ETV Bharat / bharat

Weird Reason for Divorce: বিউটিপার্লারে বিল মেটাননি স্বামী ! বিবাহবিচ্ছেদের মামলা ঠুকলেন স্ত্রী

স্বামী ও স্ত্রী- দু'জনে আলাদা থাকেন ৷ এবার বিবাহবিচ্ছেদ চাইছেন স্ত্রী ৷ অনেকবার বোঝানো সত্ত্বেও স্ত্রী সংসারে ফিরতে রাজি হচ্ছেন না (Wife demands divorce as husband does not give money for makeup) ৷ তবে এসবের নেপথ্যে আছে এক অদ্ভুত কারণ !

Divorce
ETV Bharat
author img

By

Published : Dec 24, 2022, 11:04 AM IST

আলিগড়, 24 ডিসেম্বর: স্বামীর থেকে ডিভোর্স চাইলেন স্ত্রী ! কারণ ? স্ত্রী বিউটি পার্লারে গিয়ে মেকআপ করেছিলেন ৷ আর তার বিল মেটানোর জন্য টাকা চেয়েছিলেন স্বামীর কাছে ৷ স্বামী তা দেননি বলে অভিযোগ স্ত্রীর ৷ আর এই কারণেই স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে ৷ বিবাহবিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী (Aligarh Family Court divorce case) ৷

2015 সালে সিভিল লাইন ক্ষেত্র এলাকার বাসিন্দা যুবতীর সঙ্গে দিল্লির যুবক অমিতের বিয়ে হয় ৷ তিনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন ৷ বিয়ের পর প্রথম দিকে সব ঠিকঠাকই ছিল ৷ কিন্তু বছর তিনেক আগে দম্পতির মধ্যে ঝামেলা বাধে ৷ এরপর থেকে দু'জনে আলাদা আলাদা থাকতে শুরু করেছিলেন ৷ তাঁদের কোনও সন্তান নেই ৷ এবার স্ত্রী আদালতে খোরপোশের আবেদন করেছেন (Husband does not give money for makeup in beauty parlour, wife asks for divorce in Aligarh) ৷

আরও পড়ুন: স্বামীর অফিসে গিয়ে স্ত্রীর অভব্য আচরণ নিষ্ঠুরতার সমান, রায় আদালতের

স্ত্রীর অভিযোগ, স্বামী তাঁকে সাজগোজ এবং ঘরের অন্য কাজকর্মের জন্য কোনও খরচ দেন না ৷ মামলার সরকারি কৌঁসুলী প্রদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, স্বামী ও স্ত্রীকে আদালতে কাউন্সেলিংয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে ৷ বহুবার দু'জনকে বোঝানোর চেষ্টা করা সত্ত্বেও তাঁরা একসঙ্গে থাকতে রাজি হননি ৷ দু'বছর ধরে তাঁরা আলাদা থাকেন ৷ এবার জানুয়ারি মাসে তাঁরা কাউন্সেলিং করতে যাবেন ৷ আদালত চেষ্টা করছে, যাতে দু'জন ফের একসঙ্গে থাকতে পারে ৷ মামলাটি পারিবারিক আদালতে চলছে ৷

আলিগড়, 24 ডিসেম্বর: স্বামীর থেকে ডিভোর্স চাইলেন স্ত্রী ! কারণ ? স্ত্রী বিউটি পার্লারে গিয়ে মেকআপ করেছিলেন ৷ আর তার বিল মেটানোর জন্য টাকা চেয়েছিলেন স্বামীর কাছে ৷ স্বামী তা দেননি বলে অভিযোগ স্ত্রীর ৷ আর এই কারণেই স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে ৷ বিবাহবিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী (Aligarh Family Court divorce case) ৷

2015 সালে সিভিল লাইন ক্ষেত্র এলাকার বাসিন্দা যুবতীর সঙ্গে দিল্লির যুবক অমিতের বিয়ে হয় ৷ তিনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন ৷ বিয়ের পর প্রথম দিকে সব ঠিকঠাকই ছিল ৷ কিন্তু বছর তিনেক আগে দম্পতির মধ্যে ঝামেলা বাধে ৷ এরপর থেকে দু'জনে আলাদা আলাদা থাকতে শুরু করেছিলেন ৷ তাঁদের কোনও সন্তান নেই ৷ এবার স্ত্রী আদালতে খোরপোশের আবেদন করেছেন (Husband does not give money for makeup in beauty parlour, wife asks for divorce in Aligarh) ৷

আরও পড়ুন: স্বামীর অফিসে গিয়ে স্ত্রীর অভব্য আচরণ নিষ্ঠুরতার সমান, রায় আদালতের

স্ত্রীর অভিযোগ, স্বামী তাঁকে সাজগোজ এবং ঘরের অন্য কাজকর্মের জন্য কোনও খরচ দেন না ৷ মামলার সরকারি কৌঁসুলী প্রদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, স্বামী ও স্ত্রীকে আদালতে কাউন্সেলিংয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে ৷ বহুবার দু'জনকে বোঝানোর চেষ্টা করা সত্ত্বেও তাঁরা একসঙ্গে থাকতে রাজি হননি ৷ দু'বছর ধরে তাঁরা আলাদা থাকেন ৷ এবার জানুয়ারি মাসে তাঁরা কাউন্সেলিং করতে যাবেন ৷ আদালত চেষ্টা করছে, যাতে দু'জন ফের একসঙ্গে থাকতে পারে ৷ মামলাটি পারিবারিক আদালতে চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.