ETV Bharat / bharat

JP Nadda: 2014'র আগে দুর্নীতিতে জর্জরিত দেশ ছিল ভারত: জেপি নাড্ডা - কেন্দ্রে পূর্ববর্তী কংগ্রেস নেতৃত্বাধীন

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নাম না করে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন ৷ একই সঙ্গে, কেন্দ্রে পূর্ববর্তী কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) শাসন কালকেও একহাত নিয়েছেন ৷

Etv Bharat
জেপি নাড্ডা
author img

By

Published : Jun 18, 2023, 10:42 PM IST

শিবসাগর (অসম), 18 জুন: 2014 সালের আগে ভারত ছিল দুর্নীতিতে জর্জরিত একটি দেশ ৷ ফের একবার নাম না-করে কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ আগামী বছর দেশে লোকসভা নির্বাচন ৷ তার আগে চলতি বছরের শেষে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটও আছে ৷ আর তার আগে থেকেই সুর চড়াতে শুরু করেছে কংগ্রেস-বিজেপি সব রাজনৈতিক দলই ৷ তবে বিজেপি যে আরও একবার কংগ্রেস শাসনকালকে সামনে রেখেই ভোটের ময়দানে নামছে, তা জেপি নাড্ডার বক্তব্যেই স্পষ্ট ৷

রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নাম না-করে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন ৷ একইসঙ্গে, কেন্দ্রে পূর্ববর্তী কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ)-এর শাসন কালকেও একহাত নিয়েছেন ৷ এদিন নাড্ডা বলেন, "2014-এর আগের এবং পরবর্তী সময়ে দেশের মধ্যে এক বিশাল পার্থক্য আছে।" এরপরই তিনি বলেন, "ভারত 2014 সালের আগে দুর্নীতিতে জর্জরিত একটি দেশ হিসাবে গণ্য হত ৷ বলা যায় পক্ষাঘাতগ্রস্ত, সিদ্ধান্তহীনতায় ভোগা, কেলেঙ্কারিতে কলঙ্কিত ছিল ভারত।" অসমের শিবসাগরে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

বিজেপির সর্বভারতীয় সভাপতি ইউপিএ শাসনের নাম না-করে বলেন, "সব ধরনের কেলেঙ্কারি যা 2014 সাল বা তার আগে হয়েছিল ৷ আমরা ভারতের দুটি বিপরীত ছবি দেখতে পাই, একটি গত নয় বছরের আগের এবং অন্যটি পরের।" উল্লেখ্য, কেন্দ্রে বিজেপি সরকারের নয় বছর পূর্তি উপলক্ষ্যে দেশের প্রতিটি রাজ্যে জনসভা করার কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। একই সঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকারের নয় বছরের সাফল্য এবং জনসংযোগের বার্তা তুলে ধরতে কার্যত দেশ চষে ফেলছেন বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব । কেন্দ্রে বিজেপি সরকারের সাফল্যের তালিকা তুলে ধরে, নাড্ডা বলেন, "প্রধানমন্ত্রী মোদি গত নয় বছরে, দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। 2014 সাল থেকে, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে, কেন্দ্রে একটি সিদ্ধান্তমূলক, শক্তিশালী সরকার রয়েছে ৷ এটি এমন একটি সরকার যা দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে ৷"

আরও পড়ুন: মন কি বাতে নেই মণিপুরের কথা, ক্ষোভে রেডিয়ো ভাঙল ইম্ফলের জনতা

বিজেপির জাতীয় সভাপতি বলেন, "প্রধানমন্ত্রী ভারতকে একটি শক্তিশালী জাতি হিসাবে গড়ে তুলতে কাজ করেছেন। তিনি দেশে একটি নতুন শক্তি এবং গতিশীলতা সঞ্চার করেছেন, এটিকে উচ্চাকাঙ্খী করে তুলেছেন ৷" নাড্ডা যোগ করেন, "আজ আমরা বলতে পারি যে সুশাসন বা গরীব কল্যাণ সম্পর্কেই হোক না কেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বড় অগ্রগতি হয়েছে ৷" তিনি আরও বলেন, "আজকে ভারতকে তার মর্যাদা এবং ক্রমবর্ধমান প্রভাবের কারণে সারা বিশ্বে সম্মানের সাথে দেখা হয়। দেশের উন্নয়নের উপর আন্ডারলাইন করে ধাক্কা, বিজেপি জাতীয় প্রধান বলেছেন 2014 থেকে 2022 সালের মধ্যে শুধুমাত্র পরিকাঠামোর জন্য 18 লক্ষ কোটি টাকা খরচ করা হয়েছে ৷ এই বছর পরিকাঠামো প্রকল্পগুলিতে 10 লক্ষ কোটি টাকা খরচ করা হবে বলে তিনি বলেছিলেন ৷" এর অংশ হিসাবে প্রধানমন্ত্রী মোদীর অধীনে এনডিএ সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী মেগা আউটরিচ উদ্যোগের মধ্যে বিজেপি সারা দেশে ইভেন্ট এবং জনসভা করছে।

শিবসাগর (অসম), 18 জুন: 2014 সালের আগে ভারত ছিল দুর্নীতিতে জর্জরিত একটি দেশ ৷ ফের একবার নাম না-করে কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ আগামী বছর দেশে লোকসভা নির্বাচন ৷ তার আগে চলতি বছরের শেষে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটও আছে ৷ আর তার আগে থেকেই সুর চড়াতে শুরু করেছে কংগ্রেস-বিজেপি সব রাজনৈতিক দলই ৷ তবে বিজেপি যে আরও একবার কংগ্রেস শাসনকালকে সামনে রেখেই ভোটের ময়দানে নামছে, তা জেপি নাড্ডার বক্তব্যেই স্পষ্ট ৷

রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নাম না-করে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন ৷ একইসঙ্গে, কেন্দ্রে পূর্ববর্তী কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ)-এর শাসন কালকেও একহাত নিয়েছেন ৷ এদিন নাড্ডা বলেন, "2014-এর আগের এবং পরবর্তী সময়ে দেশের মধ্যে এক বিশাল পার্থক্য আছে।" এরপরই তিনি বলেন, "ভারত 2014 সালের আগে দুর্নীতিতে জর্জরিত একটি দেশ হিসাবে গণ্য হত ৷ বলা যায় পক্ষাঘাতগ্রস্ত, সিদ্ধান্তহীনতায় ভোগা, কেলেঙ্কারিতে কলঙ্কিত ছিল ভারত।" অসমের শিবসাগরে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

বিজেপির সর্বভারতীয় সভাপতি ইউপিএ শাসনের নাম না-করে বলেন, "সব ধরনের কেলেঙ্কারি যা 2014 সাল বা তার আগে হয়েছিল ৷ আমরা ভারতের দুটি বিপরীত ছবি দেখতে পাই, একটি গত নয় বছরের আগের এবং অন্যটি পরের।" উল্লেখ্য, কেন্দ্রে বিজেপি সরকারের নয় বছর পূর্তি উপলক্ষ্যে দেশের প্রতিটি রাজ্যে জনসভা করার কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। একই সঙ্গে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকারের নয় বছরের সাফল্য এবং জনসংযোগের বার্তা তুলে ধরতে কার্যত দেশ চষে ফেলছেন বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব । কেন্দ্রে বিজেপি সরকারের সাফল্যের তালিকা তুলে ধরে, নাড্ডা বলেন, "প্রধানমন্ত্রী মোদি গত নয় বছরে, দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। 2014 সাল থেকে, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে, কেন্দ্রে একটি সিদ্ধান্তমূলক, শক্তিশালী সরকার রয়েছে ৷ এটি এমন একটি সরকার যা দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে ৷"

আরও পড়ুন: মন কি বাতে নেই মণিপুরের কথা, ক্ষোভে রেডিয়ো ভাঙল ইম্ফলের জনতা

বিজেপির জাতীয় সভাপতি বলেন, "প্রধানমন্ত্রী ভারতকে একটি শক্তিশালী জাতি হিসাবে গড়ে তুলতে কাজ করেছেন। তিনি দেশে একটি নতুন শক্তি এবং গতিশীলতা সঞ্চার করেছেন, এটিকে উচ্চাকাঙ্খী করে তুলেছেন ৷" নাড্ডা যোগ করেন, "আজ আমরা বলতে পারি যে সুশাসন বা গরীব কল্যাণ সম্পর্কেই হোক না কেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বড় অগ্রগতি হয়েছে ৷" তিনি আরও বলেন, "আজকে ভারতকে তার মর্যাদা এবং ক্রমবর্ধমান প্রভাবের কারণে সারা বিশ্বে সম্মানের সাথে দেখা হয়। দেশের উন্নয়নের উপর আন্ডারলাইন করে ধাক্কা, বিজেপি জাতীয় প্রধান বলেছেন 2014 থেকে 2022 সালের মধ্যে শুধুমাত্র পরিকাঠামোর জন্য 18 লক্ষ কোটি টাকা খরচ করা হয়েছে ৷ এই বছর পরিকাঠামো প্রকল্পগুলিতে 10 লক্ষ কোটি টাকা খরচ করা হবে বলে তিনি বলেছিলেন ৷" এর অংশ হিসাবে প্রধানমন্ত্রী মোদীর অধীনে এনডিএ সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী মেগা আউটরিচ উদ্যোগের মধ্যে বিজেপি সারা দেশে ইভেন্ট এবং জনসভা করছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.