ETV Bharat / bharat

Heroin Seized in Assam: অসমে দু'দিনে প্রায় 6 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, ধৃত 3 - Heroin

অসমে দু'দিনে কার্বি আংলংয়ের কাছ থেকে প্রায় 6 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল পুলিশ ৷ দুটি ঘটনায় মোট তিনজনকে আটক করা হয়েছে ৷

Heroin Seized in Assam
হেরোইন
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 7:51 PM IST

ডিফু, 28 সেপ্টেম্বর: ফের হেরোইন উদ্ধার অসমে ৷ দু'দিনে প্রায় 6 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল অসম পুলিশ ৷ মাদকগুলি অসম-নাগাল্যান্ড সীমানার কার্বি আংলংয়ের কাছ থেকে উদ্ধার করা হয়েছে । ঘটনায় আটক দুই পাচারকারী ৷

অসম পুলিশ রাজ্যে মাদক চোরাচালানের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে । অনেক সময়েই রাজ্যের বিভিন্ন প্রান্তে মাদক চোরাকারবারীদের ধরতে সফল হয়েছে পুলিশের বিশেষ দল । রাজ্যের কার্বি আংলং জেলা ধীরে ধীরে মাদক চোরাচালানের করিডোরে পরিণত হয়েছে । জেলা পুলিশ ও সশস্ত্র বাহিনী সেখানে মাদক বাজেয়াপ্ত করেছে এবং ঘন ঘন অসংখ্য পাচারকারীকে আটক করা হচ্ছে । অসম-নাগাল্যান্ড সীমান্ত এই ইস্যুতে তুলনামূলকভাবে বেশি সংবেদনশীল হয়ে উঠেছে ।

বৃহস্পতিবার সকালে খাটখাটিতে আবারও প্রায় 3 কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে । পুলিশ রিপোর্ট অনুসারে, কার্বি আংলং জেলার এএসপি (নিরাপত্তা) জন দাসের নেতৃত্বে আজ ভোরে একটি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল । খাটখাটি পুলিশ এবং সিআরপিএফ সহ কার্বি আংলং জেলা এএসপি (নিরাপত্তা) এর নেতৃত্বে একটি বিশেষ নাকা পয়েন্ট গড়ে তোলে । পুলিশের দলটি 45টি সাবানের বাক্সে 575 গ্রাম হেরোইন উদ্ধার করে ।

আরও পড়ুন: গত দেড় মাসে পঞ্জাবের ফাজিলকায় বাজেয়াপ্ত 145 কেজি হেরোইন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হেরোইনের বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা । অভিযানকারী দল হেরোইন সরবরাহের সঙ্গে জড়িত দুই পাচারকারীকেও আটক করেছে । ধৃত দুই চোরাকারবারী হলেন নগাঁও জেলার ভকতগাঁওয়ের নুরুদ্দিন আলি ও আজহারউদ্দিন । আরও তথ্যের জন্য পুলিশ দু'জনকে জিজ্ঞাসাবাদ করছে । প্রসঙ্গত, 25 সেপ্টেম্বর পুলিশের এই একই দল একই স্থানে 45টি সাবানের বাক্সে প্রায় 583.8 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছিল । পুলিশের দাবি, মাদকদ্রব্যের বাজার মূল্য তিন কোটি টাকার বেশি । করিমগঞ্জের সামসুল হক নামে এক ব্যবসায়ীকে এই ঘটনায় আটক করেছিল পুলিশ ।

ডিফু, 28 সেপ্টেম্বর: ফের হেরোইন উদ্ধার অসমে ৷ দু'দিনে প্রায় 6 কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল অসম পুলিশ ৷ মাদকগুলি অসম-নাগাল্যান্ড সীমানার কার্বি আংলংয়ের কাছ থেকে উদ্ধার করা হয়েছে । ঘটনায় আটক দুই পাচারকারী ৷

অসম পুলিশ রাজ্যে মাদক চোরাচালানের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে । অনেক সময়েই রাজ্যের বিভিন্ন প্রান্তে মাদক চোরাকারবারীদের ধরতে সফল হয়েছে পুলিশের বিশেষ দল । রাজ্যের কার্বি আংলং জেলা ধীরে ধীরে মাদক চোরাচালানের করিডোরে পরিণত হয়েছে । জেলা পুলিশ ও সশস্ত্র বাহিনী সেখানে মাদক বাজেয়াপ্ত করেছে এবং ঘন ঘন অসংখ্য পাচারকারীকে আটক করা হচ্ছে । অসম-নাগাল্যান্ড সীমান্ত এই ইস্যুতে তুলনামূলকভাবে বেশি সংবেদনশীল হয়ে উঠেছে ।

বৃহস্পতিবার সকালে খাটখাটিতে আবারও প্রায় 3 কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে । পুলিশ রিপোর্ট অনুসারে, কার্বি আংলং জেলার এএসপি (নিরাপত্তা) জন দাসের নেতৃত্বে আজ ভোরে একটি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল । খাটখাটি পুলিশ এবং সিআরপিএফ সহ কার্বি আংলং জেলা এএসপি (নিরাপত্তা) এর নেতৃত্বে একটি বিশেষ নাকা পয়েন্ট গড়ে তোলে । পুলিশের দলটি 45টি সাবানের বাক্সে 575 গ্রাম হেরোইন উদ্ধার করে ।

আরও পড়ুন: গত দেড় মাসে পঞ্জাবের ফাজিলকায় বাজেয়াপ্ত 145 কেজি হেরোইন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হেরোইনের বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা । অভিযানকারী দল হেরোইন সরবরাহের সঙ্গে জড়িত দুই পাচারকারীকেও আটক করেছে । ধৃত দুই চোরাকারবারী হলেন নগাঁও জেলার ভকতগাঁওয়ের নুরুদ্দিন আলি ও আজহারউদ্দিন । আরও তথ্যের জন্য পুলিশ দু'জনকে জিজ্ঞাসাবাদ করছে । প্রসঙ্গত, 25 সেপ্টেম্বর পুলিশের এই একই দল একই স্থানে 45টি সাবানের বাক্সে প্রায় 583.8 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছিল । পুলিশের দাবি, মাদকদ্রব্যের বাজার মূল্য তিন কোটি টাকার বেশি । করিমগঞ্জের সামসুল হক নামে এক ব্যবসায়ীকে এই ঘটনায় আটক করেছিল পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.