হোশিয়ারপুর (পঞ্জাব), 15 এপ্রিল: ওয়ারিস পঞ্জাব সংগঠনের প্রধান অমৃতপাল সিংয়ের মামলায় পুলিশি তৎপরতা তুঙ্গে ৷ এবার অমৃতপাল সিংকে অনুসরণ করে শুক্রবার একজন আইনজীবী-সহ তিনজনকে গ্রেফতার করল হোশিয়ারপুর পুলিশ ৷ তাঁদের থেকে দু'টি পিস্তল এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। গ্রেফতার হওয়া আইনজীবী রাজদীপ সিং হোশিয়ারপুরের বাবাক গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ৷ পাশাপাশি অন্য দুই অভিযুক্ত উনকার নাথ সিং এবং সরবজিৎ সিং যথাক্রমে জলন্ধরের তুদ কালা ও নাকোদর এলাকার বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত 18 মার্চ থেকে পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি কানাডা থেকে একজন এনআরআই এই অভিযুক্ত ব্যক্তিদের 90 হাজার টাকা পাঠিয়েছিলেন ৷ এরপরই অভিযুক্তরা বিষয়টি অমৃতপাল সিংকে জানিয়েছিলেন বলে পুলিশের দাবি । আরও জানা গিয়েছে, অমৃতপাল সিংয়ের জন্য বেশ কিছুদিন ধরে একটি বাসস্থানেরও ব্যবস্থা করেছিলেন এই অভিযুক্তরা । পাশাপাশি এদের জেরা করে অমৃতপাল সিং সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে ৷ অভিযুক্তদের ওইদিন রাতেই বিচারকের সামনে হাজির করা হলে তাদের প্রত্যেককেই একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ পুলিশ গতকাল রাতে আরও কয়েকজনকে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে আটক করেছে বলেও খবর ৷ এই মুহূর্তে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
আরও পড়ুন: পুলওয়ামার হামলা নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের মহুয়া
উল্লেখ্য, এর আগে পুলিশ হোশিয়ারপুরে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী রাজপুর ভাই গ্রাম থেকে দু'জনকে গ্রেফতার করেছিল। পুলিশ সূত্রে খবর, গত মার্চে মারনাই গ্রাম থেকে পালানোর আগে এই দুই ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন অমৃতপাল সিং ৷ পুলিশি জেরের মুখে তাঁরা জানিয়েছেন, রাতে ক্ষেতের মধ্যে ট্রাক্টরের আওয়াজ শুনে তাঁরা সেখানে যান ৷ সেখানেই অমৃতপাল সিংয়ের সঙ্গে তাঁদের দেখা হয় বলেও জানিয়েছেন তাঁরা ৷ যদিও ওই দুই ব্যক্তির দাবি, অমৃতপাল ক্ষুধার্ত জেনে তাঁকে নিজেদের বাড়িতে নিয়ে যায় ওই দুই ব্যক্তি। সেখানে তাঁরা প্রথমে অমৃতপাল সিংয়ের খাওয়ার ব্যবস্থা করেন এবং নতুন কাপড়ও দেন ৷