ETV Bharat / bharat

Husband Killed Wife: স্ত্রী-কে খুন করে দেহ জলের ব্যারেলে লুকিয়ে জঙ্গলে ফেলল স্বামী - স্ত্রীকে খুন করল স্বামী

বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে স্বামীকে সন্দেহ করতেন স্ত্রী ৷ এই নিয়ে ঝামেলা লেগেই থাকত দু'জনের মধ্যে ৷ 22 ফেব্রুয়ারি সেই ঝামেলা চরমে ওঠে ৷ যার জেরে স্ত্রী-র দেহ ব্যারেলে লুকিয়ে জঙ্গলে ফেলে এল অভিযুক্ত স্বামী (Crime in Karnataka)৷

ETV Bharat
অভিযুক্ত স্বামী
author img

By

Published : Feb 26, 2023, 11:01 PM IST

কারাওয়ার (কর্ণাটক), 26 ফেব্রুয়ারি: খুন করার পর স্ত্রী-র দেহ জলের খালি ব্যারেলে লুকিয়ে রাখল স্বামী (Husband Killed his Wife)৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কারাওয়ারে ৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় হালিওয়ালা ও রামনগর থানার পুলিশ ৷ ধৃতের নাম তুকারাম মাদিওয়ালা ৷ বাড়ি হালিয়াল তালুকের তেরগাঁও গ্রামে ৷

স্ত্রী শান্তাকুমারীর (38) সঙ্গে তেরগাঁও গ্রামে থাকতেন তুকারাম ৷ 22 ফেব্রুয়ারির রাতে অন্য মহিলার সঙ্গে সম্পর্কের সন্দেহে শান্তাকুমারীর সঙ্গে তুকারামের ঝগড়া হয় ৷ তুমুল ঝগড়া গড়ায় মারামারি পর্যন্ত ৷ তখনই স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে তুকারাম ৷ খুনের ঘটনা চাপা দিতে পরের দিন সকালে জলের একটা খালি ব্যারেলে স্ত্রী-র দেহ রেখে গাড়িতে করে বনে নিয়ে যায় অভিযুক্ত ৷

তারপর ড্রাইভার রিজওয়ান ও আলনাওয়ার সমীর পান্তোজির সাহায্যে তুকারাম রামনগর জঙ্গলে স্ত্রী-র দেহ ফেলে দিয়ে আসে ৷ স্থানীয়রা তুকারামকে ব্যারেল নিয়ে যাওয়ার সময় দেখে ফেলে ৷ তারপর তাদের মনে সন্দেহ হওয়াতে খবর দেয় পুলিশে ৷ এরপর ঘটনার তদন্তে নেমে অভিযান চালিয়ে তুকারামকে গ্রেফতার করে ৷ হালিওয়ালা ও রামনগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে ৷ বর্তমানে আসামি তুকারাম, রিজওয়ান ও সমীর পান্তোজি হালিয়া সাব জেলে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে ৷

উত্তর কন্নড় জেলা পুলিশ সুপারের দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, তুকারাম ও শান্তাকুমারীর বিয়ে 2-3 বছর আগে ৷ স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে বলে সন্দেহ করত শান্তাকুমারী ৷ যার ফলে প্রায়ই তাদের দু'জনের মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকত ৷ 22 ফেব্রুয়ারি শান্তাকুমারীকে খুনের দিন রাতে দু'জনের মধ্যে মারামারি হয় ৷ সেই সময়ই স্ত্রীকে খুন করে তার দেহ জলের খালি ব্যারেলে ভরে জঙ্গলে ফেলে দিয়ে আসে তুকারাম ৷

আরও পড়ুন : ঘুমন্ত স্ত্রী ও দুই ছেলেকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির

কারাওয়ার (কর্ণাটক), 26 ফেব্রুয়ারি: খুন করার পর স্ত্রী-র দেহ জলের খালি ব্যারেলে লুকিয়ে রাখল স্বামী (Husband Killed his Wife)৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কারাওয়ারে ৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় হালিওয়ালা ও রামনগর থানার পুলিশ ৷ ধৃতের নাম তুকারাম মাদিওয়ালা ৷ বাড়ি হালিয়াল তালুকের তেরগাঁও গ্রামে ৷

স্ত্রী শান্তাকুমারীর (38) সঙ্গে তেরগাঁও গ্রামে থাকতেন তুকারাম ৷ 22 ফেব্রুয়ারির রাতে অন্য মহিলার সঙ্গে সম্পর্কের সন্দেহে শান্তাকুমারীর সঙ্গে তুকারামের ঝগড়া হয় ৷ তুমুল ঝগড়া গড়ায় মারামারি পর্যন্ত ৷ তখনই স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে তুকারাম ৷ খুনের ঘটনা চাপা দিতে পরের দিন সকালে জলের একটা খালি ব্যারেলে স্ত্রী-র দেহ রেখে গাড়িতে করে বনে নিয়ে যায় অভিযুক্ত ৷

তারপর ড্রাইভার রিজওয়ান ও আলনাওয়ার সমীর পান্তোজির সাহায্যে তুকারাম রামনগর জঙ্গলে স্ত্রী-র দেহ ফেলে দিয়ে আসে ৷ স্থানীয়রা তুকারামকে ব্যারেল নিয়ে যাওয়ার সময় দেখে ফেলে ৷ তারপর তাদের মনে সন্দেহ হওয়াতে খবর দেয় পুলিশে ৷ এরপর ঘটনার তদন্তে নেমে অভিযান চালিয়ে তুকারামকে গ্রেফতার করে ৷ হালিওয়ালা ও রামনগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে ৷ বর্তমানে আসামি তুকারাম, রিজওয়ান ও সমীর পান্তোজি হালিয়া সাব জেলে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে ৷

উত্তর কন্নড় জেলা পুলিশ সুপারের দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, তুকারাম ও শান্তাকুমারীর বিয়ে 2-3 বছর আগে ৷ স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে বলে সন্দেহ করত শান্তাকুমারী ৷ যার ফলে প্রায়ই তাদের দু'জনের মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকত ৷ 22 ফেব্রুয়ারি শান্তাকুমারীকে খুনের দিন রাতে দু'জনের মধ্যে মারামারি হয় ৷ সেই সময়ই স্ত্রীকে খুন করে তার দেহ জলের খালি ব্যারেলে ভরে জঙ্গলে ফেলে দিয়ে আসে তুকারাম ৷

আরও পড়ুন : ঘুমন্ত স্ত্রী ও দুই ছেলেকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.