ETV Bharat / bharat

Nuh Violence: নুহ-র ঘটনা নিয়ে কোনও আগাম গোয়েন্দা সতর্কবার্তা ছিল না, দাবি হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রীর - হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ

Haryana Home Minister Anil Vij on Nuh Violence: গত 31 জুলাই হরিয়ানার নুহ ও গুরুগ্রামে হিংসার ঘটনা ঘটে ৷ ওই ঘটনার আগে গোয়েন্দাদের তরফে কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ ৷

Nuh Violence
Nuh Violence
author img

By

Published : Aug 5, 2023, 12:40 PM IST

চণ্ডীগড় ও আম্বালা, 5 অগস্ট: হরিয়ানার নুহ ও গুরুগ্রামে গত 31 জুলাই যে হিংসা ছড়ায়, সেই বিষয়ে গোয়েন্দারা আগেভাগে কোনও সতর্কবার্তা সরকারকে দেয়নি ৷ এমনই দাবি করেছেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ ৷ তিনি আরও জানান, এই নিয়ে হরিয়ানা পুলিশের কাছেও কোনও তথ্য ছিল না ৷ তাঁকে এই বিষয়টি জানিয়েছেন স্বয়ং হরিয়ানা পুলিশের ডিজি ৷

অনিল ভিজ বলেন, "আমার কাছে কোনও গোয়েন্দা তথ্য শেয়ার করা হয়নি । আমি অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) এবং ডিজিপিকে জিজ্ঞাসাও করেছি এবং তাঁরা বলেছে যে তাঁদের কাছেও তথ্য ছিল না ।"

তবে তিনি একটি ভিডিয়োর প্রসঙ্গ তুলেছেন ৷ তাঁর দাবি, ওই ভিডিয়োতে নাকি সিআইডির এক ইনস্পেক্টর দাবি করছেন যে এই বিষয়ে তাঁর (ওই ইনস্পেক্টর) কাছে বিস্তারিত তথ্য আগে থেকেই ছিল ৷ অনিল ভিজ তাই প্রশ্ন তুলেছেন, আগে থেকে তথ্য থাকলে কেন কাউকে কিছু জানালেন না সিআইডির ওই আধিকারিক ৷ সেই কারণেই এই ঘটনার পিছনে বড় কোনও ষড়যন্ত্র থাকতে পারে বলেও মনে করছেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী ৷

তিনি বলেন, "মানুষ মন্দিরের পাশের পাহাড়ে উঠেছিল, তাদের হাতে লাঠি ছিল এবং প্রবেশের পয়েন্টে জড়ো হয়েছিল ৷ নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া এই সব সম্ভব নয় । গুলি চালানো হয়েছিল...এগুলি সবই একটি পরিকল্পনার অংশ । আমরা তাড়াহুড়ো করব না । পুঙ্খানুপুঙ্খ তদন্ত না করেই কোনও সিদ্ধান্তে উপনীত হব না ৷’’

নুহ-র ওই ঘটনায় ছ’জনের প্রাণ গিয়েছে ৷ বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্য়ে কয়েকজনের অবস্থা গুরুতর ৷ এই ঘটনার পর হরিয়ানার মনোহর লাল খাট্টারের সরকার নুহ-র পুলিশ সুপার বরুণ সিংলাকে সরিয়ে দিয়েছে ৷ সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে নরেন্দর সিং বিজারনিয়াকে ৷

আরও পড়ুন: একের পর এক হিংসার ঘটনা, বদলি করা হল নুহের এসপি বরুণ সিংলাকে

নুহ-র নবনিযুক্ত পুলিশ সুপার শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন যে এখনও পর্যন্ত তদন্তে ভিন্ন ভিন্ন গ্রুপের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে ৷ সেই হিসেবে অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে ৷ চিহ্নিত করে গ্রেফতারও করা হচ্ছে । হরিয়ানা পুলিশ 141 জনকে গ্রেফতার করেছে ৷ নুহতে হিংসার ঘটনায় 55টি মামলা ইতিমধ্যে নথিভুক্ত করা হয়েছে পুলিশের তরফে ।

চণ্ডীগড় ও আম্বালা, 5 অগস্ট: হরিয়ানার নুহ ও গুরুগ্রামে গত 31 জুলাই যে হিংসা ছড়ায়, সেই বিষয়ে গোয়েন্দারা আগেভাগে কোনও সতর্কবার্তা সরকারকে দেয়নি ৷ এমনই দাবি করেছেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ ৷ তিনি আরও জানান, এই নিয়ে হরিয়ানা পুলিশের কাছেও কোনও তথ্য ছিল না ৷ তাঁকে এই বিষয়টি জানিয়েছেন স্বয়ং হরিয়ানা পুলিশের ডিজি ৷

অনিল ভিজ বলেন, "আমার কাছে কোনও গোয়েন্দা তথ্য শেয়ার করা হয়নি । আমি অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) এবং ডিজিপিকে জিজ্ঞাসাও করেছি এবং তাঁরা বলেছে যে তাঁদের কাছেও তথ্য ছিল না ।"

তবে তিনি একটি ভিডিয়োর প্রসঙ্গ তুলেছেন ৷ তাঁর দাবি, ওই ভিডিয়োতে নাকি সিআইডির এক ইনস্পেক্টর দাবি করছেন যে এই বিষয়ে তাঁর (ওই ইনস্পেক্টর) কাছে বিস্তারিত তথ্য আগে থেকেই ছিল ৷ অনিল ভিজ তাই প্রশ্ন তুলেছেন, আগে থেকে তথ্য থাকলে কেন কাউকে কিছু জানালেন না সিআইডির ওই আধিকারিক ৷ সেই কারণেই এই ঘটনার পিছনে বড় কোনও ষড়যন্ত্র থাকতে পারে বলেও মনে করছেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী ৷

তিনি বলেন, "মানুষ মন্দিরের পাশের পাহাড়ে উঠেছিল, তাদের হাতে লাঠি ছিল এবং প্রবেশের পয়েন্টে জড়ো হয়েছিল ৷ নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া এই সব সম্ভব নয় । গুলি চালানো হয়েছিল...এগুলি সবই একটি পরিকল্পনার অংশ । আমরা তাড়াহুড়ো করব না । পুঙ্খানুপুঙ্খ তদন্ত না করেই কোনও সিদ্ধান্তে উপনীত হব না ৷’’

নুহ-র ওই ঘটনায় ছ’জনের প্রাণ গিয়েছে ৷ বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্য়ে কয়েকজনের অবস্থা গুরুতর ৷ এই ঘটনার পর হরিয়ানার মনোহর লাল খাট্টারের সরকার নুহ-র পুলিশ সুপার বরুণ সিংলাকে সরিয়ে দিয়েছে ৷ সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে নরেন্দর সিং বিজারনিয়াকে ৷

আরও পড়ুন: একের পর এক হিংসার ঘটনা, বদলি করা হল নুহের এসপি বরুণ সিংলাকে

নুহ-র নবনিযুক্ত পুলিশ সুপার শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন যে এখনও পর্যন্ত তদন্তে ভিন্ন ভিন্ন গ্রুপের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে ৷ সেই হিসেবে অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে ৷ চিহ্নিত করে গ্রেফতারও করা হচ্ছে । হরিয়ানা পুলিশ 141 জনকে গ্রেফতার করেছে ৷ নুহতে হিংসার ঘটনায় 55টি মামলা ইতিমধ্যে নথিভুক্ত করা হয়েছে পুলিশের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.