কর্নাল, 13 সেপ্টেম্বর: কবি বলেছেন প্রেমের ফাঁদ পাতা ভুবনে ৷ সত্য়িই ফাঁদ ৷ ইনস্টাগ্রামে বান্ধবীর সঙ্গে পরিচয় ৷ ক্রমেই তা ঘনিষ্ঠ সম্পর্কে পরিণত হয় ৷ পরবর্তীতে অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখিয়ে একাধিক বার ব্ল্যাকমেল করে যুবকের থেকে দফায় দফায় টাকা নেওয়ার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে ৷ টাকা দিতে না-পেরে আত্মহত্যা যুবকের ৷ মর্মান্তিক ঘটনাটি হরিয়ানার কর্নালের ৷ মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ৷ যেখানে ওই মহিলা ও তার পরিবারের বিরুদ্ধে ব্ল্যাকমেইল করার অভিযোগ উল্লেখ রয়েছে ৷ দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সন্দীপ কুমার ৷ তিনি কর্নালের রতনগড় গ্রামের বাসিন্দা । গত কয়েক বছর ধরে পুরনো বাইক কেনাবেচা ব্যবসার সঙ্গে যুক্ত। মৃতের পরিবারের সদস্য জয়কুমার জানিয়েছেন, বছরদু'য়েক আগে ইনস্টাগ্রামে এক মহিলার সঙ্গে বন্ধুত্ব হয় সন্দীপের । ওই মহিলা গোহানার বাসিন্দা। এরপর থেকেই কিরণ সন্দীপকে টাকার জন্য একাধিকবার ব্ল্যাকমেল করতে থাকে। যার জেরে সন্দীপ ওই মহিলাকে কয়েকবার টাকা দিয়েছিল । সম্প্রতি তা বেড়ে গিয়েছিল ৷ ওই মহিলার দাবি বাড়তে থাকে ৷ এদিকে সন্দীপের আর্থিক অবস্থা ভালো না-হওয়ায় সে টাকা দিতে অস্বীকার করে ৷ তারপরেই জুলাই মাসে ঘারুন্ডা থানায় সন্দীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা ।
পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, বাধ্য হয়ে সন্দীপ ও ওই মহিলার মধ্যে এককালীন 5 লক্ষ টাকা দেওযার সমঝোতা হয়। সেইমতো সন্দীপ ওই মহিলাকে নগদ 3 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকার চেক দিয়েছেন । 2 লক্ষ টাকার চেক বাউন্স হয়ে যাওয়া ওই মহিলা আবারও 5 লক্ষ টাকা দাবি করেন । এমনকী মহিলার মেয়েকে হেনস্থার অভিযোগ এনে পকসো আইনে সন্দীপের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে ।
আরও পড়ুন: কোটায় নিট প্রস্তুতিরত ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
এর পর পুলিশ তদন্তের জন্য 11 সেপ্টেম্বর সন্দীপকে থানায় ডেকে আনে । এতে হতাশ হয়ে ওই যুবক আত্মহত্যা করেন। নিহত যুবকের দুই সন্তান রয়েছে। কর্নালের সদর থানার তদন্তকারী অফিসার জানান, মৃত যুবকের বাবা ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ সেখানে তিনি ছেলের মৃত্যুর জন্য এক মহিলা, তার স্বামী, তার ভাই এবং মাকে দায়ী করেছেন । পুলিশ 306 এবং 34 ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷
আরও পড়ুন: 58 বছর পর মোষ চুরির মামলায় গ্রেফতার বছর আশির বৃদ্ধ