হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর : ঘূর্ণিঝড় গুলাবের (Cyclone Gulab) দাপটে জেরবার তেলঙ্গনার বিস্তীর্ণ এলাকা ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 24 ঘণ্টায় রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ স্থানীয় প্রশাসনের তরফ থেকে বাসিন্দাদের একান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বেরোনোর আবেদন জানানো হয়েছে ৷
আরও পড়ুন : Cyclone Gulab : দুই মৎস্যজীবীর প্রাণ কাড়ল 'গুলাব', শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই হায়দরাবাদে ভারী বৃষ্টি শুরু হয়েছে ৷ যার জেরে এখনও শহরের নানা জায়গায় জল জমে রয়েছে ৷ প্রশাসনের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম ৷ শহরের কোনও বাসিন্দা সমস্যায় পড়লে কন্ট্রোল রুমের নম্বরে (040 23202813) ফোন করতে পারেন ৷ সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব সাহায্যপ্রার্থীর কাছে পৌঁছে যাবেন উদ্ধারকারী দলের সদস্যরা ৷
আরও পড়ুন : Cyclone Gulab Landfall : রবির সন্ধেয় মাটি ছুঁল গুলাব, দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা মোদির
অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রও উত্তাল হয়ে রয়েছে ৷ হায়দরাবাদ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র আগামী 24 ঘণ্টা নয়, আগামী তিনদিন ধরে বৃষ্টিপাত চলতে পারে ৷ শহরবাসীকে সোমবার ও মঙ্গলবার বিশেষভাবে সতর্ক করা হয়েছে ৷ জারি হয়েছে হাই অ্য়ালার্ট ৷ পুলিশ-সহ সংশ্লিষ্ট সমস্ত প্রশাসনকেও যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে ৷ প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ৷ বৃষ্টিপাতের পাশপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে ৷ যা ভাবাচ্ছে প্রশাসনকে ৷ এখনও পর্যন্ত জিদিমেটলা, কোমপাল্লি, আম্বরপেট, কাচিগুডা, আইবি নগর, কেপিএইচবি কলোনি, হায়দার নগর-সহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে ৷