ETV Bharat / bharat

Accident on Yamuna Expressway: পথদুর্ঘটনায় প্রাণ হারালেন 4 জন, আহত আরও 4 - 4 died in a road accident in Uttar Pradesh

পথদুর্ঘটনায় প্রাণ হারালেন 4 জন । আহত হলেন আরও 4 জন । যমুনা এক্সপ্রেসওয়েতে শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার কবলে পড়ে দুটি গাড়ি । এই 8 জন ওই দুটি গাড়িতেই ছিলেন (4 died in a road accident in Uttar Pradesh)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 5, 2022, 8:04 AM IST

Updated : Nov 5, 2022, 8:51 AM IST

মথুরা, 5 নভেম্বর: পথদুর্ঘটনায় প্রাণ হারালেন 4 জন । আহত হলেন আরও 4 জন । যমুনা এক্সপ্রেসওয়েতে শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার কবলে পড়ে দুটি গাড়ি । এই 8 জন ওই দুটি গাড়িতেই ছিলেন (4 died in a road accident in Uttar Pradesh) ।

গুরুতর আহত অবস্থায় সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন । বাকিদের চিকিৎসা চলছে । কী কারণে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয় । বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ । আহতরা সুস্থ হলে তাঁদের সঙ্গেও কথা বলবে পুলিশ ।

মথুরা, 5 নভেম্বর: পথদুর্ঘটনায় প্রাণ হারালেন 4 জন । আহত হলেন আরও 4 জন । যমুনা এক্সপ্রেসওয়েতে শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার কবলে পড়ে দুটি গাড়ি । এই 8 জন ওই দুটি গাড়িতেই ছিলেন (4 died in a road accident in Uttar Pradesh) ।

গুরুতর আহত অবস্থায় সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন । বাকিদের চিকিৎসা চলছে । কী কারণে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয় । বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ । আহতরা সুস্থ হলে তাঁদের সঙ্গেও কথা বলবে পুলিশ ।

আরও পড়ুন: মারা গেলেন দেশের প্রথম ভোটার শ্যাম সরণ নেগি

Last Updated : Nov 5, 2022, 8:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.