ETV Bharat / bharat

দিল্লি পুলিশ, দিল্লি সরকারকে নোটিশ হাইকোর্টের

দিল্লিতে ট্র্যাক্টর মিছিলের সময় ট্র্যাক্টর উলটে প্রাণ যায় এক যুবকের৷ যদিও পরিবারের দাবি, তাঁকে গুলি করে খুন করা হয়েছে৷ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে আদালতের নজরদারিতে সিট গঠনের আবেদন জানিয়েছেন মৃতের দাদু৷ বৃহস্পতিবার সেই মামলায় দিল্লি পুলিশ, দিল্লি সরকার-সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ পাঠাল দিল্লি হাইকোর্ট৷

HC seeks Delhi govt, police stand on plea for SIT probe into death of farmer on Jan 26 tractor rally
দিল্লি পুলিশ, দিল্লি সরকারকে নোটিশ হাইকোর্টের
author img

By

Published : Feb 11, 2021, 9:44 PM IST

দিল্লি, 11 ফেব্রুয়ারি: সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর মিছিল চলাকালীন ট্র্যাক্টর উলটে মৃত্য়ু হয় 25 বছরের এক যুবকের৷ সেই ঘটনার তদন্তের জন্য আদালতের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন উঠেছে৷ রুজু হয়েছে মামলা৷ তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার দিল্লি সরকার এবং দিল্লি পুলিশের মত জানতে চাইল দিল্লি হাইকোর্ট৷

ঘটনায় দিল্লি পুলিশ ও দিল্লি সরকারের পাশাপাশি উত্তরপ্রদেশ সরকার এবং রামপুর জেলা হাসপাতালের সিএমও-কে নোটিশ পাঠালেন বিচারপতি যোগেশ খান্না৷ প্রসঙ্গত, রামপুর জেলা হাসপাতালেই ওই যুবকের দেহের ময়নাতদন্ত হয়েছিল৷

প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবসের দিন ট্র্যাক্টর উলটে মৃত ওই যুবকের নাম নভরীত সিং৷ তাঁর দাদুর অভিযোগ, নাতির মাথায় গুলির ক্ষত দেখেছেন তিনি৷ সুবিচারের আশায় দ্বারস্থ হয়েছেন আদালতের৷ এদিন সেই মামলার প্রেক্ষিতেই সংশ্লিষ্ট সব পক্ষের অবস্থান জানতে চাইল আদালত৷

আরও পড়ুন: গ্রেপ্তার করা যাবে না শশী থারুর ও 6 সাংবাদিককে, নির্দেশ সুপ্রিম কোর্টের

এই ঘটনায় তদন্তের হালহকিকত জানতে চেয়ে দিল্লি পুলিশকে একটি স্ট্য়াটাস রিপোর্টও জমা দিতে বলেছে আদালত৷ মামলার পরবর্তী শুনানির দিন, অর্থাৎ আগামী 26 ফেব্রুয়ারিই ওই রিপোর্ট আদালতে পেশ করতে হবে৷

দিল্লি, 11 ফেব্রুয়ারি: সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর মিছিল চলাকালীন ট্র্যাক্টর উলটে মৃত্য়ু হয় 25 বছরের এক যুবকের৷ সেই ঘটনার তদন্তের জন্য আদালতের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন উঠেছে৷ রুজু হয়েছে মামলা৷ তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার দিল্লি সরকার এবং দিল্লি পুলিশের মত জানতে চাইল দিল্লি হাইকোর্ট৷

ঘটনায় দিল্লি পুলিশ ও দিল্লি সরকারের পাশাপাশি উত্তরপ্রদেশ সরকার এবং রামপুর জেলা হাসপাতালের সিএমও-কে নোটিশ পাঠালেন বিচারপতি যোগেশ খান্না৷ প্রসঙ্গত, রামপুর জেলা হাসপাতালেই ওই যুবকের দেহের ময়নাতদন্ত হয়েছিল৷

প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবসের দিন ট্র্যাক্টর উলটে মৃত ওই যুবকের নাম নভরীত সিং৷ তাঁর দাদুর অভিযোগ, নাতির মাথায় গুলির ক্ষত দেখেছেন তিনি৷ সুবিচারের আশায় দ্বারস্থ হয়েছেন আদালতের৷ এদিন সেই মামলার প্রেক্ষিতেই সংশ্লিষ্ট সব পক্ষের অবস্থান জানতে চাইল আদালত৷

আরও পড়ুন: গ্রেপ্তার করা যাবে না শশী থারুর ও 6 সাংবাদিককে, নির্দেশ সুপ্রিম কোর্টের

এই ঘটনায় তদন্তের হালহকিকত জানতে চেয়ে দিল্লি পুলিশকে একটি স্ট্য়াটাস রিপোর্টও জমা দিতে বলেছে আদালত৷ মামলার পরবর্তী শুনানির দিন, অর্থাৎ আগামী 26 ফেব্রুয়ারিই ওই রিপোর্ট আদালতে পেশ করতে হবে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.