাসপাতাল থেকেই খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ এসে ঝাঁসির দেহ ময়নাতদন্তে পাঠায় ৷ ঝাঁসির বাবা নেনাওয়াত রেখ্যার অভিযোগে ভিত্তিতে পুলিশ কেস ফাইল করে ৷ ঝাঁসির অজ্ঞান হওয়ার বিষয়ে পুলিশ তরুণকে সাময়িক জিজ্ঞাসাবাদ করলে তিনি দায়ভার অস্বীকার করেন ৷ তবে মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই সব আলোর মতো পরিষ্কার হয়ে যায় পুলিশ আধিকারিকদের কাছে ৷

আরও পড়ুন: মৃতদেহকে ধর্ষণ, কেন্দ্রকে আইন সংশোধন করতে বলল হাইকোর্ট

এরপরেই তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ৷ দীর্ঘ সময় পুলিশি জেরার মুখে পড়ে ভেঙে পড়ে তরুণ ৷ তারপরেই সেই রাতে ঠিক কী হয়েছিল, তার বিস্তারিত বিবরণ পুলিশকে জানায় তরুণ ৷ এই ঘটনায় বুধবার অভিযুক্ত জাতাওয়াত তরুণকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আপাতত পুলিশি হেফাজতেই রাখা হয়েছে অভিযুক্তকে ৷

হায়দরাবাদ, 1 জুন: যৌনসঙ্গমে রাজি না-হওয়ার পরিণাম হল মারাত্মক ৷ ক্রোধে শ্বাসরোধ করে স্ত্রী'কে খুন করল স্বামী ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সাইদাবাদ এলাকায় ৷ ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে বুধবার গ্রেফতার করেছে সাইদাবাদ পুলিশ ৷ শোকের ছায়া পরিবারে ৷

নাগারকুর্নুল জেলার চারুকোন্ডা এলাকার অগ্রহারাম তান্ডার বাসিন্দা জাতাওয়াত তরুণ (24) এবং ঝাঁসি (20) একে অপরের প্রেমে পড়ে কয়েকবছর আগে ৷ 2021 সালে পরিবারের সম্মতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় দু'জনে ৷ এরপর আইএস সদন এলাকায় এসে তাঁরা বসতি স্থাপন করে ৷ জাতাওয়াত তরুণ পেশায় একজন অটোচালক। তাঁদের দু'বছরের একটি ছেলেও রয়েছে।

গত 16 এপ্রিল জাতাওয়াতের স্ত্রী ঝাঁসি কন্যাসন্তানের জন্ম দেন। অভিযুক্তের বয়ান অনুযায়ী জানা গিয়েছে, 20 মে মধ্যরাতে তরুণ তাঁর স্ত্রীর কাছে শারীরিক চাহিদার ইচ্ছেপ্রকাশ করে। কিন্তু সুস্থবোধ না-করায় ঝাঁসি অস্বীকার করেন যৌন মিলনে ৷ কিন্তু ঝাঁসির সঙ্গে জোর-জবরদস্তি করতে থাকেন স্বামী জাতাওয়াত ৷ স্বামীকে আটকাতে ঝাঁসি চিৎকার করার চেষ্টা করেন ৷

চিৎকার আটকাতে তরুণ তাঁর স্ত্রী'র মাথা ডান হাত দিয়ে বিছানার মধ্যে চেপে ধরে ৷ হাতের তালু দিয়ে বেশ কিছুক্ষণ ঝাঁসির নাক-মুখ বন্ধ করে রাখে ৷ এরপরেই ঝাঁসির শ্বাসকষ্ট শুরু হয় ৷ কিছুক্ষণের মধ্যেই ঝাঁসি অজ্ঞান হয়ে যান ৷ এই ঘটনায় কিছুটা হতচকিত হয়ে পড়ে তরুণ ৷ ঝাঁসির অজ্ঞান হওয়ার ঘটনাটি তড়িঘড়ি পরিবারের সদস্যদের জানায় সে ৷ নিস্তেজ ঝাঁসিকে নিয়ে যাওয়া হয় কাঞ্চনবাগের ওয়াইসি হাসপাতালে ৷ সেখানে চিকিৎসকরা ঝাঁসিকে মৃত বলে ঘোষণা করেন ৷

হাসপাতাল থেকেই খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ এসে ঝাঁসির দেহ ময়নাতদন্তে পাঠায় ৷ ঝাঁসির বাবা নেনাওয়াত রেখ্যার অভিযোগে ভিত্তিতে পুলিশ কেস ফাইল করে ৷ ঝাঁসির অজ্ঞান হওয়ার বিষয়ে পুলিশ তরুণকে সাময়িক জিজ্ঞাসাবাদ করলে তিনি দায়ভার অস্বীকার করেন ৷ তবে মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই সব আলোর মতো পরিষ্কার হয়ে যায় পুলিশ আধিকারিকদের কাছে ৷

আরও পড়ুন: মৃতদেহকে ধর্ষণ, কেন্দ্রকে আইন সংশোধন করতে বলল হাইকোর্ট

এরপরেই তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ৷ দীর্ঘ সময় পুলিশি জেরার মুখে পড়ে ভেঙে পড়ে তরুণ ৷ তারপরেই সেই রাতে ঠিক কী হয়েছিল, তার বিস্তারিত বিবরণ পুলিশকে জানায় তরুণ ৷ এই ঘটনায় বুধবার অভিযুক্ত জাতাওয়াত তরুণকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আপাতত পুলিশি হেফাজতেই রাখা হয়েছে অভিযুক্তকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.