ETV Bharat / bharat

Goddess Lakshmi: 'চার হাত নিয়ে কীভাবে জন্মান লক্ষ্মী ? ধনদেবীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে স্বামী প্রসাদ মৌর্য

SP Leader on Goddess Lakshmi: দীপাবলিতে দেবী লক্ষ্মীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ালেন সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য ৷ তাঁর মতে, প্রকৃত দেবী নিজের স্ত্রী ৷ দেবী লক্ষ্মীর বদলে তাঁকেই পুজো করার জন্য মানুষের কাছে আহ্বান জানিয়েছেন তিনি ৷

Swami Prasad Maurya
স্বামী প্রসাদ মৌর্য
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 7:59 PM IST

Updated : Nov 13, 2023, 8:31 PM IST

লখনউ, 13 নভেম্বর: দীপাবলিতে স্ত্রীর পুজো করলেন সমাজবাদী পার্টির নেতা তথা বিধান পরিষদের সদস্য স্বামী প্রসাদ মৌর্য ৷ পাশাপাশি তিনি দেবী লক্ষ্মীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে ফের বিতর্কে জড়িয়েছেন ৷ তাঁর প্রশ্ন, লক্ষ্মীদেবী কীভাবে চার হাত নিয়ে জন্মাতে পারেন ? মৌর্যের মতে, যদি কেউ দেবী লক্ষ্মীর উপাসনা করতে চান, তবে তাঁর উচিত তাঁর স্ত্রীর পুজো করা, তাঁর সম্মান করা ৷ কারণ তিনি একজন 'প্রকৃত অর্থে দেবী'। সপা নেতার মন্তব্যে ক্ষোভ ছড়িয়েছে নেট নাগরিকদের মধ্যে ৷

স্বামী প্রসাদ মৌর্য দীপাবলিতে তাঁর স্ত্রীকে পুজো করার ছবি সোমবার শেয়ার করেন তাঁর এক্স হ্যান্ডেলে । ছবিগুলিতে দেখা যাচ্ছে যে, ওই মহিলার কপালে তিলক লাগানো হচ্ছে, তাঁকে মালা পরানো হচ্ছে এবং উপহার দেওয়া হচ্ছে । এরপর তিনি লেখেন, "দেশ ও সারা বিশ্বের প্রতিটি ধর্ম, বর্ণ, জাতের প্রতিটি শিশুর দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটি চোখ এবং দুটি ছিদ্রযুক্ত একটি নাক রয়েছে । তাদের শুধু একটি মাথা, পেট ও পিঠ থাকে ৷ চার হাত, আট হাত, দশ হাত, বিশ হাত, হাজার হাতের সন্তান আজ পর্যন্ত যখন জন্মায়নি, তাহলে লক্ষ্মী কীভাবে চার হাত নিয়ে জন্মগ্রহণ করবে ?"

  • दीपोत्सव के अवसर पर अपनी पत्नी का पूजा व सम्मान करते हुए कहा कि पूरे विश्व के प्रत्येक धर्म, जाति, नस्ल, रंग व देश में पैदा होने वाले बच्चे के दो हाथ, दो पैर, दो कान, दो आंख, दो छिद्रों वाली नाक के साथ एक सिर, पेट व पीठ ही होती है, चार हाथ,आठ हाथ, दस हाथ, बीस हाथ व हजार हाथ वाला… pic.twitter.com/CP5AjKODfq

    — Swami Prasad Maurya (@SwamiPMaurya) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মৌর্য এরপরে আরও বলেন যে, কেউ দেবী লক্ষ্মীর পুজো করতে চাইলে তাঁর উচিত স্ত্রীকে পুজো করা এবং তাঁর সম্মান করা ৷ কারণ তিনিই দায়িত্ব পালন করেন এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিবারের যত্ন নেন । মৌর্যের কথায়, "আপনি যদি দেবী লক্ষ্মীর পুজো করতে চান, তাহলে আপনার স্ত্রীকে পুজো করুন এবং শ্রদ্ধা করুন, যিনি প্রকৃত অর্থে একজন দেবী ৷ কারণ তিনি আপনার পরিবারের লালন-পালন, সুখ, সমৃদ্ধি, খাদ্য এবং যত্নের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন ৷"

দেবী লক্ষ্মীকে উপহাস করার জন্য সপা নেতার নিন্দায় সরব হয়েছেন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম ৷ তিনি বলেন যে, মৌর্যের মুখে অর্শ হয়েছে ৷ তাঁকে যাতে কথা বলা থেকে বিরত রাখা যায়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সেই অনুরোধ জানাবেন তিনি ৷ তাঁর কথায়, "স্বামী প্রসাদ মৌর্যের মুখে পাইলস হয়েছে । তিনি অসুস্থ এবং অবিলম্বে চিকিৎসার প্রয়োজন । আমি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে তাঁকে কথা বলতে নিষেধ করার জন্য আবেদন করছি ৷"

  • #WATCH | On SP leader Swami Prasad Maurya's statement on Sanatan Dharma, Congress leader Acharya Pramod Krishnam says, "Swami Prasad Maurya has got piles in his mouth. He needs treatment. I will ask Yogi Adityanath to put a ban on Maurya speaking." pic.twitter.com/Fna22DEdcO

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মৌর্যের মন্তব্য সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও ঝড় তুলেছে ৷ একজন নেট নাগরিক বলেন, "তার আগে আপনার মায়েরও পুজো করা উচিত, কিন্তু কেউ হিন্দু ধর্ম ত্যাগ করার সঙ্গে সঙ্গে তাঁর মূল্যবোধও ভুলে যান । এর সঙ্গে তিনি তাঁর পিতামাতার কথাও ভুলে যান ।" আরেক জনের প্রশ্ন, "দয়া করে আমাকে বলুন আপনার ধর্ম কী ? আপনি কি হিন্দু ? নাকি অহিন্দু ?"

এর আগে, মৌর্য সনাতন ধর্মের বিরুদ্ধে তাঁর বিবৃতি নিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন । তিনি দাবি করেছিলেন যে, কোটি কোটি মানুষ রামচরিতমানস পড়েন না এবং এটি নিষিদ্ধ করা উচিত কারণ তুলসীদাস নিজের আনন্দের জন্য এটি লিখেছেন । অগস্টে মৌর্য বলেছিলেন যে, হিন্দু ধর্ম একটি ভ্রান্তি । তিনি বলেন, "হিন্দু যদি সত্যিই একটি ধর্ম হত তাহলে পিছিয়ে থাকা, দলিত এবং আদিবাসীদের সম্মান করা হত ৷" গত জুলাই মাসে তিনি বলেছিলেন যে, বৌদ্ধ বিহার ভেঙে বদ্রীনাথ ধাম তৈরি করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. আলোর উৎসবে জীবজন্তুদের কষ্ট না দেওয়ার আবেদন আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের
  2. আলোর উৎসবে কেন্দ্রীয় সংস্থার অ্যাপেই স্ক্যান করে কিনুন সবুজ বাজি

লখনউ, 13 নভেম্বর: দীপাবলিতে স্ত্রীর পুজো করলেন সমাজবাদী পার্টির নেতা তথা বিধান পরিষদের সদস্য স্বামী প্রসাদ মৌর্য ৷ পাশাপাশি তিনি দেবী লক্ষ্মীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে ফের বিতর্কে জড়িয়েছেন ৷ তাঁর প্রশ্ন, লক্ষ্মীদেবী কীভাবে চার হাত নিয়ে জন্মাতে পারেন ? মৌর্যের মতে, যদি কেউ দেবী লক্ষ্মীর উপাসনা করতে চান, তবে তাঁর উচিত তাঁর স্ত্রীর পুজো করা, তাঁর সম্মান করা ৷ কারণ তিনি একজন 'প্রকৃত অর্থে দেবী'। সপা নেতার মন্তব্যে ক্ষোভ ছড়িয়েছে নেট নাগরিকদের মধ্যে ৷

স্বামী প্রসাদ মৌর্য দীপাবলিতে তাঁর স্ত্রীকে পুজো করার ছবি সোমবার শেয়ার করেন তাঁর এক্স হ্যান্ডেলে । ছবিগুলিতে দেখা যাচ্ছে যে, ওই মহিলার কপালে তিলক লাগানো হচ্ছে, তাঁকে মালা পরানো হচ্ছে এবং উপহার দেওয়া হচ্ছে । এরপর তিনি লেখেন, "দেশ ও সারা বিশ্বের প্রতিটি ধর্ম, বর্ণ, জাতের প্রতিটি শিশুর দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটি চোখ এবং দুটি ছিদ্রযুক্ত একটি নাক রয়েছে । তাদের শুধু একটি মাথা, পেট ও পিঠ থাকে ৷ চার হাত, আট হাত, দশ হাত, বিশ হাত, হাজার হাতের সন্তান আজ পর্যন্ত যখন জন্মায়নি, তাহলে লক্ষ্মী কীভাবে চার হাত নিয়ে জন্মগ্রহণ করবে ?"

  • दीपोत्सव के अवसर पर अपनी पत्नी का पूजा व सम्मान करते हुए कहा कि पूरे विश्व के प्रत्येक धर्म, जाति, नस्ल, रंग व देश में पैदा होने वाले बच्चे के दो हाथ, दो पैर, दो कान, दो आंख, दो छिद्रों वाली नाक के साथ एक सिर, पेट व पीठ ही होती है, चार हाथ,आठ हाथ, दस हाथ, बीस हाथ व हजार हाथ वाला… pic.twitter.com/CP5AjKODfq

    — Swami Prasad Maurya (@SwamiPMaurya) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মৌর্য এরপরে আরও বলেন যে, কেউ দেবী লক্ষ্মীর পুজো করতে চাইলে তাঁর উচিত স্ত্রীকে পুজো করা এবং তাঁর সম্মান করা ৷ কারণ তিনিই দায়িত্ব পালন করেন এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরিবারের যত্ন নেন । মৌর্যের কথায়, "আপনি যদি দেবী লক্ষ্মীর পুজো করতে চান, তাহলে আপনার স্ত্রীকে পুজো করুন এবং শ্রদ্ধা করুন, যিনি প্রকৃত অর্থে একজন দেবী ৷ কারণ তিনি আপনার পরিবারের লালন-পালন, সুখ, সমৃদ্ধি, খাদ্য এবং যত্নের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন ৷"

দেবী লক্ষ্মীকে উপহাস করার জন্য সপা নেতার নিন্দায় সরব হয়েছেন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম ৷ তিনি বলেন যে, মৌর্যের মুখে অর্শ হয়েছে ৷ তাঁকে যাতে কথা বলা থেকে বিরত রাখা যায়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সেই অনুরোধ জানাবেন তিনি ৷ তাঁর কথায়, "স্বামী প্রসাদ মৌর্যের মুখে পাইলস হয়েছে । তিনি অসুস্থ এবং অবিলম্বে চিকিৎসার প্রয়োজন । আমি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে তাঁকে কথা বলতে নিষেধ করার জন্য আবেদন করছি ৷"

  • #WATCH | On SP leader Swami Prasad Maurya's statement on Sanatan Dharma, Congress leader Acharya Pramod Krishnam says, "Swami Prasad Maurya has got piles in his mouth. He needs treatment. I will ask Yogi Adityanath to put a ban on Maurya speaking." pic.twitter.com/Fna22DEdcO

    — ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মৌর্যের মন্তব্য সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও ঝড় তুলেছে ৷ একজন নেট নাগরিক বলেন, "তার আগে আপনার মায়েরও পুজো করা উচিত, কিন্তু কেউ হিন্দু ধর্ম ত্যাগ করার সঙ্গে সঙ্গে তাঁর মূল্যবোধও ভুলে যান । এর সঙ্গে তিনি তাঁর পিতামাতার কথাও ভুলে যান ।" আরেক জনের প্রশ্ন, "দয়া করে আমাকে বলুন আপনার ধর্ম কী ? আপনি কি হিন্দু ? নাকি অহিন্দু ?"

এর আগে, মৌর্য সনাতন ধর্মের বিরুদ্ধে তাঁর বিবৃতি নিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন । তিনি দাবি করেছিলেন যে, কোটি কোটি মানুষ রামচরিতমানস পড়েন না এবং এটি নিষিদ্ধ করা উচিত কারণ তুলসীদাস নিজের আনন্দের জন্য এটি লিখেছেন । অগস্টে মৌর্য বলেছিলেন যে, হিন্দু ধর্ম একটি ভ্রান্তি । তিনি বলেন, "হিন্দু যদি সত্যিই একটি ধর্ম হত তাহলে পিছিয়ে থাকা, দলিত এবং আদিবাসীদের সম্মান করা হত ৷" গত জুলাই মাসে তিনি বলেছিলেন যে, বৌদ্ধ বিহার ভেঙে বদ্রীনাথ ধাম তৈরি করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. আলোর উৎসবে জীবজন্তুদের কষ্ট না দেওয়ার আবেদন আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের
  2. আলোর উৎসবে কেন্দ্রীয় সংস্থার অ্যাপেই স্ক্যান করে কিনুন সবুজ বাজি
Last Updated : Nov 13, 2023, 8:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.