ETV Bharat / bharat

Record in GST Collection : জানুয়ারিতে কেন্দ্রের জিএসটি থেকে 140986 কোটি টাকার রেকর্ড আয়

মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman tabled Budget 2022) ৷ সেখানে তিনি জানান, চালু হওয়ার পর থেকে এবারই সর্বোচ্চ জিএসটি আদায় করল কেন্দ্র ৷ চলতি বছরের জানুয়ারিতে জিএসটি বাবদ কেন্দ্র আদায় করেছে 1,40,986 কোটি টাকা ৷

highest-gst-collection
চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ
author img

By

Published : Feb 1, 2022, 1:00 PM IST

Updated : Feb 1, 2022, 2:35 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : চতুর্থবার বাজেট পেশ করতে এসে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়ে দিলেন, চলতি বছরের জানুয়ারিতে পণ্য ও পরিষেবা কর (Goods and Services Tax) বা জিএসটি বাবদ কেন্দ্র আদায় করেছে 1,40,986 কোটি টাকা ৷ 1 জুলাই 2017 সালে চালু হওয়ার পর থেকে এবারই সর্বোচ্চ জিএসটি আদায় করল কেন্দ্র ৷ যা 2021 সালের জানুয়ারিতে আদায়কৃত জিএসটির থেকে 15 শতাংশ এবং 2020 সালে আদায়কৃত জিএসটির থেকে 25 শতাংশ বেশি (FM Nirmala Sitharaman tabled Budget 2022) ৷

নির্মলা বলেন, ‘‘আমাদের এখন সম্পূর্ণভাবে আইটিচালিত জিএসটি ব্যবস্থা রয়েছে । ফলে জিএসটি আরও ভালভাবে পরিচালিত হচ্ছে । 2022 সালের জানুয়ারিতে মোট জিএসটি সংগ্রহ ছিল 1,40,986 কোটি টাকা, যা ট্যাক্স শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ ৷’’

সারা বিশ্বের মতো ভারতও 2020-র শুরু থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছে ৷ প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ ৷ তৃতীয় ঢেউ এখনও চলছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পর এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের ৷ অর্থমন্ত্রী জানিয়েছেন, তারপরেও দেশের অর্থনীতি যে ঘুরে দাঁড়াচ্ছে, এই তথ্যই তার প্রমাণ ৷ এই নিয়ে পরপর সাত মাসে 1 লক্ষ কোটি টাকার উপর জিএসটি আদায় করা হল ৷

আরও পড়ুন: Union Budget 2022: 60 লাখ কর্মসংস্থান সৃষ্টিই সরকারের পরবর্তী লক্ষ্য: সীতারমন

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি : চতুর্থবার বাজেট পেশ করতে এসে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়ে দিলেন, চলতি বছরের জানুয়ারিতে পণ্য ও পরিষেবা কর (Goods and Services Tax) বা জিএসটি বাবদ কেন্দ্র আদায় করেছে 1,40,986 কোটি টাকা ৷ 1 জুলাই 2017 সালে চালু হওয়ার পর থেকে এবারই সর্বোচ্চ জিএসটি আদায় করল কেন্দ্র ৷ যা 2021 সালের জানুয়ারিতে আদায়কৃত জিএসটির থেকে 15 শতাংশ এবং 2020 সালে আদায়কৃত জিএসটির থেকে 25 শতাংশ বেশি (FM Nirmala Sitharaman tabled Budget 2022) ৷

নির্মলা বলেন, ‘‘আমাদের এখন সম্পূর্ণভাবে আইটিচালিত জিএসটি ব্যবস্থা রয়েছে । ফলে জিএসটি আরও ভালভাবে পরিচালিত হচ্ছে । 2022 সালের জানুয়ারিতে মোট জিএসটি সংগ্রহ ছিল 1,40,986 কোটি টাকা, যা ট্যাক্স শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ ৷’’

সারা বিশ্বের মতো ভারতও 2020-র শুরু থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছে ৷ প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ ৷ তৃতীয় ঢেউ এখনও চলছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পর এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের ৷ অর্থমন্ত্রী জানিয়েছেন, তারপরেও দেশের অর্থনীতি যে ঘুরে দাঁড়াচ্ছে, এই তথ্যই তার প্রমাণ ৷ এই নিয়ে পরপর সাত মাসে 1 লক্ষ কোটি টাকার উপর জিএসটি আদায় করা হল ৷

আরও পড়ুন: Union Budget 2022: 60 লাখ কর্মসংস্থান সৃষ্টিই সরকারের পরবর্তী লক্ষ্য: সীতারমন

Last Updated : Feb 1, 2022, 2:35 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.